ওয়ালমার্ট এফসিসিএ অডিটের সম্পুর্ণ চেক লিস্ট
বাংলায় এফসিসিএ অডিটের চেক লিস্ট

এফসিসিএ অডিটের চেক লিস্ট বাংলা এবং ইংরেজিতে এক সাথে।

আজকে এই পোস্টে আমরা জানবো ওয়ালমার্ট এফসিসিএ অডিটের চেক লিস্ট সম্পর্কে। এই অডিটের সম্পূর্ণ চেক লিস্টটি এখানে বাংলা এবং ইংরেজিতে দিচ্ছি যাতে সবার অর্জিনাল এবং স্থানীয় ভাষায় এফসিসিএ অডিটের রিকোয়ারমেন্ট সম্পর্কে বুঝতে সুবিধা হয়। 

এফ সি সি এ অডিট কি এই বিষয়ে পড়তে পারেনঃ

এফসিসিএ অডিট কি? কেন প্রয়োজন জেনে নিন

প্রতিটি চ্যাপ্টার এর প্রতিটি পয়েন্ট এখনো বাংলা করা সম্ভব হয় নি তবে খুব দ্রুত সবগুলি আপডেট হয়ে যাবে ইনশাআল্লাহ। 

মুখ্য পয়েন্টগুলি

অন সাইট ল্যাবরেটরি এর ওয়ালমার্ট এফসিসিএ অডিটের চেক লিস্ট

Sr No Question On Site Laboratory Section (অন সাইট ল্যাবরেটরি) Status (Y/N)
Is there an on-site, fully equipped laboratory with trained technician on site? (ফ্যাক্টরীতে কি প্রশিক্ষিত টেকনিশিয়ান এবং সকল যন্ত্রপাতি সহ অন সাইট ল্যাবরেটরি আছে ) Onsite laboratory is defined as a laboratory that exists in the premises of audited factory and accessible when required.(অন সাইট ল্যাবরেটরি হচ্ছে সেই ল্যাবরেটরি যা অডিটকৃত ফ্যাক্টরীতে সীমানার মধ্যে অবস্থিত এবং প্রয়োজনীয় সময়ে ব্যবহার যোগ্য )
Factory has a fully equipped laboratory under climate controlled conditions and periodically calibrated in confined space. Equipment are ( depending on business or product):(ল্যাবরেটরি সকল যন্ত্রপাতি সহ জলবায়ু নিয়ন্ত্রিত অবস্থায় একটি নির্দিষ্ট স্থানে নির্ধারিত সময়ে ক্যালিব্রেটেড হয়ে থাকে। যন্ত্রপাতি গুলো হলো ( ব্যবসা/ পণ্যের উপর নির্ভরশীল )
• GSM cutter (NA for sweater) (জি এস এম কাটার ( সোয়েটারের জন্য প্রযোজ্য নয়))
Digital balance (ডিজিটাল ব্যালেন্স)
• Calibrated Light cabinet in appropriate dark room. Light cabinet has Walmart required light source based on market requirement. US/ Canada/ International Primary: CWF and secondary D65, Seiyu Primary D65(no secondary) and George Primary TL84 and secondary D65 (will get score even if in other section) (উপযুক্ত অন্ধকার ঘরে ক্যালিব্রেটেড লাইট ক্যাবিনেট। বাজার চাহিদা অনুয়াযী লাইট ক্যাবিনেটে ওয়াল-মার্ট এর প্রযোজোনীয় লাইট সোর্স থাকতে হবে। ইউএস / কানাডা / আন্তর্জাতিক প্রাইমারী – সিডাব্লিউএফ এবং সেকেন্ডারী ডি-৬৫ , সিইউ- প্রাইমারী – ডি৬৫ ( কোন সেকেন্ডারী নেই) এবং জর্জ প্রাইমারী টি এল -৮৪ এবং সেকেন্ডারী ডি ৬৫ ( যদি অন্য কোন সেকশনে থাকে তবে স্কোর পাবে। ) )
Lux meter (লাক্স মিটার)
Grey scale for color change (কালার পরিবর্তনের জন্য গ্রে স্কেল)
Shrinkage tester template and ruler, washing machine and dryer for shrinkage testing (শ্রিংকেজ টেষ্ট এর জন্য শ্রিংকেজ টেস্টার টেমপ্লেট এবং কালার ওয়াশিং মেশিন এবং ড্রয়ার )
Crock meter (ক্রোক মিটার )
All Equipment are calibrated periodically and records are maintained. (সকল যন্ত্রপাতি নির্ধারিত সময়ে ক্যালিব্রেটেড থাকতে হবে এবং রেকর্ড মেইনটেইন করতে হবে। )
Factory has trained technicians trained by third part or a qualified /professional independent lab technicians (ফ্যাক্টরীতে তৃতীয় পক্ষ অথবা যোগ্য পেশাদার স্বাধীন ল্যাব টেকনিশিয়ান দ্বারা প্রশিক্ষিত টেকনিশিয়ান থাকতে হবে। )
03 Are critical laboratory tests performed (either in house or use 3rd party lab) and result used by production for problem prevention? (ক্রিটিক্যাল ল্যাবটেরী টেস্ট কি( ইন হাউজ অথবা থার্ড পার্টি ল্যাবে করা হয়ে থাকে ) এবং সমস্যার সময়াধানের জন্য প্রডাকশন কর্তৃক ব্যবহৃত হয়ে থাকে?) Critical fabric and garment tests are performed in the in-house lab or using certified external labs as part of production process as required by client. Refer to WM manual for reference for particular market (বায়ারের চাহিদা অনুয়াযী প্রোডাকশনের অংশ হিসেবে ক্রিটিক্যাল ফ্রেব্রিক্স এবং গার্মেন্টস টেস্ট ইন হাউজ ল্যাব অথবা বাহিরের সার্টিফিকেট প্রাপ্ত ল্যাব থেকে করা হয়ে থাকে। নির্দিষ্ট মার্কেটের জন্য ওয়াল – মার্ট ম্যানুয়াল রেফারেন্স হিসারবে ব্যবহৃত হয়ে থাকে। )
Records are well kept as part of regular production process for all customers ( for new factory ) or Wal-Mart -. Minimum rolling 12 – month records. (নতুন ফ্যাক্টরীর জন্য) অথবা ওয়াল-মার্ট রোলিং ফ্যাক্টরীর জন্য সকল কাষ্টমার এর জন্য নিয়মতি প্রোডাকশন প্রসেসের অংশ হিসেবে সর্বনিম্ন ১২ মাসের রেকর্ড ভালভাবে রাখতে হবে। )
04 Are there consistent fabric/garment shrinkage/wash tests conducted in-house/ at outsourced washing plant and
properly evaluated?(ইন হাউজ অথবা বাইরের ওয়াশ প্লান্টে কি নিয়মিত ভাবে ফেব্রিক । গার্মেন্টস শ্রিংকেজ / ওয়াশ টেস্ট এবং তা যথাযথভাবে নিরীক্ষা করা হয় কি না?)
In-house shrinkage/wash tests are conducted for every style every lot for non wash program. It is acceptable to have wash report from outsource if no in house wash facility for wash program (নন ওয়াশ প্রোগ্রাম এর জন্য প্রত্যেক স্টাইল এবং প্রত্যেক লট অনুয়াযী ইন হাউজ শ্রিংকেজ টেস্ট অথবা ওয়াশ টেষ্ট করা হয়ে থাকে। ওয়াশ প্রোগ্রামের জন্য যদি অভ্যান্তরীন ওয়াশ সুবিধা না থাকে সেক্ষেত্রে বাইরের ওয়াশ রিপোর্ট গ্রহণযোগ্য হবে। )
Wash blankets are carefully evaluated and approved prior to cutting (ওয়াশ ব্লাংকেট যথাযথভাবে নিরীক্ষা করে কাটিং কে প্রাধান্য দিয়ে অনুমোদন করা হয়। )
Records are properly kept. (রেকর্ড গুলো যথাযথ ভাবে রাখতে হবে। )

স্যাম্পল রুম এর ওয়ালমার্ট এফসিসিএ অডিটের চেক লিস্ট

Sr No Question Sample Room Section (স্যাম্পল রুম) Status (Y/N)
1 Is the sample room fully equipped to produce samples that are representative of factory’s specific product type?(প্রোডাক্টের ধরণ অনুসারে ফ্যাক্টরীর স্যাম্পল রুম কি উপযুক্ত যন্ত্রপাতি সমৃদ্ধ কিনা ?) Sample room is equipped at factory site including (স্যাম্পল রুমের অন্তর্ভুক্ত যন্ত্রপাতি সমুহ)
cutting equipment and table (কাটিং যন্ত্রপাতি এবং টেবিল)
sewing machines of all types (including button, buttonhole, snap etc.) (সকল ধরণের সুইং যন্ত্রপাতি ( বাটন, বাটন হোল, স্নাপ ইত্যাদি ))
pressing equipment (প্রেসিং যন্ত্রপাতি)
working aids, needle gauge, attachments (কাজের সহযোগি যন্ত্রপাতি, নিডেল গেজ,এটাচমেন্ট)
pattern cutting machine (প্যাটার্ন কাটিং মেশিন)
Approved base size body forms/mannequin available for all market and sizes
(Alvanon updated body form for each US, Canada and George retail. Y
Seiyu uses KIIYA). There is no standard for Latam (Mexico/ Brazil/ Chile)
Large scale or mass production equipment can be excepted if shared(hosiery machine and Towel/scarf weaving machine, socks knitting machine, fusing machine, computerized knitwear machines etc.) ( বড় আকারে প্রোডাকশন যন্ত্রপাতি বাদ যাবে যদি শেয়ার করা হয় ( যেমনঃ হোসিয়ারি মেশিন এবং তোয়ালে / স্কার্ফ ইউভিং মেশিন, সকল নিটিং মেশিন, ফিউজিং মেশিন, কম্পিউটারাইজড নীটোওয়ার। )
Factory has needle control records for sample room (স্যাম্পল রুমের জন্য ফ্যাক্টরীতে নিডেল কন্ট্রোল রেকর্ড থাকতে হবে। )
02 Is there a skilled sample room technician available and capable of modification of patterns when required and responsible for pattern handover to production floor with record available? (দক্ষ স্যাম্পল রুম টেকনিশিয়ান আছে কিনা যিনি প্রযোজনমত রেকর্ডসহ প্যাটার্ন হ্যান্ডওভার করার জন্য প্যাটার্ণ মেডিফাই করতে পারেন?) Yes, factory has skilled technician (হ্যাঁ, ফ্যাক্টরীতে দক্ষ টেকনিশিয়ান আছে)
Production floor patterns (large and small) are approved by technician (প্রোডাকশন ফ্লোরের প্যাটার্ণ ( বড় এবং ছোট ) টেকনিশান দ্বারা অনুমোদিত হবে)
All pattern handover record maintained (সকল প্যাটার্ণ হ্যান্ডওভারের রেকর্ড থাকতে হবে। )
03 Are CAD system and plotter used for grading, consumption and marker ?ক্যাট সিস্টেম এবং প্লটার কি গ্রেডিং কনস্যাম্পশন এবং মার্কারের জন্য ব্যবহৃত হয়ে থাকে?) CAD used for grading, consumption and plotter used for all styles marker generation. (ক্যাড গ্রেডিং ও কনজাম্পশনের জন্য এবং প্লটার সব স্টাইলের মার্কার তৈরীর জন্য ব্যবহৃত হয়ে থাকে। )
For central sample room, factory has plotter and used for all styles marker generation. (সেন্ট্রাল স্যাম্পল রুমের জন্য সব স্টাইলের মার্কার তৈরীর জন্য ফাক্টরীতে প্লটার আছে। )
04 Are bulk patterns and markers checked for accuracy?(একিউরেসির জন্য কি বাল্ক প্যাটার্ণ এবং মার্কার চেক করা হয় ?) Thorough pattern and marker checking with records, with pattern maker / checker’s name, signature & date. (প্যাটার্ণ মেকার / চেকারের নাম, স্বাক্ষর, তারিখ এবং রেকর্ডসহ প্যাটার্ণ এবং মার্কার পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হয়।)
All hard patterns distributed to the production floor with pattern maker /checker’s name , signature & date. (প্যাটার্ণ মেকার / চেকারের নাম, স্বাক্ষর, তারিখসহ সকল হার্ড প্যাটার্ণ প্রোডাকশন ফ্লোরে বিতরণ করা হয়। )
In-house wash tests are conducted for every style, every batch and every color. It is acceptable to have wash report from outsource if no in house wash facility for wash program (প্রত্যেক স্টাইল, প্রত্যেক ব্যাচ এবং প্রত্যেক কালারের জন্য ইন হাউজ টেস্ট করা হয়ে থাকে। ওয়াশ প্রোগ্রামের জন্য যদি অভ্যন্তরীন ওয়াশ সুবিধা না থাকে সেক্ষেত্রে বাইরের ওয়াশ রিপোর্ট গ্রহণযোগ্য হবে।)
05 Are shrinkage tests conducted for each bulk lot received? (সব রিসিভড বাল্ক লটের জন্য শ্রিংকেজ টেস্ট করা হয়ে থাকে?) Garments are carefully evaluated with thorough visual analysis. Before and after wash measurement records are kept.(পুঙ্খনুপুঙ্খ ভিজুয়াল বিশ্লেষণসহ গার্মেন্ট সতর্কভাবে নিরীক্ষা করা হয়ে থাকে। ওয়াশের আগে এবং পরে মেজারমেন্টের রেকর্ড করা হয়ে থাকে।  )
Adjustments are made whenever necessary. (প্রযোজন্মত এডজাস্টমেন্ট করা হয়ে থাকে। )
All results are distributed to concerned department and shrinkage wise patterns are prepared. (সংশ্লিষ্ট বিভাগে সকল রেজাল্ট বিতরণ করা হয় এবং শ্রিংকেজ অনুযায়ী প্যাটার্ণ তৈরী করা হয়। )
Records are properly kept. (রেকর্ড যথাযথ ভাবে রাখা হয়। )
০6 Are sample room fabric, trims & accessories well organized in sample room? Is house keeping acceptable?(স্যাম্পল রুমের ফ্রেবিক, ট্রিমস এবং এক্সেসরিজ ভালভাবে গোছানো কিনা ? হাউজ কিপিং কি গ্রহণযোগ্য) Sample fabric, trims & accessories are well organized, kept in racks with identification. (স্যাম্পল ফেব্রিক, ট্রিমস এবং এক্সেসরিজ ভালভাবে গোছানো এবং সনাক্তকরণসহ র‍্যাকে রাখা হয়)
Good house keeping. (ভাল হাউজ কিপিং)
07 Is lighting adequate(100FC or above)?
( ওয়ালমার্ট চেক লিস্ট – লাইটিং কি পর্যাপ্ত ( ১০০ এফ সি অথবা বেশি? ))
Lighting level 100FC or above at needle point (লাইটিং লেভেল নিডেল পয়েন্টে ১০০ এফ সি অথবা বেশি)
Lighting level 100FC or above in all inspection area (লাইটিং লেভেল সকল ইন্সপেকশন এলাকার ১০০ এফ সি অথবা বেশি। )

ফেব্রিক, ইয়ার্ণ সেকশনের জন্য ওয়ারহাউজিং এর ওয়ালমার্ট এফসিসিএ অডিটের চেক লিস্ট

Sr No Question Warehousing of fabrics, Yarns Section (ফেব্রিক, ইয়ার্ণ সেকশনের জন্য ওয়ারহাউজিং) Status (Y/N)
01 (CRITICAL)Are all fabrics /yarns / trims / accessories organized and stored indoors, off of floors, and remain covered / protected until ready for use and has required space?((ক্রিটিক্যাল) সকল ফেব্রিক / ইয়ার্ণ / ট্রিমস / এক্সেসরিজ কি ইনডোরে, ফ্লোরের বাইরে গোছানো এবং প্রযোজনীয় জায়গাসহ ব্যবহৃত না হওয়া পর্যন্ত ঢাকা ও সুরক্ষিত থাকে। ) All raw materials are stored by lots, by color by order / delivery. Uses bin cards for identification. Factory has marked quarantine area for incoming goods and has space and pallet/racks to keep them. Quality passed goods are kept in Racks.(সকল “র” ম্যাটেরিয়াল লট, কালার , অর্ডার / ডেলিভারী অনুয়াযী স্টোর করা হয়ে থাকে। সনাক্তকরনের জন্য বিন কার্ড ব্যবহার করা হয় । ফ্যাক্টরীতে ইনকামিং গুডসের জন্য চিহ্নিত নির্ধারিত স্থান এবং তা রাখার জন্য প্যালেট র‍্যাক আছে। কোয়ালিটি পাশ পণ্যগুলো র‍্যাকে রাখা হয়। )
○ Marked area for rejected goods and Rejected lots are not mixed with the rest of the bulk (রিজেক্টেড পণ্যের জন্য চিহ্নিত এলাকা আছে এবং রিজেক্টেড পণ্যগুলো অবশিষ্ট বাল্কের সাথে মিশ্রিত হয় না। )
– Factory has space and racks for (approximate)
○ 11-15 days for woven (imported), 7 days for local (ওভেনের ( আমদানিকৃত) জন্য ১১-১৫ দিন এবং স্থানীয় ফেব্রিক ৭ দিন )
○ 5 days for composite, 8 days local sourcing (কম্পোজিট ৫ দিন , লোকাল সোর্সিং ৮ দিন)
○ 10 days for (import) knits (( আমদানিকৃত ) নীট ফেব্রিকের জন্য ১০ দিন )
○ good house keeping. (ভাল হাউজকিপিং)
○ Remains covered/ protected (ঢাকা / সুরক্ষিত থাকতে হবে। )
○ Factory has good record keeping system for incoming and outgoing material (ইনকামিং এবং আউটগোয়িং ম্যাটেরিয়ালের জন্য ফ্যাক্টরীতে ভাল রেকর্ড কিপিং সিস্টেম আছে )
○ Factory has 3 days stock capacity in case of central warehouse and organized (সেন্ট্রাল ওয়ারহাউসের ক্ষেত্রে ৩ দিনের স্টক থাকার সামর্থ্য আছে এবং তা গোছানো আছে। )
02 Are the inspection processes appropriate for bulk fabrics / yarns and quality / weight / color shade/ fiber content are verified and are fabric inspectors trained? (ইন্সপেকশনের প্রসেস কি বাল্ক ফেব্রিক / ইয়ার্নের জন্য উপযুক্ত কি না এবং কোয়ালিটি / ওজন / কালার / শেড / ফাইবার কন্টেন্ট ভেরিফাই করা হয় কিনা এবং ফেব্রিক ইন্সপেক্টর প্রশিক্ষণপ্রাপ্ত কিনা ?) At least 10% fabrics are inspected using 4 or 10 point system by fabric inspection machines and Auditor need to check the machine speed (yards/minutes) is set based on the type of fabric construction/make. (ফেব্রিক ইন্সপেকশন মেশিন দ্বারা ৪ অথবা ১০ পয়েন্ট ব্যবহৃত করে কমপক্ষে ১০% ফেব্রিক ইন্সপেকশন করতে হবে এবং অডিটরকে ফেব্রিক কন্ট্রেয়াকশন / তৈরীর ভিত্তিতে সেট করা মেশিনের স্পিড ( গেজ / মিনিট ) চেক করতে হবে। )
Quality, weight/length and color shade is verified. Third party/ in house test available for fiber content verification (কোয়ালিটি , ওজন / লেংথ এবং কালার শেড ভেরিফাই করতে হবে। ফাইবার কন্টেন্ট ভেরিফিকেশিনের জন্য থার্ড পার্টি / ইন হাউজ টেস্ট থাকতে হবে। )
– Reports well kept. (রিপোর্ট ভালভাবে থাকতে হবে। )
• Defect mocks are hanged  (ডিফেক্ট মক আপ ঝুলানো থাকতে হবে। )
Approved shade band/ Wash down are at the side of the inspection station or available and
accessible when required (ইন্সপেকশন সেকশনের সাইডে অনুমোদিত শেড ব্যান্ড / ওয়াশ টেস্ট থাকতে হবে এবং প্রযোজন্মত পাওয়া যেতে পারে। )
– If failed, reinspection is done or returned to supplier and for reinspection, another 15% at least is inspected. (যদি ফেল হয় তবে পুনরায় ইন্সপেকশন করতে হবে অথবা সাপ্লায়ারকে ফেরত পাঠাতে হবে এবং পুনরায় ইন্সপেকশনের জন্য কমপক্ষে ১৫% ইন্সপেকশন করতে হবে। )
– In case of second inspection failure, 100% is inspected and has SOP for replacing fabric (সেকেন্ড ইন্সপেকশন ফেলের ক্ষেত্রে ১০০% ইন্সপেকশন করতে হবে এবং ফেব্রিক রিপ্লেসসের এস ও পি থাকতে হবে। )
Fabric inspectors are trained with training record available. (রেকর্ডসহ ফেব্রিক ইন্সপেকটরের ট্রেনিং থাকতে হবে। )
If sweater, knit downs are properly checked. and accept / reject SOP exists (সোয়েটারের ক্ষেত্রে নীট যথাযথভাবে চেক করতে হবে এবং গ্রহণযোগ্য রিজেক্ট এর এস ও পি থাকতে হবে। )
If Factory has central warehouse, Factory receives inspection Reports for all styles according to batch/ lot, shade bands, shrinkage Reports and Factory cross checks as a reference and keeps records (ফ্যাক্টরীতে সেন্ট্রাল ওয়ার হাউজ থাকলে ব্যাচ / লট , শেড ব্যান্ড , শ্রিংকেজ রিপোর্ট অনুযায়ী সকল রিপোর্ট গ্রহণ করবে এবং রেফান্সে হিসেবে ক্রস চেক করে রেকর্ড রাখবে। )
– If Factory has Fabric mill In same premises, inspection Reports of mill are acceptable
03 Are the inspection processes
appropriate for bulk trims /
accessories and finishing trims,
carton and quality / weight /
color are verified and inspectors
trained? (গণনাযোগ্য আইটেমের জন্য ( লেবেল, বাটন ইত্যাদি ) সর্বনিম্ন একিউএল ১.৫ লেভেল ২ এ ইন্সপেকশন করতে হবে এবং অণনাযোগ্য আইটেমের ( লেস , ইলাস্টিক, ভেল্ক্রো ) জন্য ৩% ডিফেক্টসহ অর্ডার কোয়ান্টিটির কমপক্ষে ১০% ইন্সপেকশন করতে হবে। )
• Accessories are inspected at minimum AQL1.5 level II for countable items (like labels, buttons etc.) and at least 10% of the order quantity with 3% of defect for non countable items.(like lace, elastic, Velcro, etc.) (গণনাযোগ্য আইটেমের জন্য ( লেবেল, বাটন ইত্যাদি ) সর্বনিম্ন একিউএল ১.৫ লেভেল ২ এ ইন্সপেকশন করতে হবে এবং অণনাযোগ্য আইটেমের ( লেস , ইলাস্টিক, ভেল্ক্রো ) জন্য ৩% ডিফেক্টসহ অর্ডার কোয়ান্টিটির কমপক্ষে ১০% ইন্সপেকশন করতে হবে। )
– Reports well kept. (রিপোর্ট ভালভাবে থাকতে হবে। )
• Defect mocks are hanged (ডিফেক্ট মক আপ ঝুলানো থাকতে হবে। )
– Approved trims are at the side of the inspection station. (ইন্সপেকশন সেকশনের সাইডে অনুমোদিত ট্রিমস কার্ড থাকতে হবে। )
– If failed, 2nd batch (another 15% at least) is inspected (ফেলের ক্ষেত্রে ২য় ব্যাচ ( অতিরিক্ত কমপক্ষে ১৫% ) ইন্সপেকশন করতে হবে। )
– In case of second inspection failure, 100% is inspected and SOP for replacing the same exists. (সেকেন্ড ইন্সপেকশন ফেলের ক্ষেত্রে ১০০% ইন্সপেকশন করতে হবে এবং ফেব্রিক রিপ্লেসসের এস ও পি থাকতে হবে। )
○ Inspectors are trained with training record available. (রেকর্ডসহ ফেব্রিক ইন্সপেকটরের ট্রেনিং থাকতে হবে। )
Trims/ accessories of all departments like printing, embroidery etc. (if factory has these
departments) along with All finishing trims and cartons are also inspected with same procedure (যদি ফ্যাক্টরীতে প্রিন্টিং, এমব্রয়ডারী ইত্যাদি বিভাগ থাকে সেক্ষেত্রে সকল ফিনিশং ট্রিমস এবং কার্টুন একই পদ্ধতিতে ইন্সপেকশন করতে হবে। )
04 Is light box and approved shade
band available for bulk color verification?
– Calibrated light box available with right light sources for different customers. (বিভিন্ন কাস্টমারের জন্য সঠিক লাইট সোর্সশ ক্যালিব্রেটেড লাইট বক্স থাকতে হবে। )
Approved shade band available for bulk color verification. Consistent process are In place and well documented. (বাল্ক কালার ভেরিফিকেশনের জন্য অনুমোদিতে শেড ব্যান্ড আছে। প্রসেসের ধারাবাহিকতা এবং ভালভাবে ডকুমেন্টেড থাকতে হবে। )
05 Is lighting adequate for all the
inspection areas(100 FC and above
All inspection areas are 100FC or above (লাইটিং লেভেল সকল ইন্সপেকশন এলাকার ১০০ এফ সি অথবা বেশি )

স্প্রেডিং, কাটিং এবং ফিউজিং এর ওয়ালমার্ট এফসিসিএ অডিটের চেক লিস্ট

Sr No Question SPREADING, CUTTING & FUSING (স্প্রেডিং, কাটিং এবং ফিউজিং) Status (Y/N)
01 Is there work-in-process balance between cutting and production output to adequately fulfill daily production requirement? (দৈনিক প্রোডাকশনের চাহিদা যথাযথভাবে সম্পূর্ণ করার জন্য কাটিং এবং প্রোডাকশন আউটপুটের মধ্যে কি ওয়ার্ক-ইন-প্রসেস ব্যালেন্স থাকে?) WIP (work-in-process) is less then 1 day if no value addition (printing/ embroidery/ washing etc.) and less than 2 days for value addition. (ওয়ার্ক ইন প্রসেস প্রিন্টিং, এমব্রয়ডারী থাকলে ২ দিন এবং না থাকলে ১ দিনের বেশি থাকতে পারবে না। )
02 Are acceptable processes in place for adequate fabric relaxation? (পর্যাপ্ত ফেব্রিক রিল্যাক্সেশনের জন্য গ্রহণযোগ্য প্রসেস আছে কিনা?) – Factory has relaxation racks and process manual/ relaxation machine( for knits, woven stretched, high tension/ twisted yarn fabrics, light weight fabric) for fabric relaxation. (ফ্যাক্টরীতে রিল্যাক্সেশন র‍্যাক এবং ম্যানুয়াল রিল্যাক্সেশন মেশিন ( নীট, ওভেন স্ট্রেচেড, হাই টেনশন / টুইস্টেড ইয়ার্ণ ফেব্রিক , লাইট ওয়েট ফেব্রিক ) আছে। )
– Each roll should be relaxed separately or can be piled up to maximum of three rolls together. (প্রত্যেক রোল আলাদা ভাবে রিল্যাক্স করতে হবে এবং তিন রোলের বেশি রিল্যাক্সেড রোল থাকতে পারবে না। )
Records are maintained and shows relaxation time is maintained for knits/ stretch fabric for 24 hours and 12 hours for other knit types (নীট / স্টেচ ফেব্রিকের জন্য ২৪ ঘন্টা এবং অন্যান্য নীট ফেব্রিকের জন্য ১২ ঘন্টা রিল্যাক্সেড থাকতে হবে এবং রেকর্ড থাকতে হবে। )
03 Are shade variances controlled within spreading process? (শেড তারতম্য কি স্প্রেডিং প্রসেসে নিয়ন্ত্রণ করা হয়?) Factory maintains shade/lot chart and cut plan to segregate rolls of different shades. (ফ্যাক্টরী শেড / লট চার্ট এবং বিভিন্ন শেড পৃথক করার জন্য কাট প্লান মেইন্টেইন করে। )
Cutiƫng spreads only one shade at a time and if required uses separators during spreading. (কাটিং একসাথে শুধু একটি শেড স্প্রেড করে এবং প্রযোজনে স্প্রেডিং এর সময় সেপারেটর ব্যবহার করে। )
shade bands are displayed at the work station or available when required. (কর্ম এলাকায় শেড ব্যান্ড ডিসপ্লে করা হয় এবং প্রযোজনমতে পাওয়া যায়। )
• End bits/ left overs of spread rolls are kept properly with identification. (স্প্রেড রোলের এন্ড বিটস / লেফট ওভার ফেব্রিক উপযুক্ত সনাক্তকরণ সহ রাখা হয়। )
04 Is spreading methodology acceptable? ( ওয়ালমার্ট চেক লিস্ট – স্প্রেডিং পদ্ধতি কি গ্রহণযোগ্য?) Good spreading techniques and well equipped. (উপযুক্ত যন্ত্রপাতি সহ ভাল স্প্রেডিং টেকনিক)
Spreading height and length are based on Fabric properties, weight, thickness, stretch and recovery, as well as pattern and design. (Spreading recommendations: is decided at Preproduction meeting stage and followed accordingly.) (স্প্রেডিং হাইট এবং লেংথ ফেব্রিক প্রোপার্টিস, ওজন , পুরুত্ব , স্ট্রেচ এবং রিকভারী এবং প্যাটার্ন ও ডিজাইনের উপর করা হয়ে থাকে। ( স্প্রেডিং এর অনুমোদিন পিপি মিটিঙয়ে সিদ্ধান্ত হয় এবং সেই অনুযায়ী অনুসরণ করা হয়। )
Factory has internal standard documented and posted in the section (ফ্যাক্টরীর অভ্যন্তরীন স্ট্যান্ডার্ড ডকুমেন্ট আছে এবং সেকশনে পোস্টেড থাকে। )
05 Is there proper control for matching / cutting of patterned fabric such as plaids & stripes? Factory spreads (not more than 4″ in height) pattern fabric such as plaids and stripes to align, match by string / light beam (ফ্যাক্টরী পেইড এবং স্ট্রাইপ ফেব্রিকের ক্ষেত্রে ৪”র বেশি হাইট স্প্রেড করে না এবং স্ট্রাইপ ম্যাচ করার জন্য স্ট্রিং/ লাইট বিম ব্যবহার করে।)
Documented spreading methodology available (ডকুমেন্টেড স্প্রেডিং পদ্ধতি আছে। )
Blocks are later individually hand cut to match stripes (স্ট্রাইপ মেলানোর জন্য ব্লক কাট করা হয় )
Random inspection exists to ensure check matching and record maintained (ম্যাচিং চেক করার জন্য র‍্যান্ডম ইন্সপেকশন করা হয় এবং রেকর্ড মেইন্টেইন করা হয়)
Numbering, template for manual trimming, bundling is done. (নাম্বারিং, ম্যানুযায়লি ট্রিমিং এবং ব্যান্ডেলিং করা হয়। )
06 Does factory have adequate storage for bulk cut inventory? (বাল্ক, কাট ইনভেন্টরীর জন্য ফ্যাক্টরীতে কি পর্যাপ্ত স্টোরেজ সুবিধা আছে?) Sufficient storage space, rack, trolley based on factory production system; (ফ্যাক্টরীর প্রোডাকশন সিস্টেমের ভিত্তিতে পর্যাপ্ত স্টোরেজ স্পেস , র‍্যাক, ট্রলি আছে। )
– No excess cutting; (কোন অতিরিক্ত কাটিং নাই)
Light color In polybag or covered. (হালকা করার পলিব্যাগ অথবা ঢাকা থাকে।)
07 Are cut pieces properly inspected and numbered? (কাটপিসগুলো কি সঠিকভাবে ইন্সপেকশন এবং নাম্বারিং করা হয়?) Designated table for inspection (ইন্সপেকশনের জন্য নির্ধারিত টেবিল আছে। )
○ Standard procedure to inspect 100% panels, plus numbering, random check for color shade and shape (১০০% প্যানেল ইন্সপেকশন, নাম্বারিং, কালার শেড এবং শেপের জন্য স্ট্যান্ডার্ড প্রক্রিয়া আছে। )
Checks top, middle and boom with pattern for cutting accuracy (কাটিং এ্যাকিউরেসির জন্য টপ, মিডল এবং বটম চেক করা হয়। )
Reports are kept and reviewed. (রিপোর্ট করা হয় এবং তা রিভিউ করা হয়। )
Bundle tags are maintained containing style, PO/ reference number , cut number, size, color, shade, bundle number and quantity (বান্ডেল ট্যাগের মধ্যে স্টাইল , পিও নম্বর, সাইজ, কালার, শেড , বান্ডিল নম্বর এবং পরিমাণ উল্লেখ করতে হবে। )
08 Is fusing & heat seal quality acceptable, machines regularly calibrated and records maintained ? (ফিউজিং ও হিট সিল মেশিনের কোয়ালিটি কি গ্রহণযোগ্য এবং নিয়মিত ক্যালিব্রেট করা হয় কিনা এবং রেকর্ড রাখা হয় কিনা ?) ○ Factory uses continuous roller machine for fusing (ফ্যাক্টরী ফিউজিঙয়ের জন্য রোলার মেশিন ব্যবহার করে। )
○ Fusing and heat seal quality is acceptable, no bubbling in fusing and legible heat seal (ফিউজং ও হিট সিল কোয়ালিটি গ্রহণযোগ্য, ফিউজিঙয়ে কোন বাবলিং এবং স্পষ্ট হিট সিল)
○ Factory has fusing test report from interlining supplier (ইন্টারলাইলিং সাপ্লায়ার থেকে ফিউজিং টেস্ট রিপোর্ট।)
– Calibrated periodically (নির্ধারিত সময়ে ক্যালিব্রেশন।)
Temperature and bonding strength are checked every 4 hours by temperature strips or digital/ analogue calibrated temperature checking device (thermocouple). Reports available (টেম্পারেচার এবং বন্ডিং স্ট্রেংথ প্রত্যেক ৪ ঘন্টা পরপর টেম্পারেচার স্ট্রাইপ দিয়ে চেক করা হয় । রিপোর্ট থাকতে হবে। )
Fusing inspection is done at 100% or Audit is done at factory specified AQL level and
report available (ফিউজিং ইন্সপেকশন ১০০% করা হয় অথবা ফ্যাক্টরীর নির্দিষ্ট একিউএল লেভেল অনুযায়ী অডিট করা হয় এবং রিপোর্ট থাকতে হবে। )
Heat seal quality has been checked for after Wash quality and record kept. (ওয়াশ এর পরে হিট সিল কোয়ালিটি চেক করা হয় এবং রিপোর্ট থাকতে হব।)
– Fusing quality has been checked for after Wash quality and record kept. (ওয়াশ এর পরে ফিউজিং কোয়ালিটি চেক করা হয় এবং রিপোর্ট থাকতে হব।)
– No hand fusing. (কোন হ্যান্ড ফিউজিং নেই)
09 Are bulk cut goods and accessories, which are designated for either internal or off premise handling ( such as sewing, laundry, embroidery, printing), transported in a well organized and protected manner and records kept? Bulk cut goods are in thick polybag/ clean fabric bags with bundle control tickets. (বাল্কের জন্য কাটা প্যানেল পলিব্যাগে / পরিষ্কার কাপডের ব্যাগে বান্ডিল টিকিটসহ থাকতে হবে। )
– Light and dark colors are segregated. (লাইট এবং ডার্ক কালার আলাদা রাখতে হবে। )
– Light bundle string for Light color. (লাইট কালার দিয়ে লাইট বান্ডিল বাধতে হবে। )
○ Incoming and outgoing material record are kept (ইনকামিং এবং আউটগোয়িং রেকর্ড থাকতে হবে। )
10 10 Is lighting adequate(100FC or above)? ○ Lighting level 60-80 above at Cutting table (কাটিং টেবিলে লাইটিং লেভেল ৬০-৮০ এফ সি থাকতে হবে। )
○ Lighting level 100FC or above in all inspection area (লাইটিং লেভেল সকল ইন্সপেকশন এলাকায় ১০০ এফ সি অথবা বেশি)
11 Does cutting has its own approved sample for reference? ○ Cutting department receives its own approved sample and sample handover record maintained (কাটিং বিভাগ তার নিজস্ব এ্যাপ্রুভড স্যাম্পল গ্রহণ করে বং স্যাম্পল হ্যান্ডওভার রেকর্ড মেইনটেইন করে।)
○ Running Samples are hanged in visible area with style number ((স্টাইল নম্বর সহ দৃশ্যমান এলাকায় রানিং স্যাম্পল ঝুলানো থাকতে হবে। )

প্রোডাকশন প্রসেস এর ওয়ালমার্ট এফসিসিএ অডিটের চেক লিস্ট

Sr No Question Production Processes Section (প্রোডাকশন প্রসেস) Status (Y/N)
01 Is on site industrial engineering department adequate and effective? (পর্যাপ্ত এবং কার্যকর অন সাইট ইন্ডাট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগ আছে কিনা?) There is a team of IE (IE + Production technicians) and team prepares operation breakdown, GSD/SAH, machinery layout, efficiency monitoring, cost reduction, research and development for each section (ফ্যাক্টরীতে একটি আই ই টিম ( আই ই টিম + প্রোডাকশন টেকনিশিয়ান ) আছে যারা প্রত্যেক সেকশনের জন্য অপারেশন ব্রেক ডাউন , জি এস ডি / এস এ এইচ, মেশিনারী লে-আউট, ইফসিয়েন্সি , ব্যয় হ্রাস, গবেষণা এবং উন্নয়ন করে। )
○ IE is applied to all departments (আই ই সকল বিভাগের জন্য প্রযোজ্য হবে। )
02 Is there production planning department? ( ওয়ালমার্ট চেক লিস্ট –   প্রোডাকশন প্লানিং আছে কিনা ?) There is separate production planning department and factory uses advanced production planning software/ self designed spread sheet. (ফ্যাক্টরীতে আলাদা প্রোডাকশন প্লানিং বিভাগ আছে এবং যা প্লানিং সফটওয়ার নিজস্ব স্প্রেড সিট ব্যবহার করে)
Factory maintains production plan for cutting, sewing and finishing, washing, outsourcing and monitors daily production status. (ফ্যাক্টরী কাটিং, সুইং, ফিনিশিং, ওয়াশিং এবং আউট সোর্সিং এর জন্য প্রোডাকশন প্লান মেইন্টেইন করে এবং দৈনিক প্রোডাকশন স্ট্যাটাস মনিটরিং করে। )
Adjustment are made to meet delivery schedule (ডেলিভারি সিডিউল পূরণ করার জন্য প্রযোজনীয় এ্যাডজাষ্টমেন্ট করা হয়ে থাকে। )
Crosscheck few POs to make sure system exists to ensure effective production planning exists and checked POs found okay. (যথা সময়ে শীপমেন্ট সিডিউল নিশ্চিত করার জন্য কিছু পিও ক্রস চেক করে দেখতে হবে এবং রেকর্ড রাখতে হবে। )
03 Is there a proper training
program for new operators? (নতুন অপারেটরের যথাযথ প্রশিক্ষণ আছে কিনা ?)
There is procedure: orientation, training room, required machines and instructor; (নতুন অপারেটরের জন্য প্রক্রিয়াঃ ওরিয়েন্টেশন ট্রেনিং রুম, প্রযোজনীয় মেশিন এবং নির্দেশনা প্রদানকারী থাকতে হবে। )
New operators are properly selected, tested and trained before assigned to production floor (নতুন অপারেটর প্রডাকশন ফ্লোরে দেওয়ার আগে সঠিক ভাবে নির্বাচন, পরিক্ষা করা এবং ট্রেনিং থাকতে হবে)
Training records are maintained properly (সঠিক ভাবে ট্রেনিং রেকর্ড থাকতে হবে। )
04 Are in-house pre- roduction meetings and Pilot runs conducted for each style, prior to bulk production, and meetings attended by relevant factory personnel? (বাল্ক প্রডাকশনের পূর্বে প্রত্যেক স্টাইলের জন্য প্রি-প্রোডাকশন মিটিং এবং পাইলট রান অনুষ্ঠিত হয় কিনা এবং মিটিং এ সংশ্লিষ্ট সকলে উপস্থিত হয় কিনা ?) Pre-production meetings are conducted with appropriate department heads / managers / representatives and written records are maintained including follow up actions and dates. (উপযুক্ত বিভাগীয় প্রধান / ম্যানেজার / প্রতিনিধি সহ পি পি মিটিং করা হয় এবং ফলো আপ এ্য্যাকশন ও তারিখ সহ রেকর্ড রাখতে হয়)
○ Pilots are conducted for all style including repeat styles and replenishment styles
half yearly and when any changes occur in styling/ color/ fabric. (০৬ মাসের পরে কোন স্টাইল / কালার / ফেব্রিক্স পরিবর্তন হলে পাইলট রান ( সাইজ সেট, পিপি , পিটিপি ইত্যাদি) আবার করা হয় ( রিপিট স্টাইল এর ক্ষেত্রে))
05 Are approved samples available on every line for review, and sample comments translated into (পর্যালোচনা করার জন্য প্রত্যেক লাইনে অনুমোদিত স্যাম্পল আছে কিনা , স্যাম্পলের কমেন্টগুলো আঞ্চলিক ভাষায় অনুবাদ করা আছে কিনা ?) Yes. Both approval sample and trim cards are available on every line. (প্রত্যেক লাইনে অনুমোদিত স্যাম্পল এবং ট্রিম কার্ড থাকতে হবে। )
All comments are translated into local language and displayed on the line samples. (সকল কমেন্টগুলো বাংলা ভাষায় অনুবাদসহ প্রত্যেক লাইনে প্রদর্শিত থাকতে হবে। )
06 Are production lines well balanced and set up in
systematic process, without
bottlenecks? (প্রোডাকশন লাইনে কি পরিমাণ মত ব্যালেন্স এবং নিয়মতান্ত্রিক ভাবে সাজানো , অতিরিক্ত জমা আছে কিনা ?)
Lines are well balanced. (লাইনে পরিমাণ মত ব্যালেন্স থাকতে হবে।
There is no obvious bottlenecks in each working station in line. (লাইনে অতিরিক্ত জমা থাকতে পারবে না। )
Production people keeps record of WIP in line (লাইনের মধ্যে ডব্লিউ আই পি রেকর্ড থাকতে হবে। )
Maximum one days output Work in Process(WIP- sewing input to sewing output) in line (লাইনের মধ্যে সর্বোচ্চ ১ দিনের ডব্লিউ আই পি থাকতে পারে ( ডব্লিউ আই পি সুইং ইনপুট থেকে আউটপুট ))
7 (Critical) Is there a proper system to record broken / damaged
needles, tag gun needles &
hand stitching needle etc.
at both sample room and production floor? (ভাঙা / নষ্ট নিডেল, ট্যাগ গান নিডেল এবং হাতে সেলাইয়ের নিডেল ইত্যাদি যথাযথ রেকর্ড রাখার পদ্ধতি আছে কিনা ( স্যাম্পল রুম এবং প্রডাকশন ফ্লোরের জন্য))
– Factory maintains Walmart needle record SOP Standard for both prevention and detection (refer to metal contamination SOP) (ফ্যাক্টরী প্রিভেনশন এবং সনাক্তকরণের জন্য এস ও পি মেইন্টেইন করে। )
○ Effective procedure exists( check needle issue quantity with returned needle from broken needle register. And other areas like drawers, maintenance room etc.) (ভাঙ্গা নিডেল রেজিস্টার থেকে নিডেল ইস্যুকৃত পিরিমাণ এবং ফেরতকৃত নিডেল এর কার্যকরী প্রক্রিয়া থাকতে হবে এবং অন্যান্য জায়গা যেমন ড্রয়ার , মেইন্টেইন্স রুম)
○ All exceptions are recorded and defected garments are quarantined and destroyed. (সকল রেকর্ড থাকতে হবে এবং ডিফেক্ট গার্মেন্টসগুলো আলাদা এবং ধ্বংশ করতে হবে। )
08 Is production floor well organized and clean, and aisles clear, free of clutter ? (প্রোডাকশন ফ্লোর সু-সজ্জিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং আইলমুক্ত গোলমাল মুক্ত কিনা ?) – The production floor is well organized, clean and with good house keeping. There is place marked for everything and every thing in its place, i.e. all equipment have designated marked place for storing after use (প্রডাকশন ফ্লোর সু-সজ্জিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভাল হাউজকিপিং থাকতে হবে । প্রত্যেক কাজের নির্ধারিত জায়গা চিহ্নিত থাকতে হবে। এবং প্রত্যেক জিনিস তার জায়গায় থাকতে হবে। যন্ত্রপাতি ব্যবহারের পর তার জায়গায় থাকতে হবে। )
factory conducts audit for checking and takes corrective action, records are kept. (ফ্যাক্টরী চেকিং এর জন্য অডিড করে এবং প্রযোজনীয় কারেক্টিভ এ্যাকশন গ্রহণ করে থাকে । রেকর্ড থাকতে হবে। )
9(Critical) Are adequate systems used to isolate defective and / or repaired products ? (উপযুক্ত ডিফেক্ট সনাক্তকরণ এবং মেরামত পদ্ধতি ব্যবহার করা হয় কিনা?) Effective system is used to isolate, track and correct defective garments, different box with identification is used. Defects are isolated when it is found not hourly basis and recording done at same time (ডিফেক্ট গার্মেন্টস চিহ্নিত করার জন্য এবং মেরামত করার জন্য সনাক্তকরনসহ বিভিন্ন বক্স ব্যবহার করতে হবে। যখনই ডিফেক্ট পাওয়া যাবে তখন তা আলাদা করতে হবে এবং একই সাথে রেকর্ড করতে হবে।
10 Are there on site mechanics who regularly maintain all machines
and maintenance records well kept?
– Each machine has maintenance record and updated regularly. (প্রত্যেক মেশিনের রক্ষাণাবেক্ষনের রেকর্ড থাকতে হবে এবং নিয়মিত আপডেড করতে হবে। )
– Correct threading of machine, Same type of machine has Same threading. (মেশিনে সঠিকভাবে সুতা লাগানো থাকতে হবে, একই ধরণের মেশিনে একই নিয়মে সুতা গাথা থাকতে হবে। )
– Spare parts are complete. (প্রযোজনীয় স্পেয়ার পার্টসগুলো সম্পূর্ণ থাকতে হবে। )
– Thread stand well maintained. (থ্রেড স্ট্যান্ড ভালভাবে রক্ষাণাবেক্ষন করতে হবে। )
– Machine oil level is correct; no foreign materials in oil tank. (মেশিনের অয়েল লেভেল সঠিক থাকতে হবে, অয়েল ট্যাঙ্গে কোন বহিরাগত মেটারিয়াল থাকতে পারবে না। )
– Sewing tension is right. (সঠিক সুইং টেনশন থাকতে হবে। )
– No oil leakage. (কোন অয়েল লিকেজ থাকতে পারবে না। )
○ Factory has preventive maintenance system placed (প্রিভেন্টিভ রক্ষাণাবেক্ষণ পদ্ধতি থাকতে হবে। )
○ Safety guides are attached with all machines (প্রত্যেক মেশিনের সাথে সেইফটি গার্ড থাকতে হবে। )
11 Is there proper maintenance department equipped with adequate tools and necessary
equipment? (পর্যাপ্ত এবং প্রযোজনীয় যন্ত্রপাতি সহ সু-সজ্জিত রক্ষনাবেক্ষণ বিভাগ আছে কিনা?)
The maintenance department is well equipped and can provide all kinds of working aids, attachments and folders. (রক্ষানাবেক্ষণ বিভাগের উপযুক্ত এবং পর্যাপ্ত যন্ত্রপাতি আছে এবং সকল প্রকার কাজে সহযোগীতার জন্য প্রযোজনীয় যন্ত্রপাতি এ্যাটাচমেন্ট এবং ফোল্ডার সরবরাহ করতে পারে। )
Machine storage and maintenance place is organized. (মেশিন স্টোরেজ এবং রক্ষানাবেক্ষণের জায়গা সু-সজ্জিত থাকতে হবে। )
Machines are tagged according to status, repaired, under repair, spare machine etc. (মেশিনের সাথে রিপোয়ার, আনর্ডার-রিপোয়ার মেশিন ইত্যাদি টেগ/ সাইন লাগানো থাকতে হবে। )
12(Critical) Are sharp objects such as trimmers and scissors effectively tracked e.g. that they are permanently attached to the machines and there is regular monitoring so missing of ‘attached’ sharp objects will not go Are sharp objects such as trimmers and scissors effectively tracked e.g. that they are permanently attached to the machines and there is regular monitoring so missing of ‘attached’ sharp objects will not go (সকল ধারালো যন্ত্র যেমন ট্রিমার, সিজার , নিডেল কাটার ইত্যাদি কার্যকরভাবে সনাক্তকরণ অর্থ্যাত মেশিনের সাথে স্থায়ীভাবে লাগানো কিনা এবং লাগানো ধারালো বস্তুগুলো যেন মিসিং না হয় তার জন্য নিয়মিত মনিটরিং করা হয় কিনা ?) All trimmers, scissors, needle cutter, etc. are permanently attached to machines. (মেশিনের সাথে সকল ট্রিমার, সিজার, নিডেল কাটার ইত্যাদি স্থায়ীভাবে লাগানো থাকতে হবে। )
○ All equipment have issue and return register (সকল যন্ত্রপাতির ইস্যু এবং ফেরত রেজিস্ট্রার থাকতে হবে। )
○ Factory has policy and record for rejected sharp object (বাতিলকৃত সকল ধারালো বস্তুর জন্য ফ্যাক্টরীতে পলিসি এবং রেকর্ড থাকতে হবে। )
○ Factory maintains dispatch and return record for scissors, thread cutter, tag gun
needles & hand stitching needles etc. at both production and sample room. (প্রোডাকশন ফ্লোর এবং স্যাম্পল রুমের জন্য ফ্যাক্টরীতে ট্রিমার, সিজার, নিডেল কাটার, ট্যাগ গান নিডেল এবং হাতে সেলাই এর নিডেল ইত্যাদির ধ্বংশ করণ এর এবং ফেরত রেকর্ড থাকতে হবে। )
13 Is lighting adequate(100FC or
above)? (লাইটিং কি পর্যাপ্ত ( ১০০ এফসি অথবা উপরে)
Lighting level 100FC or above at needle point (নিডেল পয়েন্ট লাইটিং লেভেল ১০০ এফ সি থাকতে হবে। )

Inspection Process – ইন্সপেকশন প্রসেস এর ওয়ালমার্ট এফসিসিএ অডিটের চেক লিস্ট

Sr No Question Inspection Process- ইন্সপেকশন প্রসেস Status (Y/N)
1(Critical) (১ (ক্রিটিক্যাল)) Does factory have inspection
system at inline and end line? Does factory measure complete garment? (ফ্যাক্টরী কি ইন-লাইন এবং এন্ড লাইন ইন্সপেকশন সিস্টেম আছে? ফ্যাক্টরী কি সম্পূর্ণ গার্মেন্ট পরিমাণ করে।)
Factory has inline/ process and end line inspection with sufficient QC at in line (25 operator:1 QC at least) and end line based on out put and recording system (ফ্যাক্টরীতে কি ইন লাইনে পর্যাপ্ত কিউসি(২৫ অপারেটরঃ১ কিউসি)সহ ইন লাইন এবং লাইন ইন্সপেকশন সিস্টেম এবং আউটপুটের ভিত্তিতে এন্ডলাইন এবং রেকর্ডিং সিস্টেম আছে?)
Completed garments are measured at least at Level 1 at AQL 1.5 or 20 pieces minimum from total production covering color & size daily all through the day and records kept. Actions are taken (মোট উৎপাদন থেকে সারাদিনে প্রত্যেক কালার ও প্রত্যেক সাইজ থেকে সম্পূর্ণ গার্মেন্টস কমপক্ষে লেভেল ১ একিউএল ১.৫ অথবা ২০ পিস পরিমাপ করা হয় এবং রেকর্ড রাখা হয় । পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। )
Effective system is used to isolate, track and correct defective garments. ডিফেক্ট গার্মেন্টস পৃথক , সনাক্ত এবং সংশোধনের জন্য কার্যকরী সিস্টেম আছে।
○ Actions to rectify defects are taken immediately. (তাতক্ষণিকভাবে ডিফেক্ট সংশোধনের জন্য পদক্ষেপ নেওয়া হয়ে থাকে। )
Inspectors do not use ink pen to prepare report at any section (কোন সিকশনে ইন্সপেকটর রিপোর্ট তৈরীর জন্য কলম ব্যবহার করতে পারবেন না। )
If garments, or garment parts, are constructed at subcontracted facilities, or if embroidery, printing, or laundry functions are handled at off-premises facilities, are returned
garments and / or panels properly inspected before
they are released back to bulk production work flow again? (যদি গার্মেন্টস অথবা গার্মেন্টের অংশ সাবকন্ট্রাক্টেড ফ্যাক্টরীতে অথবা যদি এমব্রয়ডারী, প্রিন্টিং অথবা লন্ড্রী কার্যক্রম সীমানার বাইরে পরিচালিত হয়ে থাকে তবে প্রোডাকশন ফ্লোরে ফেরত দেবার আগে গার্মেন্টস/ প্যানেল কি ইন্সপেকশন করা হয় ?)
Factory holds pre-production meeting with the subcontractor before production and reports available. Detailed report available with attendees. (ফ্যাক্টরী প্রোডাকশন শুরু হওয়ার আগে সব কন্ট্রাক্টরের সাথে পিপি মিটিং করে এবং রিপোর্ট আছে। উপস্থিতির স্বাক্ষরসহ রিপোর্টের বিস্তারিত থাকতে হবে। )
Sends QC to monitor during the initial off-premise production, followed by several regular in-line inspections (হয় এবং তারা নিয়মিত ইন্সপেকশন রিপোর্ট করে থাকে। )
○ All incoming goods are checked 100% and records maintained. (সকল ইনকামিং পণ্য ১০০% ইন্সপকশন করা হয় এবং রেকর্ড রাখা হয়। )
Records of material movements and other reports are maintained properly. (ম্যাটেরিয়াল মুভমেন্ট এবং অন্যান্য রিপোর্ট সঠিকভাবে মেইনটেইন করা হয়)
• minutes of pre-prod meeting with subcontractor is available. (সাব কন্ট্রাক্টরের সাথে পিপি মিটিং এর মিনিটস থাকতে হবে।)
Factory conducts system audit for sub con factories and record are kept. (ফ্যাক্টরী সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরীতে সিস্টেম অডিড করবে এবং রেকর্ড রাখবে। )
3(Critical) Does QA/QC department
have an independent reporting structure? Are all QA/ QCs trained regularly? (কিউ এ / কিউ সি বিভাগের জন্য কি স্বাধীন রিপোর্ট কাঠামো আছে ? সব কিউ এ / কিউ সি কি নিয়মিত প্রশিক্ষণপ্রাপ্ত?)
– All QA/QC have an independent reporting structure and do not report to production head.
– All QA/ QCs trained regular basis and record kept (সব কিউ এ / কিউ সি কি নিয়মিত প্রশিক্ষণপ্রাপ্ত এবং রেকর্ড রাখা হয়?)
04 Factory has a complete set of their buyers’ technical manual hard copies and knows how to obtain updated information. (ফ্যাক্টরীর বায়ারের টেকনিক্যাল ম্যানুয়ালের হার্ডকপির সম্পূর্ণ সেট আছে এবং তারা তথ্য আপডেড করতে জানে। ) Factory has buyers’ updated quality manuals and fully understands the requirements and existing factories has manual translated to local language. (ফ্যাক্টরীর বায়ারের আপডেটেড কোয়ালিটি ম্যানুয়াল আছে , রিকোয়ারমেন্টগুলো সম্পূর্ণভাবে বুঝতে পারে এবং তা স্থানীয় ভাষায় অনুবাদ করা আছে। )
Factory knows how to download the updated information (ফ্যাক্টরী আপডেটেড তথ্য ডাউনলোড করতে জানে। )
Factory always obtain the updated technical manual from their office. (ফ্যাক্টরী সব সময় তাদের অফিস থেকে আপডেটেড টেকনিক্যাল ম্যানুয়াল পেয়ে থাকে। )
05 Does factory conduct inspection on daily completed garments after sewing line using buyer AQL or tighter and does factory
take measure on failures? (ফ্যাক্টরী কি সুইং লাইনের পরে সম্পূর্ণ গার্মেন্টস বায়ার একিউএল অথবা তার থেকে টাইটভাবে ইন্সপেকশন এবং ফেলের পরে মেজারমেন্ট করে থাকে। )
Factory conducts inspection (lot audit) hourly/ bi-hourly based on buyer AQL or tighter on completed garments (ফ্যাক্টরী সম্পূর্ণ গার্মেন্টস প্রতি ঘন্টায় / ২ ঘন্টা পর পর বায়ার একিউএল অথবা তার থেকে টাইটভাবে ইন্সপকশন (লট অডিড) করে থাকে। )
Factory rechecks failed lots before sending to next process and re-audits (ফ্যাক্টরী পরবর্তি প্রসেসে পাঠানোর আগে ফেল লটগুলো রিচেক এবং রি অডিড করে)
Factory takes corrective and preventive action on failure issue with records. (ফ্যাক্টরী ফেল ইস্যুতে রেকর্ডসহ কারেক্টিভ এবং প্রিভেন্টিভ এ্যাকশন নিয়ে থাকে। )
Reports kept (রিপোর্ট থাকতে হবে। )
06 Is lighting adequate (100FC or above)? (লাইটিং কি পর্যাপ্ত (১০০ এফ সি অথবা বেশি)) – All inspection areas are 100FC or above (লাইটিং লেভেল সকল ইন্সপেকশন এলাকায় ১০০ এফ সি অথবা বেশি)
07 How are alteration/defective
garments handled in all section? (সব সেকশনে কিভাবে অল্টারেশন / ডিফেক্টিভ গার্মেন্টস হ্যান্ডেল করা হয়?)
– Found defective garments segregated properly. (ডিফেক্টিভ গার্মেন্টস সঠিকভাবে পৃথক করা হয়)
– Found have proper monitoring Records on alteration/defective in All process. e.g. cutting, Sewing in line and end line, finishing etc. (সব প্রসেস অর্থাত কাটিং, সুইং, ইনলাইন, এন্ডলাইন, ফিনিশিং এ অল্টারেশন / ডিফেক্টিভ এর উপযুক্ত মনিটরিং রেকর্ড থাকতে হবে। )
– Root cause analysis of defect is done and Corrective actions are implemented. (ডিফেক্টের রুট কজ এ্যানালাইসিস এবং কারেক্টিভ এ্যাকশনের বাস্তবায়ন থাকতে হবে। )
08 Does factory has sufficient well equipped inspection room? (ফ্যাক্টরীতে কি সু-সজ্জিত ইন্সপেকশন রুম আছে?) ○ Factory has sufficient inspection rooms to support multiple inspection and sufficient space is available to keep selected cartons inside inspection room (ফ্যাক্টরীতে বিভিন্ন ইন্সপেকশন করার জন্য পর্যাপ্ত ইন্সপেকশন রুম এবং ইন্সপেকশন রুমের ভিতরে নির্বাচিত কার্টুন রাখার জন্য পর্যাপ্ত জায়গা আছে। )
○ Inspection room is protected from direct sunlight and not humid (ইন্সপেকশন রুম সরাসরি সূর্য্যের আলো থেকে সংরক্ষিত এবং আর্দ্র নয়। )
Inspection rooms has Inspection table size to be length – 1.5mtrs x width- 1.2mtrs {minimum } to spread garments on table (ইন্সপেকশন রুমের টেবিলে গার্মেন্টস ছড়ানোর জন্য টেবিলের সাইজ লেংথ ১.৫ মিটার X উইথে ১.২ মিটার ( সর্বনিম্ন ) থাকতে হবে। )
○ Factory has light box (ফ্যাক্টরীতে লাইট বক্স আছে। )
○ Inspection room lighting to be D65, clear white light (ইন্সপেকশন রুমের লাইট ডি ৬৫ পরিষ্কার সাদা লাইট থাকতে হবে। )

Pressing – প্রেসিং এর ওয়ালমার্ট এফসিসিএ অডিটের চেক লিস্ট

Sr No Question Pressing Section (প্রেসিং সেকশন ) Status (Y/N)
01 Is there a pressing supervisor available and pressing standards and method of pressing displayed within the area? Is there sufficient space for keeping garments? (পর্যাপ্ত আয়রণ সুপারভাইজার এবং স্ট্যান্ডার্ড এবং আয়রনিং এলাকায় আয়রণের পদ্ধতি লাগানো আছে কিনা ? গার্মেন্টস রাখার জন্য পর্যাপ্ত জায়গা আছে কিনা?) Pressing supervisor and standards available regularly. Standard has an approval seal/sign. Method of pressing displayed (আয়রন সুপারভাইজার এবং স্ট্যান্ডার্ড থাকতে হবে। )
○ There is space to keep garments (গার্মেন্টস রাখার জন্য পর্যাপ্ত জায়গা আছে। )
02 Does factory use appropriate pressing equipment, template and guides for ironing? How is
the condition of the equipment & quality of steam? Calibration of the boiler and iron machine
maintenance card attached
and updated? House keeping of pressing area? (ফ্যাক্টরী কি যথাযথ আয়রনের যন্ত্রপাতি, টেমপ্লেট এবং গাইড ব্যবহার করে? যন্ত্রপাতি এবং স্টীমের অবস্থা কি রকম? বয়লার এবং আয়রন মেশিনের রক্ষানাবেক্ষণ কার্ড আপডেডেট এবং মেশিনে সংযুক্ত আছে কিনা ? আয়রনের হাউস কিপিং অবস্থা কি রকম?)
– Factory uses different pressing equipment (e.g. ligger, topper, Teflon shoe, rubber pad) for different products. (ফ্যাক্টরী আয়রনের জন্য টেফলন সু, রাবার, প্যাড ব্যবহার করে।)
Pressing equipment Found in good condition with minimal leakage & rust. (লিকেজ এবং মরিচা ছাড়া আয়নের যন্ত্রপাতি ভাল থাকতে হবে। )
the covering cloth is Correct and clean. (আয়রন টেবিলের কভারের টেবিল সঠিক এবং পরিষ্কার থাকতে হবে। )
– Steam is completely dry. (স্টীম সম্পূর্ণ শুকনা হতে হবে। )
Calibration of the boiler and iron machine maintenance card attached and updated. (বয়লারের ক্যালিব্রেশন এবং আয়রণ মেশিনের রক্ষনাবেক্ষণ কার্ড আপডেটেড এবং মেশিনে সংযুক্ত থাকতে হবে। )
○ House keeping of pressing area good (আয়রনিং এর হাউজ কিপিং অবস্থা ভাল থাকতে হবে। )
03 Is there measurement audit after pressing? If yes, is audit result properly documented? (আয়রনের পরে কি মেজারমেন্ট অডিড হয়? যদি হয় তবে অডিড রেকর্ড কি যথাযথভাবে হয়?) Measurement audit is done randomly after pressing for all products (সকল পণ্যের জন্য আয়রনের পরে মেজারমেন্ট অডিড করতে হবে।)
-Sampling methodology acceptable. (স্যাম্পলিং পদ্ধতি গ্রহণযোগ্য থাকতে হবে। )
– Audit result documented. (অডিডের ফলাফল ডকুমেন্টেড করতে হবে। )
04 Is ventilation and lighting (60-80FC) adequate? (ভেন্টিলেশন এবং লাইটিং ( ৬০-৮০ এফ সি ) কি পর্যাপ্ত?) Well ventilated with constant air movement: Ceiling fans, wall fans, roof vents, etc.

The area should be comfortable for workers as country conditions permit and appropriate .

(সিলিং ফ্যান, ওয়াল ফ্যানসহ বাতাস চলাচলের জন্য যথেষ্ট ভেন্টিলেটর থাকতে হবে। অবস্থা অনুযায়ী কর্ম এলাকায় পরিবেশ কর্মচারীর জন্য আরামদায়ক হতে হবে। )

– Lighting is 60-80 FC and above.
05 Are pressed garments handled properly prior to packing? How is WIP handled in the section? (আয়রন কৃত গার্মেন্টসগুলো কি প্যাকিং এর পূর্বে যথাযথভাবে হ্যান্ডেলিং করা হয়, কিভাবে এই সেকশনের ডব্লিউ আই পি হ্যান্ডেলে করা হয়?) – There are sufficient hanging racks / shelf racks for pressed garments. (আয়রনকৃত গার্মেন্টস গুলো ঝুলানোর জন্য পর্যাপ্ত র‍্যাক / স্ট্যান্ড থাকতে হবে। )
Line wise pressing process is established (প্রত্যেক লাইনে প্রেসিং প্রসেস থাকতে হবে। )
Pressed garments are hanged/stacked in appropriate height. (সঠিক উচ্চতায় আয়রনকৃত গার্মেন্টসগুলো ঝুলানো থাকতে হবে।
Pressed garments are allowed to dry prior to packing (প্যাকিং এর আগে আয়রনকৃত গার্মেন্টসগুলো অবশ্যই শুকানো থাকতে হবে। )

Finishing (ফিনিশিং/রিপেয়ার /প্যাকিং এর ওয়ালমার্ট অডিটের চেক লিস্ট

Sr No Question Finishing / repair / packing (ফিনিশিং/রিপোয়ার /প্যাকিং) Status (Y/N)
01 Are packaging standard and samples readily available for reference? (রেফারেন্সের জন্য প্যাকিং স্যান্ডার্ড এবং স্যাম্পল পর্যাপ্ত আছে কিনা?) – Samples of packaged garments and trim cards for all the colors available with proper approvals. (সঠিক অনুমোদনসহ প্যাকেজড গার্মেন্টসের স্যাম্পল এবং সকল কালারের জন্য ট্রিম কার্ড থাকতে হবে। )
2(Critical) Is there a 100% final checking after finishing and is there a random audit done after finishing? Is there a 100% measurement for key points and audit done after finishing? (ফিনিশিং এর পর ১০০% ফাইনাল চেক এবং র‍্যান্ডম অডিড করা হয় কিনা ? ১০০% কি পয়েন্ট মেজারমেন্ট এবং অডিড করা হয় কিনা?) – There is 100% final inspection after finishing. (ফিনিশিং এর পরে ১০০% ফাইনাল ইন্সপেকশন থাকতে হবে। )
– There is 100% checking for critical measurements. (১০০% ক্রিটিক্যাল মেজারমেন্ট থাকতে হবে। )
(Tops: Length, Sleeve Length, Chest, Hem, Shoulder. Bottoms: Waist, Front Rise, Back Rise, Inseam/Out seam)
– Records are available. (রেকর্ড থাকতে হবে। )
○ There is a random audit (carton audit) on finished garments for visual, packing and measurement. (ভিজ্যুয়াল, প্যাকিং এবং মেজারমেন্টের জন্য ফিনিশ গার্মেন্টসে র‍্যান্ডম অডিট থাকতে হবে। )
03 Is there an effective stain management and repair operation on site ? (ইফেক্টিভ স্টেইন ম্যানেজমেন্ট এবং মেরামত অপারেশন আছে কিনা?) – The cleaning station is well equipped with a compressed air gun, vacuum,

non toxic cleaning fluid, mask, tap with running water and located in open air or with exhaust fan. Repairing work station is well organized. MSDS available

(ক্লিনিং স্টেশনে কমপ্রেসড এয়ার গান, ভ্যাকিউম, নন টকসিক ক্লিনিং ফ্লুইড , মাস্ক , পানির টেপ সহ খোলা জায়গায় থাকতে হবে। মেরামর কর্মস্থলে ভাল এক্সস্ট ফ্যান থাকতে হবে। এমেসডিএস থাকতে হবে। )

Records are maintained for corrected pieces and reject pieces. (মেরামতকৃ এবং রিজেক্টকৃত পিস এর জন্য রেকর্ড থাকতে হবে।)
04 Is there an organized and efficient work flow in the finishing area? How are the
WIP levels? (ফিনিশিং এলাকা সু সজ্জিত এবং ইফেক্টিভ ওয়ার্ক ফ্লো আছে কিনা? অতিরিক্ত ব্যালেন্স এর লেভেল কত?)
– Work flow is well organized and balanced. (ওয়ার্ক ফ্লো সু সজ্জিত এবং অতিরিক্ত ব্যালেন্স না থাকা অবস্থায় থাকতে হবে। )
○ Line wise finishing process is established (লাইন অনুযায়ী ফিনিশিং প্রসেস থাকতে হবে। )
WIP found equivalent to maximum one day production & well managed. (ডব্লিউ আই পি ১ দিনের সমান থাকতে হবে এবং ভালভাবে ম্যানেজ করতে হবে। )
05 Is lighting adequate (100 FC for inspection and 60- 80 for other areas)? (লাইটিং কি পর্যাপ্ত ? ( ইন্সপেকশনের জন্য ১০০ এফ সি এবং ৬০-৮০ এফ সি অন্যান্য জায়গা)) At inspection area 100FC or above and working tables: 60-80FC (ইন্সপেকশনের জন্য ইন্সপেকশন টেবিলঃ১০০ এফ সি অথবা তার উপরে কর্ম টেবিলেঃ৬০-৮০ এফ সি)
6(Critical) Does factory conduct final audit based on same (or tighter) AQL of buyer? (ফ্যাক্টরীতে ফাইনাল অডিড বায়ারের একিউএল অনুযায়ী ( অথবা তার চেয়ে টাইট) এ হয় কিনা?) There is pre-final inspection after packing with acceptable sampling method both in size & color for all POs. (সকল পিও এর জন্য সাইজ এবং কালার অনুযায়ী প্যাকিং এর পরে গ্রহণযোগ্য স্যাম্পলিং পদ্ধতি অনুযায়ী প্রি- ফাইনাল থাকতে হবে। )
After 80%-100% packed, QA will do prefinal inspection based on buyer’s requirement ( refer to retail market requirement) or tighter. (৮০-১০০% প্যাক হওয়ার পরে বায়ারের চাহিদা অনুসারে অথবা তার থেকে টাইটে কিউ এ প্রি – ফাইনাল করবে। )
– Reports maintained properly (Signed by all concerned) (সকল দায়িত্বশীল ব্যক্তির স্বাক্ষরসহ রিপোর্ট সঠিকভাবে মেইন্টেইন করতে হবে। )
– Failed goods are re-audited After correction (কারেকশনের পরে ফেল পণ্যগুলি রি- অডিট করতে হবে। )
07 How are alteration/defective
garments handled in the section? (সেকশনে অল্টারেশন / ডিফেক্টিভ গার্মেন্টস কত?
– Found defects from finishing operation and very minimum sewing/ fabric defect (ফিনিশিং এবং সুইং ডিফেক্ট আলাদা করে রেকর্ড করতে হবে।)
– found defective garments segregated properly. (ডিফেক্টিভ গার্মেন্টস সঠিকভাবে আলাদা করতে হবে। )
Defective garments are sent to respective area for correction with record being kept (ডিফেক্টিভ গার্মেন্টস সংশ্লিষ্ট এলাকায় মেরামতের ( কারেকশনের) জন্য পাঠাতে হবে। এবং রেকর্ড থাকতে হবে। )
08 How is the infrastructure and housekeeping in the section? (সেকশনের কাঠামো এবং হাউজ কিপিং এর অবস্থা কেমন?) – Good housekeeping. (ভাল হাউজ কিপিং থাকতে হবে।
– Good ventilation. (ভাল ভেন্টিলেশন থাকতে হবে।
– Tables found clean without any rough edges. (কোন অসমতল / উচু-নিচু/রুক্ষ প্রান্ত ছাড়া টেবিল ভাল অবস্থায় থাকতে হবে। )
Finishing area is closed so that dust can not enter and also measures are taken for pest control. (ফিনিশিং এরিয়া বন্ধ থাকতে হবে। যেন ময়লা ঢুকতে না পারে এবং পেষ্ট কন্ট্রোল এর ব্যবস্থা থাকতে হবে। )
09 Is the storage space for packed goods enough as per the factory capacity? (ফ্যাক্টরীতে প্যাককৃত পণ্য রাখার জন্য যথেষ্ট জায়গা আছে কি?) – Found cartons stored comfortably in the storage area. (স্টোরেজ এলাকায় কার্টুন ভাল ভাবে থাকতে হবে। )
– found number of ready garments waiting to be packed in cartons under control. (প্যাকিং এর জন্য অপেক্ষামান রেডি গার্মেন্টস গুলো কার্টুনে কন্ট্রোল সহ থাকতে হবে। )
– Space is sufficient to hold buyers biggest orders. (বায়ারের বড় অর্ডার ধারণ করার জন্য পর্যাপ্ত জায়গা থাকতে হবে। )
10 Is there a procedure in place
to remove uncut thread and loose threads and foreign materials? (আন-কাট থ্রেট এবং বহিরাগত বস্তু ( ফরেইন মেটেরিয়াল ) অপসারিত করার জন্য কি পদ্ধতি আছে?)
– Effective procedure is in place to remove loose threads and foreign materials. (আলগা সুতা এবং বহিরাগত বস্তু(ফরেইন ম্যাটেরিয়াল ) অপসারিত করার জন্য ইফেক্টিভ পদ্ধিত থাকতে হবে। )
Operators trim thread at source, end line inspector do not carry trimmers for thread trimming (অপারেটর শুরুতেই সুতা কেটে দিবে এবং কোন ভাবেই এন্ড লাইন ইন্সপেকটর সুতা কাটতে পারবে না। )
○ Loose thread or uncut thread found in product audit but within AQL level
○ Thread sucker is available to cover 100% production (১০০% প্রোডাকশন কভার করার জন্য অবশ্যই থ্রেড সাকার থাকতে হবে। )

Printing – প্রিন্টিং এর ওয়ালমার্ট এফসিসিএ চেক লিস্ট

Sr No Question Printing Status (Y/N)
01 Is printing automatic or manual (including drying)? Do they maintain record of recipes and samples available for operator? Are operators trained and do they hire based on skill level and how do they measure? Both printing and drying are automatic.
There are also some manual printing tables, but the drying is automatic.
The printing table fixture / guides are in stainless steel.
Maintain record recipes and approved samples available for operator
Operators trained and hired based on skill level and SOP available for measuring skill level.
02 Are screens made in-house or contracted to outside source? Remark: Yes or no question, so scoring not applicable.
Standard operation procedure is posted.
03 Are machines regularly maintained and serviced, and in good condition? Machines and printing tables are well maintained with
updated maintenance cards.
Standard operation procedure is posted.
04 Standard operation procedure is posted. Before printing, there is pre-production meeting.
Approved printing artwork and printing instructions in local language are displaying in each printing station.
In-line QC checks with inspection report.
After printing, there is 100% inspection with report.
Seconds are repaired / replaced before re-entering production workflow.
○ Lighting 100FC or above for inspection area
05 Is there organized and controlled storage area for chemicals? Chemical storage area is well organized and controlled. Good house keeping.
Each chemical standard handling procedure is posted and educated to the printer.
MSDS (material safety data sheet) are posted and educated to the printer.
06 How is the housekeeping &
organization in the section?
Found housekeeping acceptable
Found proper storage available for input, WIP & ready output of the section.
Found proper records of daily receive & issue along with damage details.
07 Random Check of panels Check 13 pcs with approved swatch

Embroidery – এমব্রয়ডারি এর ওয়ালমার্ট এফসিসিএ চেক লিস্ট

Sr No Question Embroidery ওয়ালমার্ট চেক লিস্ট Status (Y/N)
01 Does the embroidery facility
have a broken needle control process?
Broken needle control process exists.
SOP exists clearly defining the Broken Needle Policy.
Records found with daily broken needle log.
02 How is the quality assurance
process within the embroidery facility? Are proper approvals/samples available?” Are thread ends and embroidery backings properly trimmed-off before re-entering to bulk
production?
100% checking of panels after embroidery.
Approvals along with the artwork & instructions available in the section for reference.
Reports exist with details of defective panels.
• Thread ends and embroidery backings properly trimmed off before re-entering to bulk production
03 Are embroidery machines
properly maintained, regularly cleaned and serviced, and in good
working condition?
Embroidery machines are well maintained.
Filled Maintenance records found on all machines (including thread tension check).
SOP exists for machine maintenance.
04 Is lighting levels (100FC and
above) sufficient in the embroidery section?
Equal to or more than 100FC or above at the needle point and inspection area.
Equal to or more than 60 FC on other work tables (Sorting, etc).
05 How is the housekeeping in the section? How are the embroidery threads stored? Good Housekeeping.
WIP stored in racks clearly mentioning details regarding style/color.
Threads stored shade/style wise in a rack.
Records maintained for incoming and outgoing
materials and inventory
06 Random Check of panels Check 13 pcs with approved swatch

On Site Garment Laundry -অন সাইট গার্মেন্টস লন্ড্রি এর ওয়ালমার্ট অডিটের চেক লিস্ট

Sr No Question On Site Garment Laundry Status (Y/N)
01 Are machines adequately maintained? Machines are well maintained with updated maintenance cards.
○ – Scales are calibrated regularly.
No steam leakage
SOP exists for preventive maintenance.
Time and temperature controllers found working properly.
○ – Scales are calibrated regularly.
02 Are laundry formulas, reference samples and approved shade band readily available for operators’ and inspector’s easy reference? Laundry washing methods posted (in local language).
Approved Reference samples and shade band are available.
Shade Bands available.
03 Are in-process and finished goods inspected prior to reentering bulk production flow, to eliminate shade variances and defective units? After each batch, there is 100% inspection with report.
There is an audit of every lot of garments before washing with reports and shade checked in light box and records are available. Actions are recorded for nonconformity
There is a process of random measurement checking before and after washing within the section.
Defective garments are stored in a separate labeled area.
04 Is the laundry facility clean,
chemicals properly stored and
free of unnecessary standing
water pools?
Good Housekeeping & ventilation.
Chemicals are stored properly in designated area with MSDS (Material Safety Data Sheet).
SOP (Standard Operating Procedure) exists.
Running water tap is available.
No standing water pools.
05 Is laundry managed by qualified technician and chemist? Facility has qualified technician and chemist
They also do research & development.
06 Is lighting levels sufficient in
the Laundry section(100FC or above)
-100FC or above for all inspection area.
07 Does laundry has effluent treatment facility? Laundry has an ETP to process 100% effluent.
Water testing is regularly done with records maintained.
Reverse Osmosis plant also available in the facility.

Product Safety – প্রোডাক্ট সেইফটি এর ওয়ালমার্ট অডিটের চেক লিস্ট

Sr No Question Product Safety –  প্রোডাক্ট সেইফটি ওয়ালমার্ট চেক লিস্ট Status (Y/N)
০1 Does factory has a sufficient
& proper metal detection process for all the products? (Metal detection is Mandatory for all product areas.However, it is critical for the following areas:
– All children’s clothing
•  Nightwear All (sleepwear)
• – All underwear and lingerie.Asda/ George UK and Seiyu
market hence scoring would
be 10-0 for critical and 10-5-0
for rest and Asda new factory (ফ্যাক্টরীতে সকল পণ্যের জন্য যথেষ্ট এবং যথাযথ মেটাল ডিটেক্টর আছে কিনা ( সকল পণ্যের জন্য মেটাল ডিটেক্টর পাশ বাধ্যতামুলক তবে এটি যেসব এলাকার মধেয় ক্রিটিক্যাল * শিশুদের সকল পণ্য * সকল নৈশ পণ্য ( স্লিপ ওয়ার) * সকল আন্ডার ওয়ার এবং লিঞ্জেরি , আজডা / জর্জ ইউ কে এবং সিউ মার্কেটের জন্য ক্রিটিক্যাল স্কোর ১০-০ এবং অন্যান্য এবং আজডা নতুন ফ্যাক্টরীর জন্য ১০-৫০)
○ Metal detector placed in an airport system (মেটাল ডিটেক্টরের এলাকা এয়ার গেট সিস্টেম থাকতে হবে।)
There is proper layout/setup to avoid/minimize the possibility of goods by-passing the metal detection process. (এমন ভাবে লে আউট সেট করতে হবে যেন পণ্যের মেটাল ডিটেক্টরের প্রসেস এর বাইপাস করা এড়ানো / মিনিমাইজ করা যায়।)
Found proper access control (Goods should only pass through the machine) (যথাযথ এ্যাক্সেসের নিয়ন্ত্রণ থাকতে হব।(পণ্য শুধুমাত্র মেটাল ডিটেক্টর মেশিন দিয়ে পাস হতে হবে। )
Found proper tools & records of machine calibration (9 points with 1.2 ferrous card ) (মেশিনের সকল যন্ত্রপাতি এবং ক্যালিব্রেশনের রেকর্ড থাকতে হবে ( ০৯ পয়েন্ট এর সাথে ১.২ ফেরাস কার্ড ))
Found proper records of quantities being detected (পাশকৃত সকল পণ্যের পরিমাণের যথাযথ রেকর্ড থাকতে হবে। )
After the metal detection are there no production process which could lead to contamination before putting the garments into the carton box (মেটাল সনাক্তকরণের পরে গার্মেন্টস কার্টুনে ঢূকানোর পূর্বে এমন কোন প্রক্রিয়া থাকবে না যাতে মেটাল যুক্ত হয়। )
○ Factory does not use any trims/ accessories with ferrous content for any department (ফ্যাক্টরীতে কোন বিভাগে ফেরাস যুক্ত ট্রিমস / এ্যাক্সেসরিজ ব্যবহার করতে পারবেন না। )
02 Does factory has pull strength
equipment for buttons/ snaps/ rivets or any other fastener? (Mandatory For childrenswear dept. 26, 24, 33 score 10-0 and adult 10-5-0.) Note: Number of mocks need to be mentioned (For ASDA product, 21lbs/90 N should be applied for tension test, while for U.S. product, 15 lbs./64 N should be applied for tension test) (ফ্যাক্টরীতে বাটন/ স্নাপ/ রিভেট অথবা অন্য কোন ফাস্টনার পুল স্ট্রেন্থ করার জন্য যন্ত্রপাতি আছে কিনা ( বাধ্যতামুলক চিল্ড্রেন ওয়ার ডিপার্ট্মেন্ট- ২৬,২৪,৩৩ এর জন্য ক্রিটিক্যাল স্কোর (১০-৫০) মন্তব্যঃ মোক- আপ এর সংখ্যা উল্লেখ করতে হবে। (আজডা পণ্যের টেনশন টেষ্টের জন্য ২১ এল বি এস / ৯০ নিউটন প্রযোজ্য। ইউ এস পনয়ের জন্য ১৫ এল বি এস / ৬৪ নিউটন প্রযোজ্য। )
Equipment available. (পর্যাপ্ত যন্ত্রপাতি থাকতে হবে। )
SOP for pull strength testing available. (পুল স্ট্রেংথ টেষ্টের জন্য এসওপি পর্যাপ্ত থাকতে হবে। )
Found proper records/ Mocks available and meet retail market requirement. (যথাযথ রেকর্ড / পর্যাপ্ত মক-আপ এবং মার্কেট চাহিদা পরিপূর্ণ করতে হবে। )
Dedicated person from quality and can perform test (auditor observation) (কোয়ালিটি থেকে অনুমোদিত ব্যক্তি থাকতে হবে এবং তাকে পুল টেস্ট করতে জানতে হবে। (অডিটর পর্যবেক্ষণ করবে।))
Asda- Factory checks every machine every 4 hours by pull test minimum of 2 samples per test. (ফ্যাক্টরীতে আজডার জন্য প্রত্যেক মেশিন প্রতি ৪ ঘন্টার পর পর ২ পিস স্যাম্পল পুল টেস্ট করবে। )
Wal-mart US: Factory checks every machine every 3 hours by pull test minimum of 2 samples per test. (ফ্যাক্টরীতে প্রত্যেক মেশিন প্রতি ৩ ঘন্টা পর পর এবং ২ পিস স্যাম্পল পুল টেস্ট করবে। )
03 Does factory use lockstitch for
button attach? (Mandatory for
childrenswear dept. 26, 24, 33, score 10-0 and adult 10-5- 0 hence scoring dept. 26, 24, (বাটন এ্যাটাচের জন্য লক-স্টীচ মেশিন ব্যবহার করা হয় কিনা( বাধ্যতামুলক চিল্ড্রেন ওয়ার ডিপার্ট্মেন্টঃ ২৬,২৪,৩৩ এর জন্য স্কোর ১০-০ এবং প্রাপ্ত বয়স্ক স্কোরঃ ১০-৫)
Lock Stitch machine used with underbed trimmer (বাটন এ্যাটাচের জন্য আন্ডারবেড ট্রিমার লক-স্টিচ মেশিন ব্যবহার করতে হবে। )
Found proper locking of buttons (No thread unraveling) (বাটনে যথাযথ লক হতে হবে। (সুতার পাক না খোলা))
04 How is Snap/Rivet (or any metal fastener) attaching process & machinery in the factory? (কিভাবে স্ন্যাপ / রিভেট ( অথবা অন্য কোন ফাস্টনার ) লাগানোর পদ্ধতি এবং যন্ত্রপাতি আছে কিনা?) Uses fully automated pneumatic machines (সম্পূর্ণ অটোমেটিক বায়ু দ্বারা চালিত মেশিন ব্যবহার করতে হবে। )
○Found machinery clean and performing correctly. (মেশিন পরিষ্কার এবং সঠিক কার্য সম্পাদনের উপযোগী হতে হবে। )
Maintenance records available. (পর্যাপ্ত রক্ষানাবেক্ষণ এর রেকর্ড থাকতে হবে। )
Machine setting standards (reports) available. (পর্যাপ্ত মেশিন সেটিং এর স্ট্যান্ডার্ড ( রিপোর্ট) থাকতে হবে। )
05 Is there arrangement for disposal of non-conforming goods & materials? (নন-কনফর্মিং পণ্য এবং মেটারিয়াল এর ডিস্পোজাল ব্যবস্থা আছে কিনা?) Red Tag area is Physically designated and marked, labeled or tags Area for Non-onforming goods & materials which are easily visible for all such nonconforming products (নন-কনফর্মিং পণ্য এবং মেটারিয়াল সহজে দৃশ্যমান হওয়ার জন্য নন কনফর্মিং পণ্য এবং মেটারিয়াল এরিয়া লেবেল অথবা ট্যাগ দিয়ে রেড ট্যাগ হিসাবে চিহ্নিত করতে হবে। )
Red Tag area is Physically designated and marked, labeled or tags Area for Non-conforming goods & materials which are easily visible for all such nonconforming products (রেড ট্যাগ যে সব এরিয়ায় থাকতে হবে, মেটাল ডিটেক্টর এরিয়া /স্ন্যাপ / রিভেট অথবা অন্য কোন ফাস্টনার পুল স্ট্রেংথ টেষ্ট এরিয়া, বাটন এ্যাটাচ / লক স্টীচিং এলাকা বাটন / স্ন্যাপ / রিভেট অথবা অন্য কোন ফাস্টনার এ্যাটাচিং এরিয়া)
Found all non-confirming goods/materials stored
separately. (সকল নন-কনফর্মিং পণ্য / মেটারিয়াল আলাদা করে রাখতে হবে। )
06 Does factory maintain chemical test for printing items? ( For childrens wear for US dept. 26, 24, 33) For Asda/ George UK : How is chemical control process in line with REACH chemical
policy?
○Yes, always for US Y
• For Asda” chemical control process in line with REACH
chemical policy (• CIL availability with CAS nos if any
SVHCs are presence)”

এতক্ষণ যে চেক লিস্টগুলি দেওয়া হয়েছিল সেগুলো অর্জিনাল চেক লিস্ট। এইগুলোর বাংলা এবং ইংরেজি একত্রিতকরণ ছাড়া আর কিছু করা হয় নি।

এফসিসিএ অডিটের ডকুমেন্টস লিস্ট দেখে নিন

 

এই চেক লিস্টগুলোকে মডিফিকেশন করে বিভিন্ন সেকশনের জন্য প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট অনুযায়ী চেক লিস্ট বানানো হয়েছে যেগুলো নিম্নে দেওয়া হলোঃ

Department Wise FCCA Audit Checklist (ডিপার্টমেন্ট অনুযায়ী ওয়ালমার্ট চেক লিস্ট )

IQC Fabric Inspection Section: এর ওয়ালমার্ট অডিটের চেক লিস্ট

Section SL Check Points of IQC Fabric Inspection –  আইকিউসি ফেব্রিক ইন্সপেকশনের ওয়ালমার্ট চেক লিস্ট
IQC 01 Calibration for all testing tools & Equipment
02 Light Box (International Primary CWF & Secondary D65, CEU Primary D65, Gourge Primary TL84 & Secondary D65) থাকতে হবে
03 Lux Value
04 বিভিন্ন Equipment থাকা (Shrinkage tester Template, Rular, Washing m/c, drier, Crock meter). সবকিছুর Calibration থাকতে হবে।
05 Third Party Technician দ্বারা প্রশিক্ষিত Technician থাকতে হবে।
06 ১২ মাসের জন্য সকল রেকর্ড রাখতে হবে
07 Training Record for lab Technician
08 ওয়াশ ব্লাংকেট যথাযথ টেষ্টের রেকর্ড রাখতে হবে
09 4 point এ fabric inspection করে 10% fabric inspection করতে হবে ও সঠিক স্পীডে অপারেট করতে হবে
10 কোয়ালিটি, ওজন/লেংথ ও কালার শেড ভেরিফাই করতে করতে হবে। ফাইবার কন্টেন্ট ভেরিফিকাশনের জন্য থার্ড পার্টি/ইন হাউজ টেস্ট থাকতে হবে।
11 রিপোর্ট ভালোভাবে থাকতে হবে
12 Defect Mock up ঝুলানো থাকতে হবে
13 Inspection সাইডে Approved Shade Band/Wash Test থাকতে হবে
14 পুনরায় Inspection এর জন্য ১৫% করতে হবে। Second Inspection fail হলে ১০০% Inspection করতে হবে
15 Fabric Replace এর SOP থাকতে হবে।
16 রেকর্ড সহ Fabric Inspector এর ট্রেইনিং থাকতে হবে
17 Batch/Lot, shade band, shrinkage report অনুযায়ী সকল রিপোর্ট গ্রহণ করে, চেক করে রেকর্ড রাখতে হবে
18 Pull test এর জন্য SOP থাকতে হবে
19 Pull test এর জন্য প্রয়োজনীয় সকল Tools থাকতে হবে
20 Mock up, Record থাকতে হবে
21 কোয়ালিটি থেকে অনুমোদিত ব্যক্তি থাকবে এবং পুল টেস্ট করতে জানতে হবে
22 আজডার জন্য প্রত্যেক মেশিন প্রতি ৪ ঘন্টা পরপর এবং ০২ পিছ স্যাম্পল পুল টেষ্ট করবে
22 Wal-Mart এর জন্য ৩ ঘন্টা পরপর ০২ পিছ স্যাম্পল পুল টেষ্ট করবে

IQC Trims Accessories Section – ট্রিমস এক্সেসরিজের ওয়ালমার্ট অডিটের চেক লিস্ট

Section SL Check Points of Trims Accessories – ট্রিমস এক্সেসরিজের ওয়ালমার্ট চেক লিস্ট
IQC Trims Accessories Section. 01 Countable Item এর জন্য at least AQL 1.5 level 2 A Inspection করতে হবে এবং Uncountable Item এর জন্য 3% with Defect Order Quantity কমপক্ষে ১০% Inspection করতে হবে
02 Report ভালোভাবে থাকতে হবে
03 Defect Mock up ঝুলানো থাকতে হবে
04 Inspection এর সাইডে Approved Trims থাকতে হবে
05 ১ ব্যাচ মিনিমাম ১০০০ মিটার , বেশি হলে – ১০%, ফেল হলে ১৫%, ফেল হলে ১০০% Inspection করতে হবে
06 Replace এর SOP থাকতে হবে
07 record সহ Inspector এর Training থাকতে হবে
08 বাল্ক কালার ভেরিফিকেশনের জন্য অনুমোদিত শেড ব্যান্ড থাকতে হবে
09 প্রসেসের ধারাবাহিকতা বজায় রাখতে হবে
10 ভালোভাবে All Document Keep করে রাখতে হবে
11 Light Box থাকতে হবে
12 Training Record

Store Section – স্টোরের এর ওয়ালমার্ট এফসিসিএ অডিটের চেক লিস্ট

Section SL Check Points of Store Section – স্টোর সেকশনের চেকপয়েন্টগুলি
Store 01 সকল Material Lot, color, order/delivery অনুযায়ি স্টোর করা থাকতে হবে।
02 Identify এর জন্য Bin Card ব্যবহার করতে হবে। Incoming Goods এর জন্য চিহ্নিত নির্ধারিত স্থান এবং তা রাখার জন্য প্যালেট/র‍্যাক থাকা। কোয়ালিটি পাস পণ্যগুলু র‍্যাকে রাখতে হবে।
03 Rejected Material এর জন্য চিহ্নিত জায়গা থাকা এবং বাল্কের পণ্যের সাথে মিশ্রিত না হওয়া।
04 Well Housekeeping. Material ঢাকা ও সুরক্ষিত থাকতে হবে।
05 Incoming & Outgoing Material এর রেকর্ড

Cutting Check Points – কাটিং এর ওয়ালমার্ট অডিটের চেক লিস্ট

Section SL Check Points of Cutting – কাটিং এর চেকপয়েন্টগুলি
Cutting 01 WIP ১ দিনের বেশী থাকতে পারবে না। Print Emb থাকলে ২ দিনের বেশি থাকতে পারবে না
02 Relaxation Rack & Machine থাকতে হবে।
03 প্রত্যেক রোল আলাদা ভাবে রিলাক্স করতে হবে। ২ রোল / ১২ ইঞ্চির বেশী রিলাক্স রোল থাকতে পারবে না
04 Relaxation এর Record থাকতে হবে
05 Cutting Plan Maintain করতে হবে
06 একসাথে শুধু একটি শেড Spread করবে
07 Shade Band Display থাকতে হবে এবং প্রয়োজন মত পাওয়া যেতে হবে
08 স্পেড রোলের End Bits/Left over fabric Identify করে রাখতে হবে
09 Spreading এর নিয়ম জানা থাকতে হবে
10 Spreading High & Length fabric ওজন, Thickness, স্ট্রেচ ও রিকোভারী এবং প্যাটান ও ডিজাইনের উপর করা হয়ে থাকে। (Spreading এর approve PP meeting এ সিদ্ধান্ত হয় এবং সেই অনুযায়ী অনুসরণ করা হয়।)
11 Standard Document আছে এবং পোস্টার করা আছে।
12 Stripe Match করার জন্য লাইট বিম ব্যবহার করতে হবে
13 Spreading SOP লাগানো থাকতে হবে।
14 Inspection & Record Maintain রেকর্ড আপডেট থাকতে হবে।
15 Numbering, manual trimming & bundling করা হয়
16 বাল্ক কাটিং ইনভেন্টরির জন্য পর্যাপ্ত স্টোরের ব্যবস্থা।
17 Inspection এর জন্য নির্ধারিত টেবিল থাকা
18 ১০০% প্যানেল Inspection, numbering, color shade Standard process
19 Cutting accuracy জন্য Top, middle, bottom চেক করা
20 রিপোর্ট করা তা Maintain করা
21 বান্ডেল ট্যাগের মধ্যে স্টাইল, PO, Cut No, size, color, shade, bundle no & QTY উল্লেখ থাকতে হবে
22 Interlining Supplier থেকে Fusing Test Report রাখতে হবে
23 ফিউজিং মেশিন ইন্টারনাল এবং এক্সটার্নাল Calibration থাকতে হবে।
24 Temperature, Bonding Strength প্রত্যেক ৪ ঘন্টা পর পর Temperature Stripe দিয়ে চেক করতে হবে। রিপোর্ট থাকতে হবে।
25 AQL অনুযায়ী or 100% Inspection করতে হবে এবং রিপোর্ট রাখতে হবে
26 ওয়াশ এর পর হিট সিল কোয়ালিটি চেক এবং রিপোর্ট থাকতে হবে
27 কোন হ্যান্ড ফিউজিং থাকতে পারবে না
28 বাল্কের জন্য কাটা প্যানেল পলিব্যাগে/পরিষ্কার কাপড়ের ব্যাগে বান্ডিল টিকেটসহ থাকতে হবে
29 লাইট এবং Dark Color আলাদা রাখতে হবে
30 লাইট কালার দিয়ে লাইট বান্ডেল বাধতে হবে
31 Incoming & Outgoing material এর record থাকতে হবে
32 Cutting table এ 60-80 FC, inspection area 100 FC অথবা বেশি থাকতে হবে
33 Cutting Dept Approve sample গ্রহণ করবে এবং Handover Record Maintain করবে
34 স্টাইল নাম্বারসহ দৃশ্যমান এলাকায় রানিং স্যাম্পল ঝুলানো থাকতে হবে
35 Training & Record
36 Munsell Test

প্রোডাকশনের ওয়ালমার্ট এফসিসিএ অডিটের চেকলিস্ট

Section SL Check Points of Production – প্রোডাকশনের ওয়ালমার্ট চেক লিস্ট
Production (IE/Planning) 01 IE Team থাকতে হবে (OB, GSD, M/C Layout, Efficiency, Wastage Reduce, Time Save, Implementation থাকতে হবে)। IE এর সকল বিভাগে কার্যক্রম রেকর্ডসহ থাকতে হবে।
02 আলাদা Planning Department থাকতে হবে এবং প্লানিং Software ব্যবহার করতে হবে।
03 Planning Dept Production Plan maintain করবে এবং daily production Monitor করবে
04 Delivery Schedule maintain করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে
05 যথসময়ে Shipment Meet করার জন্য PO ক্রস চেক করতে হবে এবং রেকর্ড রাখতে হবে।
06 নতুন অপারেটরের ওরিয়েন্টেশন, ট্রেনিং রুম, প্রয়োজনীয় মেশিন ও নির্দেশনা থাকতে হবে
07 নতুন অপারেটরকে Production Floor এ দেওয়ার আগে সঠিকভাবে নির্বাচন, পরীক্ষা করা এবং Training এর ব্যবস্থা থাকতে হবে।
08 Training & Training Record
Production (IE)
Production (IE) 09 নতুন অপারেটরের ওরিয়েন্টেশন, ট্রেনিং রুম, প্রয়োজনীয় মেশিন ও নির্দেশনা থাকতে হবে
10 নতুন অপারেটরকে Production Floor এ দেওয়ার আগে সঠিকভাবে নির্বাচন, পরীক্ষা করা এবং Training এর ব্যবস্থা থাকতে হবে।
11 Training & Training Record
Production
Production 12 All responsible person নিয়ে PP meeting করতে হবে। Follow up action সহ Record রাখতে হবে।
13 ৬ মাসের পর কোন Style, color, fabrics পরিবর্তন হলে পাইলট রান আবার করতে হবে।
14 প্রত্যেক লাইনে অনুমোদিত স্যাম্পল এবং ট্রিম কার্ড থাকতে হবে
15 সকল কমেন্ট সমূহ বাংলা ভাষায় অনুবাদসহ প্রত্যেক লাইনে প্রদর্শিত থাকতে হবে
16 WIP ১ দিনের বেশী থাকতে পারবে না
17 লাইনে অতিরিক্ত জমা থাকতে পারবে না
18 WIP রেকর্ড থাকতে হবে
19 Identification এর জন্য Wal-Mart রেকর্ড SOP Maintain করতে হবে।
20 Needle, Sharp tools control
21 সকল Record রাখতে হবে এবং ডিফেক্ট Garments গুলা আলাদা এবং ধ্বংস করতে হবে।
22 হাউজকিপিং ঠিক থাকতে হবে।
23 প্রত্যেক জায়গায় Identification থাকতে হবে, আইসলস মুক্ত থাকতে হবে
24 machine এ সকল Trimer, scissor, needle cutter ইত্যাদি স্থায়ীভাবে লাগানো থাকতে হবে
25 সকল Sharp Tools ইস্যু এবং ফেরত রেজিষ্টার থাকতে হবে
26 মেশিনে সঠিকভাবে সুতা লাগানো থাকতে হবে, একই ধরণের মেশিনে একই নিয়মে সুতা গাথা থাকতে হবে।
Production (Quality) 27 Defect Identification এর জন্য আলদা বক্স ব্যবহার করতে হবে এবং রেকর্ড রাখতে হবে।
28 সকল স্তরে রিপোর্ট ভালোভাবে রাখতে হবে

Maintenance – মেইন্টেনেন্সের ওয়ালমার্ট চেক লিস্ট

Section SL Check Points of Maintenance – মেইন্টেনেন্সের ওয়ালমার্ট চেক লিস্ট
Maintenance (Button) 01 Button Attach এর জন্য আন্ডারবেড ট্রিমার লক-স্টীচ মেশিন ব্যবহার করতে হবে
02 Button এ যথাযথ লক হতে হবে (সুতার পাক না খোলা)
03 Snap Button এর ক্ষেত্রে সম্পূর্ণ অটোমেটিক বায়ু দ্বারা চালিত মেশিন ব্যবহার করতে হবে
04 মেশিন পরিষ্কার ও Workable হতে হবে
05 Maintenance Record থাকতে হবে
06 Machine Setting এর Report থাকতে হবে
Maintenance (Production)
Maintenance (Production) 07 প্রত্যেক মেশিনের Maintenance Record থাকতে হবে এবং নিয়মিত আপডেট করতে হবে
08 মেশিনে সঠিকভাবে সুতা লাগানো থাকতে হবে, একই ধরণের মেশিনে একই নিয়মে সুতা গাথা থাকতে হবে।
09 প্রয়োজনীয় Spare Parts থাকতে হবে
10 Thread Stand Maintenance করতে হবে
11 মেশিনের অয়েল লেভেল ঠিক থাকতে হবে এবং অয়েল Tank এ কোন বহিরাগত মেটারিয়াল থাকতে পারবে না।
12 কোন অয়েল লিকেজ থাকতে পারবে না
13 Preventive maintenance থাকতে হবে
14 প্রত্যেক মেশিনে সেইফটি গার্ড থাকতে হবে। (নিডেল গার্ড, Eye Glass, Pully cover, belt cover, rubber mat)
15 Eye glass স্পষ্ট হতে হবে। (ব্যবহার উপযোগী)
16 মেকানিকের Tools Box এ যন্তপাতি সজ্জিত থাকবে। একটা লিস্ট থাকতে হবে। লিস্টের বাহিরে অতিরিক্ত কিছু থাকবে না
17 মেশিন স্টরেজ এবং রক্ষণাবেক্ষণের জায়গা সুসজ্জিত থাকতে হবে।
18 Housekeeping
19 আইডেল মেশিনে নিডেল থাকতে পারবে না
20 আইডেল মেশিন কাপড দ্বারা ঢাকা থাকতে হবে
21 Machine এ টেগ লাগানো থাকতে হবে। (রিপেয়ার, আনডার রিপেয়ার, স্পেয়ার মেশিন, ইত্যাদি)
22 মেশিন মরিচা ধরা গ্রহণযোগ্য হবে না, মেশিন টেবিল পরিষ্কার থাকতে হবে, কর্ণার ধারালো / ভাংগা থাকতে পারবে না।
Maintenance (Fusing) 23 সকল মেশিনের অবশ্যই অবশ্যই Calibration আপডেট থাকতে হবে।
Temperature, Bonding Strength প্রত্যেক ৪ ঘন্টা পর পর Temperature Stripe দিয়ে চেক করতে হবে। রিপোর্ট থাকতে হবে।
Maintenance
Maintenance 24 Needle, Sharp tools control
25 সকল Record রাখতে হবে এবং ডিফেক্ট Garments গুলা আলাদা এবং ধ্বংস করতে হবে।
26 যন্ত্রপাতি ব্যবহারের পর তা নির্দিষ্ট জায়গায় থাকতে হবে
27 Maintenance team এ প্রয়োজনীয় উপযুক্ত যন্ত্রপাতি থাকতে হবে। সকল প্রকার কাজে সহযোগীতার জন্য যন্ত্রপাতি, ফোল্ডার, attachment সরবরাহ করতে পারতে হবে
28 Sharp tools disposal record
29 All sharp tools disposal record থাকতে হবে
30 Needle point এ Lux value 100 FC থাকতে হবে।
31 Mechanic Training & Record

Quality -কোয়ালিটির এফসিসিএ চেক লিস্ট

Section SL Check Points of Quality – কোয়ালিটির ওয়ালমার্ট চেক লিস্ট
Quality 01 Factory checking এর জন্য অডিট করে এবং প্রয়োজনীয় কারেকটিভ Action গ্রহণ করে থাকে। রেকর্ড থাকতে হবে
02 In line এ পর্যাপ্ত QC (25 opt এ 1 জন QC) থাকতে হবে। In line, end line inspection & recording system থাকতে হবে।
03 Color, size অনুযায়ী level 1 AQL 1.5 এ অথবা ২০ পিছ Measurement করা এবং রেকর্ড রাখা।
04 ওয়াশের পূর্বে মেজারমেন্ট করা
05 Inspection report এ opt & operation অনুযায়ি Defect record করা
06 Defective garment separate, identification & repair এর জন্য system থাকতে হবে
07 Defect Repair করার জন্য তারাতারি পদক্ষেপ নিতে হবে
08 QI/QA report making করার সময় কলম ব্যবহার করতে পারবে না
09 QA/QI training. Record
10 সকল কোয়ালিটি মেম্বার স্বাধীন
11 Every hour/every two hour AQL or টাইটভাবে Inspection করতে হবে
12 পরবর্তী প্রসেসে পাঠানোর আগে ফেল লটগুলু রিচেক রিঅডিট করতে হবে
13 Factory বায়ারের আপডেট Manual আছে। সব requirement বুঝতে পারে। আপডেট তথ্য ডাউনলোড করতে জানে
14 factory সবসময় তাদের কাছ থেকে আপডেট তেকনিক্যাল ম্যানুয়াল পেয়ে থাকে।
15 ফেইল ইস্যুতে রেকর্ডসহ Corrective & preventive অ্যাকশান নিয়ে থাকে।
16 Root cause analysis and implementation হতে হবে
17 রিপোর্ট থাকতে হবে
18 Inspection area Lux value 100FC
19 Defective garments সঠিকভাবে আলাদা করা হয়
20 সকল প্রসেসে (কাটিং, সুইং, ইনলাইন, এন্ডলাইন) ডিফেক্ট এ উপযুক্ত মনিটরিং এর ব্যবস্থা থাকতে হবে
21 Inspection করার জন্য Inspection room, enough space থাকতে হবে
22 সুর্যের আল থেকে সরাসরি সুরক্ষিত, আদ্র নয়
23 inspection table size কমপক্ষে length: 1.5 miter, width-1.2 miter থাকতে হবে
24 লাইট বক্স আছে
25 Inspection room e D65 থাকতে হবে
26 Munsell Test for QA/QI

Pressing (Maintenance/ Production) – প্রেসিং এর ওয়ালমার্ট এফসিসিএ অডিটের চেক লিস্ট

Section SL Check Points of Finishing  প্রেসিং এর ওয়ালমার্ট চেক লিস্ট
Pressing (Maintenance/ Production) 01 আয়রনের পদ্ধতি লাগানো থাকতে হবে
02 গার্মেন্টস রাখার জায়গা থাকতে হবে
03 আয়রন স্ট্যান্ডার্ড থাকতে হবে
04 আয়রনের জন্য টেফলন, রাবার প্যাড ব্যবহার করতে হবে
05 স্টিম শুকনা হতে হবে
06 Maintenance card update & লাগানো থাকতে হবে
07 বয়লার Calibration
08 কর্মপরিবেশ আরামদায়ক ও বাতাসের ব্যবস্থা থাকতে হবে
09 আইরনের পর বডি ঝুলানোর জন্য র‍্যাক/স্ট্যান্ড থাকতে হবে
10 সঠিক উচ্চতায় ঝুলাতে হবে
11 প্যাকিং এর আগে অবশ্যই শুকাতে হবে
12 প্রত্যেক লাইনে প্রেসিং প্রসেস থাকতে হবে
Pressing (Quality)
Pressing (Quality) 13 Iron এর পর Measurement audit করতে হবে
14 রেকর্ড থাকতে হবে

Finishing (Quality/ Production) – ফিনিশিং এর অডিটের চেক লিস্ট

Section SL Check Points  of Finishing  ফিনিশিং এর ওয়ালমার্ট চেক লিস্ট
Finishing (Quality/ Production) 01 Approved সহ সকল কালের trim Card থাকতে হবে
02 ১০০% ফাইনাল Inspection করতে হবে
03 ১০০% Critical Measurement করতে হবে
04 Record থাকতে হবে
05 Random Audit করতে হবে
06 Rejected pcs এর জন্য রেকর্ড থাকতে হবে
07 Inspection table lux value 100FC থাকতে হবে কর্ম টেবিলে 60-80 FC
08 হাউজকিপিং
09 লাইন অনুযায়ী ফিনিশিং প্রসেস থাকতে হবে
10 WIP একদিনের সমান থাকতে হবে এবং ভালোভাবে ম্যানেজ করতে হবে
11 সকল PO এর জন্য সাইজ ও কালার অনুযায়ি প্যাকিং এর পরে গ্রহণযোগ্য Sampling পদ্ধতি অনুযায়ী Pre final থাকতে হবে
12 ৮০-১০০% প্যাক হওয়ার পর Pre final করবে
13 report maintain করবে
14 কারেকশ্নের পরে ফেল পণ্যগুলো রি অডিট করা হয়ে থাকে
15 ফিনিশিং এবং সুইং ডিফেক্ত আলাদা করে Record করতে হবে
16 মেরামতের জন্য পাথাতে হবে, রেকর্ড রাখতে হবে
17 ভালো Housekeeping থাকতে হবে
18 ভাল ভেন্টিলেশনের ব্যবস্তাহ থাকতে হবে
19 অসমতল/উচু নীচু/ভাঙ্গগা টেবিল থাকতে পারবে না
20 ফিনিশিং এরিয়া বন্ধ থাকতে হবে যাতে কোন প্রকার ময়লা আবর্জনা ভিতরে ঢুকতে না পারে
21 Finished carton ভালোভাবে রাখতে হবে
22 প্যাকিং এর জন্য রেড়ি গার্মেন্টেস গুলু কন্ট্রোলে থাকতে হবে
23 আলগা সুতা অপসারণের জন্য effective system থাকতে হবে
24 Loose thread/uncut thread অবশ্যই AQL এর মধ্যে থাকতে হবে
25 ১০০% Production কাভার করার জন্য অবশ্যই থ্রেড সাকার থাকতে হবে।
26 Training & record
27 Munsell test for QC/QI

Product Safety – প্রোডাক্ট সেফটি এর ওয়ালমার্ট চেক লিস্ট

Section SL Check Points of Product Safety – প্রোডাক্ট সেফটির ওয়ালমার্ট চেক লিস্ট
Product Safety 01 Metal Detector area Air port system থাকতে হবে
02 অতিরিক্ত পণ্যের নিয়ন্ত্রণ থাকতে হবে
03 Calibration
04 পাস হওয়ার গারমেন্টের রেকর্ড থাকতে হবে
05 মেটাল পাস করার পর কার্টুনে ঢুকানোর পূর্বে এমন কোন প্রক্রিয়া থাকবে না যাতে মেটাল যুক্ত হয়
06 কোন বিভাগে ফেরাস যুক্ত Trims/Accessories ব্যবহার করতে পারবে না
07 Non conforming area identification থাকতে হবে
08 All non conforming material আলাদা করে রাখতে হবে

উপরের ওয়ালমার্ট এফসিসিএ অডিটের চেক লিস্ট সংক্রান্ত কোন বিষয়ে কোন প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকলে নির্দ্বিধায় জানানোর অনুরোধ করা হচ্ছে।

ফ্যাক্টরি প্রোডাকশন রেডিনেস ভ্যালিডেশন অডিটের বিস্তারিত

কর্মীদের অনুপস্থিতি সমস্যা ও সমাধান সম্পর্কে বিস্তারিত জেনে নিন

গার্মেন্টস সিএনসিএম বা নন কনফর্মিং সম্পর্কে সবকিছু

আল্লাহ্‌ হাফেজ।

Check Also

কোয়ালিটি ৮টি ডায়মেনশন বা কোয়ালিটির মাত্রা

কোয়ালিটি ৮টি ডায়মেনশন সম্পর্কে জেনে নিন

মুখ্য পয়েন্টগুলি1 কোয়ালিটি ৮টি ডায়মেনশন কি?2 গার্মেন্টস কোয়ালিটি ডায়মেনশন হচ্ছে আটটি। Eight dimensions of quality2.1 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *