এই পোস্টে গার্মেন্টস কারখানার যতগুলো এম এম আর (MMR) বা মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট (Minimum Manufacturing Requirements) আছে সেগুলোর দেওয়া হয়েছে বাংলা এবং পাশাপাশি ইংরেজিতে যাতে করে বুঝতে সুবিধা হয়।
মুখ্য পয়েন্টগুলি
- 1 ফেব্রিক প্যানেল (Fabric Panels)
- 2 ফিউজিং / ইন্টারলাইনিং (Fusing/Interlining)
- 3 লাইনিং (Lining)
- 4 প্যাডিং (Padding/ Filling) এর এম এম আর গুলি
- 5 সুতা (Thread)
- 6 সিম কন্ট্রাক্টশন (Seam construction)
- 7 লিঙ্কিং নিটের ক্ষেত্রে (Linking, on knit)
- 8 নিটের জন্য চেইন স্টিচ এবং হ্যান্ড স্টিচ (Chain stitch and hand stitch, on knit)
- 9 রিব (Rib) এর এম এম আর গুলি
- 10 লেবেলস (Labels) মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট গুলি
- 11 স্মোক (Smock)
- 12 বাটন হোল (Button hole) এর মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট
- 13 বাটন (Button) এর মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট
- 14 মিনিমাম ম্যানুফাকচারিং রিকোয়ারমেন্ট – প্রেস বাটন / আইলেট (Press button/Eyelet)
- 15 মিনিমাম ম্যানুফাকচারিং রিকোয়ারমেন্ট- প্রেস বাটন এবং আইলেট সংযুক্তকরণ
- 16 জিন্সের বাটন (Jeans button/rivet)
- 17 মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট – জিন্সের বাটন এবং রিভেট সংযুক্তকরণ
- 18 হুক এবং বার / আই (Hook & bar/eye) এর মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট
- 19 টাচ এবং ক্লোজ ফাস্টনেস (ভেলকো) (Touch and close fasteners (Velcro)
- 20 জিপার (Zipper)
- 21 ইলাস্টিক (Elastic)
- 22 Shoulder pad/ sleeve head roller
- 23 কলার (Collar)
- 24 প্লাকেট (Placket)
- 25 ডার্ট (Dart)
- 26 পকেট (Pocket) এর মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট
- 27 হেম (Hem)
- 28 পিন্ট (Print)
- 29 এম্বোয়ডারি (Embroidery/application)
- 30 বীডিং / সিকুইন (Beading/sequin)
- 31 অতিরিক সংযুক্তকরণ এক্সেসরিজ (Additional accessories)
- 32 হ্যাঙ্গার লুপ (Hanger loop)
- 33 ট্রিমিং (Trimming)
- 34 প্রেসিং (Pressing) এর মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট গুলি
- 35 Packing এর মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট
ফেব্রিক প্যানেল (Fabric Panels)
ফেব্রিক প্যানেল এর এম.এম.আর. | MMR of Fabric Panels |
প্রোডাকশন/ ব্যবহার/ ট্রিটমেন্ট এবং ওয়াশ এর উপযোগী হতে হবে। | Be suitable for the product/ intended use/ treatment and wash |
ওজন/ প্রশস্ত/ কন্সট্রাকশন/ ফাইবার কম্পোজিশন গুরুত্বসহ অর্ডার স্পেসিফিকেশন অনুসরণ করতে হবে। | Follow order specification with respect to weight/ width/ construction/ fiber composition/ |
ডিজাইন/ কালার এবং হ্যান্ড ফিল | Design/ color and hand feel |
ফিউজিং / ইন্টারলাইনিং (Fusing/Interlining)
ফিউজিং / ইন্টারলাইনিং এর এম এম আর | MMR of Fusing/Interlining |
ফিউজিং টি) মেটেরিয়্যাল / পণ্য / ব্যবস্থা এবং ওয়াসের জন্য উপযুক্ত হতে হবে। | Be suitable for the material/product/treatment and wash |
ফিউজিং টি) পণ্য ডিসকালার হতে পারবেনা। | Not discolor the product |
ফিউজিং টি) যথাযথ ভাবে ফিউজড হতে হবে, স্মুথ এপিয়ারেন্স থাকবে, ওয়াস অথবা ড্রাই ক্লীন এর পর রিংক্যাল/বাবল হতে পারবে না। | Be properly fused, have smooth appearance, be without wrinkles/ bubbles, also after wash or dry clean |
ফিউজিং টি) কাটিং এর পূর্বে শ্রিনকেইজ টেস্টে পাস হতে হবে। | Pass shrinkage test before cutting |
ফিউজিং টি) কাটিং এর পূর্বে শ্রিনকেইজ টেস্টে পাস হতে হবে। | Pass bond strength test before and after wash |
ফিউজিং টি) ওয়াসের পূর্বে ও পরে আঠালো ভাব দৃশ্যমান থাকবে না। | Have no visible glue on right side of the material, neither before or after wash |
https://garmentshiksha.com/what-is-the-difference-between-mr-mmr/
লাইনিং (Lining)
লাইনিং এর এম এম আর | MMR of Lining |
মেটেরিয়্যাল / পণ্য / ব্যবস্থা এবং ওয়াসের জন্য অবশ্যই উপযুক্ত লাইনিং ব্যবহার করতে হবে। | use a suitable quality for the material/ product/ treatment and wash |
যখন পড়িধান করবে তখন অবশ্যই সঠিক সাইজ এবং আকৃতি থাকতে হবে। | have correct size and shape when wearing/ using |
মেচিং কালার রাখতে হবে যদি আর কোন নির্দেশনা দেওয়া না থাকে। | have matching COLOR, |
মেটিরিয়্যাল/ প্রডাক্ট এর সীম স্লীপেজ এড়ানোর জন্য সীম এলাউন্সের উপর ভিত্তি করে অবশ্যই সঠিক উইথ থাকতে হবে। | have correct width on seam allowance based on material /product, to avoid seam slippage |
অবশ্যই সঠিকভাবে এটাচ করতে হবে। | be properly attached |
যখন লাইনিং পুরোপুরি লাগানো হবেনা অথবা সুরক্ষিত থাকবে না তখন অবশ্যই ওভার লক করতে হবে। উদাহরণ সরূপ: আর্মহোল একটি টেপ দিয়ে বাইন্ডিং করতে হবে এবং নড়াচরা জন্য যথাযত স্পেস থাকতে হবে। | have over lock when the lining is not fully attached or secured with e.g. binding be attached with a tape in the armhole and allow enough space to move |
প্যাডিং (Padding/ Filling) এর এম এম আর গুলি
প্যাডিং এর এম এম আর | MMR of Padding/ Filling |
ব্যবহার/ পণ্য/ ট্রিটমেন্ট এবং ওয়াসের জন্য অবশ্যই উপযুক্ত এবং টেকশই পেডিং/ফিলিং ব্যবহার করতে হবে। | be suitable and durable for intended use/ product/ treatment and wash |
গন্ধ থেকে অবশ্যই পরিষ্কার এবং মুক্ত থাকতে হবে। | be clean and free from smell |
অবশ্যই হলুদ প্রতিরোধী হতে হবে এবং পণ্য ডিসকালার হতে পারবেনা। | be resistant to yellowing and must not discolor the product |
কোয়ালিটি/ ওজন/ কম্পোজিশন/ব্লেন্ড/ কালার/ ট্রিটমেন্ট এবং হ্যান্ড ফিল এর জন্য দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে। | follow instruction given for quality/ weight/ composition/ blend/ color/ treatment and hand feel |
যখন চেম্বার/ পকেট/ টানেল-এ পেডিং এর প্রয়োজন মনে হয় তখন অবশ্যই সঠিক থিকনেস/প্রস্ত/ডেনসিটি এবং সিস্থিতিস্থাপক/বাউন্স বেক (ইলাস্টিসিটি) থাকতে হবে। | have correct thickness/ width/ density and resilience/ bounce back (elasticity) when needed be filled in chambers/ pockets/ tunnels |
পণ্যের সাইজ এবং প্রকৃত অংশের জন্য ফিলিং/পেডিং এর অবশ্যই ওজন থাকতে হবে। | have the weight of filling/ padding adjusted to the size and actual part of the product |
পণ্য অথবা পকেট/ চ্যানেলে অবশ্যই সমান ভাবে ডিস্ট্রিবুয়েট করতে হবে | be evenly distributed in the product and/ or in the pockets/ channels |
পেডিং অবশ্যই সঠিক ভাকে জুড়তে হবে। | be properly attached (padding) |
যখন পণ্যের ভেতরে/বাইরে পিলিং/পেডিং প্রতিরোধের প্রয়োজন হয় তখন অবশ্যই সঠিক কোটিং অথবা ননওভেন/ওভেন লেয়ার দিতে হবে। | use correct coating or nonwoven/ woven layer when needed, to prevent filling/ padding from being exposed on the inner/outer side of the product |
যখন পণ্য পরিধান/ব্যবহারের হবে তখন অবশ্যই উপযুক্ত সাইজ এবং শেইপ থাকতে হবে। | have suitable size and shape when wearing/ using the product |
সুতা (Thread)
সুতা / থ্রেড এর এম এম আর | MMR of Thread |
(সুতা টি) মেটেরিয়্যাল / পণ্য / লাইনিং এবং একসেসোরিস এর জন্য উপযুক্ত হতে হবে। | Be suitable for the material/ product/ lining and accessories |
(সুতা টি) ট্রিটমেন্ট এবং ওয়াসের পরও ঠিক থাকতে হবে। | be ok after treatments and wash |
(সুতা টি) ফেব্রিকের সাথে মেচ করার সময় কখনো হালকা শেইড হতে পারবেনা, যদি আর ইন্সট্রাকশন দেয়া না থাকে। | When matching to fabric, never be in lighter shade, if no other instruction has been given |
মেটিরিয়্যাল এবং স্টিচিং টাইপ এর সাথে এডজাস্ট হওয়ার জন্য সুতাটির ব্রেকিং স্ট্রেন্থ এবং ইলাস্টিসিটি থাকতে হবে। | Have breaking strength and elasticity adjusted to material and stitching type |
স্টিচ টাইপ অনুযায়ী একটি মানসম্মত সুতা ব্যবহার করতে হবে । | Use a quality suitable for the type of stitching used |
(সুতা টি) সংকোচণ বা কালার ফাস্ট রোধোক এবং উপযুক্ত থিকনেস থাকতে হবে। | be shrink resistant/ color fast and have suitable thickness |
সচ্ছ আঁশের একক সুতা হতে পারবে না। | Never be transparent filament single thread |
সিম কন্ট্রাক্টশন (Seam construction)
সিম কন্ট্রক্ট্রাকশন এর এম এম আর | MMR of Seam construction |
মেটিরিয়্যাল এবং পণ্যের জন্য সঠিক নিডেল ব্যবহার করতে হবে, উদাহরণ সরূপ নিটের ক্ষেত্রে গোলাকার মাথার নিডেল। | Use correct needle for the material/ product, e.g. rounded top of needle on knits |
ফেব্রিক ডেমেইজ এড়ানোর জন্য ভোঁতা নিডেল ব্যবহার করা যাবে না। | Not use needles with blunt point, this to avoid fabric damage |
স্টীচ ডেনসিটি প্রতি সিএম– এ ৪–৫ এবং প্রতি ইঞ্চি–তে ১০–১২.৫ হবে, কিন্তু অবশ্যই বিশেষ পণ্য এবং সুতা জন্য উপযুক্ত হতে হবে। | Stitch density should generally be 4 -5 stitches/ cm, 10 – 12.5 stitches/ inch but must be suitable for the specific product and thread |
সকল উন্মুক্ত সীম অবশ্যই ওভার–লক অথবা বাইন্ডিং/টেপ দিয়ে ঢাকা থাকবে, যদি অন্য কোন ইন্সট্রাকশন না থাকে। | All exposed seams must be over-locked or covered with binding/ tape, if no other instructions have been given |
প্রডাক্ট কোয়ালিটির জন্য সীম মেচিং– এ স্থিতিস্থাপকতা/ ইলাস্টিসিটি থাকতে হবে। | Have elasticity on seams matching to the product’s quality |
মেটিরিয়্যাল/প্রডাক্ট এর সাথে মেচিং করে উপযুক্ত সুতার টেনশন/ইলাস্টিসিটি ব্যবহার করতে হবে। | Use suitable thread tension/ elasticity matching to the material/ product |
স্টীচে একটি মসৃণ এবং সমান দৈর্ঘ থাকবে। | Have an even and equal length on stitches |
৪ টি সুতা বিশিষ্ট ওভার লক ব্যবহার করা হয়। | Use 4 thread over lock |
ওভার লকের পরে একটি সমান সীম এলাওন্স, কমপক্ষে ৭ মিলি. এলাওন্স থাকবে।
একচুয়্যাল মেটিরিয়্যাল এর জন্য অবশ্যই উপযুক্ত প্রসস্ত বিশিষ্ট সীম এলাওন্স থাকতে হবে, উদাহরণ সরূপ কিছু হেভী নীট স্থিতিশীল রাখার জন্য ব্যাপক স্তর সীম এলাওন্স প্রয়োজন হয়। |
Have an even seam allowance, minimum 7 mm wide, after over locking.
Width on seam allowance must be suitable for the actual material, e.g. some heavy knits need wider seam allowance to keep stable. |
পাকারিং/ স্ট্রীচ আউট সীম থাকবেনা, যদি আর কোন নির্দেশনা দেওয়া না থাকে। | Have on puckering/ stretched out seams, if no other instructions has been given |
দৃশ্যমান স্থানে জয়েন্ট স্টীচ হবেনা। | Not have joint stitches at visible areas |
সোলডারে সীমে টেপ বা রেইনপ্রচমেন্ট থাকবে। | Have tape/ reinforcement at shoulder seams |
নেক মিনিমাম মেজারমেন্ট এর সাথে সংগত হওয়ার জন্য, অবশ্যই যথেষ্ট প্রসস্ত হতে হবে। | Must be stretchable enough to meet minimum extended neck measurement |
২– সুতা বিশিষ্ট টপ স্টীচ অবশ্যই ২–নিডেল বিশিষ্ট মেশিন দ্বারা হবে, যদি আর কোন নির্দেশনা দেওয়া না থাকে। | 2 – Needle top stitches should be made by 2-needle machine, if no other instructions have been given. |
লিঙ্কিং নিটের ক্ষেত্রে (Linking, on knit)
লিঙ্কিং নিটের ক্ষেত্রে এর এম এম আর | MMR of Linking, on knit |
সকল লুপ নিরাপদ তা নিশ্চিত করার জন্য রিব লিনকিং করা পর অবশ্যই স্ট্রেচ করতে হবে। | stretch all ribs after linking, to make sure all loops are secured |
থ্রেড/ইয়ার্ন-এ নিটেড পেনেল/পণ্যের মতই ইলাস্টিসিট আছে তা নিশ্চিত করা জন্য অবশ্যই সীম স্ট্রেচ করে দেখতে হবে। | stretch the seams, to make sure the thread/ yarn have the same elasticity as the knitted panel/ product |
সকল লিনকিং লুপস-এর শেষ অংশ নিরাপদ এবং ঢাকা অবশ্যই নিশ্চিত করতে হবে। | make sure the linking loops at all ends are secured and covered on the inside |
নিটের জন্য চেইন স্টিচ এবং হ্যান্ড স্টিচ (Chain stitch and hand stitch, on knit)
চেইন স্টিচ এবং হ্যান্ড স্টিচ এর এম এম আর | MMR of Chain stitch and hand stitch, on knit |
নিটেড পেনেল/পণ্য এর মতই থ্রেড/ইয়ার্ন-এ একইরকম ইলাস্টিসিট আছে তা নিশ্চিত করা জন্য অবশ্যই সীম স্ট্রেচ করতে হবে। | stretch the seams, to make sure that the thread/ yarn have the same elasticity as the product/ knitted panels |
অবশ্যই নিশ্চিত করতে হবে যে, সীমের শেষ অংশ নিরাপদ এবং ঢাকা আছে। | make sure that seam ends are secured and covered on the inside |
রিব (Rib) এর এম এম আর গুলি
রিব এর এম এম আর | MMR of Rib |
অবশ্যই মেটিরিয়্যাল/ পণ্য/ ট্রিটমেন্ট এর উপযোগী হতে হবে। | be suitable for the material/ product/ treatment |
অবশ্যই সঠিক ডিজাইন/ কোয়ালিটি/ দৈর্ঘ্য/ প্রসস্ত এবং ইলাস্টিসিটি থাকতে হবে। | be correct in design/ quality/ length/ width and elasticity |
পণ্য কোয়ালিটি সম্পন্ন হওয়ার জন্য (রিব টির) অবশ্যই ভাল টেনশন/ইলাস্টিসিটি থাকতে হবে। | have good tension/elasticity to fit the quality of the product |
অবশ্যই ভাল রিকভারী থাকতে হবে। | have good recovery |
প্রডাক্টশনের পূর্বে অবশ্যই ২৪ ঘন্টা রিলেক্স করতে হবে। | be relaxed at least 24 hours prior to production |
পণ্য ওয়াস এবং পরিধানের উপযোগী হতে হবে। | must withstand product’s wash and wear |
লেবেলস (Labels) মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট গুলি
লেবেলস এর এম এম আর | MMR of Labels |
ওয়াস অথবা ট্রিটমেন্টের পর কালার পরিবর্তন এবং লেখা আনরীডেবল হতে পারবেনা। | not change COLOR and have readable text after wash or other treatments |
যদি ওয়াস অথবা ট্রিটমেন্টের পর লেবেল ক্রস স্ট্যানিং, রং-এর বিবর্তণ অথবা ডেমেইজ হওয়ার ঝুঁকি থাকলে পতিরোধী ব্যবস্থা নিতে হবে :
|
if there is a risk for cross staining, discoloration or damage of the label,
after wash or treatments, this should be prevented by either;
|
বেবী এবং চিলড্রেন গার্মেন্টসে লেবেলের স্পষ্টতার জন্য অবশ্যই কটন নেক লেবেল ব্যবহার । | Cotton neck label on Baby & Children garments must be sewing on with no possibility of label to unravel. |
স্মোক (Smock)
স্মোক এর এম এম আর | MMR of Smock |
(স্মোক) অবশ্যই ব্যবহার/পণ্য/ট্রিটমেন্ট এবং ওয়াসের জন্য উপযোগী হতে হবে। | be suitable and durable for intended use/ product/ treatment and wash |
অবশ্যই ইলাস্টিকের কোয়ালিট সহ সঠিক ডিজাই এবং কোয়ালিটি থাকতে হবে। | be correct in design and quality, including quality on elastics |
ফেব্রিকের পূর্ণ প্রসারণ এবং ভাল রিকভারীর জন্য অবশ্যই প্রসারণপূণ হতে হবে। | stretchable to fabrics full width and have good recovery |
নির্দেশনা অনুযায়ী সঠিক নাম্বারে নিডেল দ্বারা সেলাই করতে হবে। | be stitched with the correct number of needles, according to instructions |
সীমের নিরাপত্তার জন্য অবশ্যই ইলাস্টিক থ্রেড থাকতে হবে। | have elastic threads secured at the seams |
মেটিরিয়্যালে নিডেলের হোল থেকে বেরিয়ে যেতে পারবে না। | not leave needle holes in the material |
বডির সামনে ও পিছনে উভয় পাশের ইলাস্টিকে ব্রোকেন/ আনইভেন স্টিচ অথবা লুজনেস হতে পারবে না। | have no broken/ uneven stitches or loose part of elastics, neither on front or backside |
বডির সামনে এবং পিছনে উভয় পাশে সমান এবং পরিষ্কার থাকতে হবে। | be even and clean on front and back side |
পণ্যের ভিতরে সফট হ্যান্ড ফিল থাকতে হবে। | have soft hand feel on the inside of the product |
বাটন হোল (Button hole) এর মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট
বাটন হোল এর এম এম আর | MMR of Button hole |
(বাটন হোল) ফেব্রিক ও পণ্য এবং ওয়াসের উপযোগী হতে হবে। | be suitable for the type of fabric/product/wash |
ফেব্রিক/ টপ স্টিচের সাথে কালার মেচ করে থ্রেড ব্যবহার করতে হবে। যদি আর কোন নির্দেশনা দেওয়া না থাকে। | have matching thread COLOR with fabric/top stitches, if no other instruction has been given |
ওর্ডারের নির্দেশনা অনুযায়ী সুইং এবং প্লেসমেন্ট করতে হবে। | be sewing/placed according to the order instructions |
অবশ্যই সুইং-এর পর্যাপ্ত ঘনত্ব থাকতে হবে। | be sewing with sufficient density |
স্টিচ অবশ্যই কমপক্ষে ২ লেয়ার ফেব্রিকে উপর করতে হবে। উদাহরণ সরূপ থিন্ক, সিল্ক, ডিলিকেট, ওপেন ওয়েব এই ধরণের ফেব্রিকের ক্ষেত্রে ফিউজিং ব্যবহার করতে হবে। মাঝে মাঝে যথাযত হওয়ার জন্য ফিউজিং-এর পরিবর্তে মূল ফেব্রিক থেকে একটি লেয়ার বেশি দিতে হবে | Be stitched through minimum 2 layers of fabric and if needed (e.g. thin, silky, delicate, open weave fabrics) with suitable fusing. One more layer from main fabric is sometimes enough instead of fusing. Wearing test must be done if sensitive fabrics! |
শিুদ্ধ এবং সুন্দরভাবে বাটন লাগাতে সহজ হওয়ার জন্য বাটনহোল সঠিক মাপের করতে হবে। | have the right size allow ease of buttoning be clean and nice |
বাটনহোলের চারপাশে পুনঃ সেলাই করার পূর্বে বাটন গাইড লাইন দেখতে হবে। | recommended to pre-stitch around buttonhole before sewing, see Button Guideline |
বাটন (Button) এর মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট
বাটন এর এম এম আর | MMR of Button |
সেলাই অবশ্যই কমপক্ষে ২ লেয়ার ফেব্রিকে উপর করতে হবে।
উদাহরণ সরূপ থিন্ক, সিল্ক, ডিলিকেট, ওপেন ওয়েব এই ধরণের ফেব্রিকের ক্ষেত্রে ফিউজিং ব্যবহার করতে হবে। মাঝে মাঝে যথাযত হওয়ার জন্য ফিউজিং-এর পরিবর্তে মূল ফেব্রিক থেকে একটি লেয়ার বেশি দিতে হবে কিন্তু যদি সেনসিটিভ ফেব্রিক হলে অবশ্যই গার্মেন্টসটা পরে পরীক্ষা করতে হবে। |
be sewing on minimum 2 layers of fabrics, and if needed
(e.g. thin, silky, delicate, open weave fabrics) with suitable fusing One more layer from main fabric is sometimes enough instead of fusing, but wearing test must be done if sensitive fabrics! |
বাটনের সাইজ এবং সুতার থিকনেসের উপর ভিত্তি করে ২- ছিদ্র বিশিষ্ট বাটনের জন্য ১০-১৪ স্টিচ দিয়ে করতে হবে।
উদাহরণঃ
|
10-14 stitches for 2-hole button depending on size of button and thickness of thread. Example: |
-
- adult garments: 10 for normal button, 14 for big button
- Baby & Children garments buttons must withstand 90 N
মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট এ বাটনের সাইজ এবং সুতার থিকনেসের উপর ভিত্তি করে ২- ছিদ্র বিশিষ্ট বাটনের জন্য ৭-১০ দিগুণ স্টিচ দিয়ে করতে হবে।
উদাহরণঃ
- প্রপ্ত বয়স্কো পোশাকের ক্ষেত্রে: সাধারণ বাটনের জন্য ৭+৭ এবং বিগ বাটনের জন্য ১০+১০ স্টিচ।
- বেবী এবং চিলড্রেন পোশাকের ক্ষেত্রে পুল টেস্ট অবশ্যই ৯০ নিউটন থাকতে হবে
7-10 stitches x 2 for 2-hole button depending on size of button and thickness of thread.
Example:
-
- adult garments: 7+7 for normal button, 10+10 for big button
- Baby & Children garments buttons must withstand 90 N
নিন্মলিখিত পোশাক গুলো অবশ্যই পলি/পলি কোর স্পান সুতা দিয়ে বাটন লাগাতে হবে।
- আওটার গার্মেন্টস
- সকল পোশাকের ক্ষেত্রে দাতব এবং ভারী বাটন লাগাতে হবে, যদি নির্দিষ্ট কোন রিকোয়ারমেন্ট দেওয়া না থাকে। যেমন- ডাইং গার্মেন্ট ইত্যাদি।
be sewing with poly/poly core spun yarn on
-
- outerwear garments,
- Metal- and heavy buttons on all garments. (if no specific requirement due to e.g. garment dying etc).
পলি কোর স্পান সুতা ব্যবহার বাঞ্চনীয়, কন্তিু ৩ প্লাই থ্রডে সুতা ও গ্রহণযোগ্য।
All other garment types: poly/poly core spun yarn is strongly recommended, but 3 ply thread is also accepted
মেশিন দ্বারা সেলাই করা হলে অবশ্যই লক স্টিচ মেশিন দ্বারা সেলাই করতে হবে। যদি আর কোন নির্দেশনা দেয়া না থাকে।
when machine stitched, always be attached with lock-stitch machine, if no other instruction has been given
যদি হাতে সেলাই হয় অবশ্যই নিরাপত্তা জনক ভাবে ডাবল সুতা দিয়ে ৪স্টিচ সেলাই করতে হবে।
অবশেষে ৩ স্টিচ সহ পেঁচিয়ে একটি গিঁট দিতে হবে।
when hand sewing, always be securely stitched on with minimum 4 stitches,
with double thread, and finally fastened with 3 stitches and a knotœ
ব্যাক বাটন র্সবদা ২ লয়োর ফব্রেকিরে উপর লক স্টচি মশেনি দয়িে লাগাতে হব।
যদি লক স্টচি মশেনি দ্বার লাগানো সম্ভব না হয়
সে ক্ষেত্রেে সলোই-এর পর অবশ্যই হ্যান্ড নডিলে দয়িে নরিাপদ জনকভাবে সলোই করে দতিে হব।
বাটনের ধরণ/সাইজরে উপ ভত্তিি করে ব্যাক বাটনরে চারদকিে একটি র্যাপিং দিয়ে করে দতিে হব।
When shank button, always be attached through minimum 2 layers of fabric on lock-stitch machine.
If not possible with lockstitch machine it must be secured by hand after machine sewing.
Depending on the type/size of the button, metal or heavy buttons must be secured with a wrapping around the shank
বাটন এবং ব্যাক বাটনের সকল আনকাট থ্রেড অবশ্যই যত্নসহকারে কেটে দিতে হবে। ৩-৫ মিলি সুতা গ্রহণযগ্য।
all uncut threads on the buttons and shanks must be carefully trimmed, 3-5 mm is accepted
অবশ্যই ফেব্রি/পণ্য এবং ওয়াসের উপযোগী হতে হবে।
be suitable for fabric/product/wash
স্থাপন এবং সেলাই অবশ্যই নির্দেশনা অনুযায়ী হতে হবে।
be sewing on/placed according to the order instructions
বাটনের শেষ প্রন্ত ধারাল থাকতে পারবেনা।
Have no sharp edges.
অবশ্যই কালার ফাস্ট হতে হবে।
be color fast
এম এম আর প্রেস বাটন / আইলেট এর | MMR of Press button/eyelet |
(প্রেস বাটন/আইলেট) অবশ্যই ফেব্রিক/পণ্য/ট্রিটমেন্ট এবং ওয়াসের উপযোগী হতে হবে। | be suitable for the fabric/ product/ treatment and wash |
অবশ্যই নির্দেশনা অনুযায়ী সঠিক স্থানে স্থাপন করতে হবে। | be correctly positioned, according to instructions |
অবশ্যই দুই লেয়ার ফেব্রিকের সমান বা ফেব্রিক+ইন্টারফেচিং দ্বারা নিরাপদ জনকভাবে লাগাতে হবে। | be securely attached through minimum two even layers of fabric/ fabric + interfacing |
অবশ্যই কালার ফাস্ট হতে হবে। | be color fast |
বাটনের শেষ প্রান্ত ধারাল থাকতে পারবেনা। | have no sharp edges |
মিনিমাম ম্যানুফাকচারিং রিকোয়ারমেন্ট- প্রেস বাটন এবং আইলেট সংযুক্তকরণ
এম এম আর প্রেস বাটন ও আইলেট সংযুক্ত এর | MMR of Attachment of press buttons and eyelets |
প্রেস বাটন এবং আইলেট অবশ্যই সঠিক ভাবে লাগতে হবে, টাইট হতে পারবেনা এবং লুজও হতে পারবেনা। | Press buttons and eyelets MUST be correctly attached, not too tight and not too loose. |
ফেব্রিকের যেখানে প্রেস বাটন প্রয়োগ করা হবে সেখানে অবশ্যই যথাযত শক্ত/থিকনেস থাকতে হবে।
ক্ষতি অথবা সং¯্র হতে ফেব্রিককে রক্ষা করার জন্য যখন ডাবল লেয়ার এবং ওভেন ইন্টারফেচিং-এর প্রয়োজন হলে তা দিতে হবে। |
Fabric, where press button will be applied, MUST be strong/thick enough.
Double layers and woven interfacing MUST be used whenever needed to prevent press buttons and eyelets from destroying the fabric or from coming off. |
প্রেস বাটনের ত্রæটি ও সং¯্র এড়ানোর জন্য ফেব্রিকের যেখানে প্রেস বাটন প্রয়োগ করা হবে সেখানে অবশ্যই অভিন্ন থিকনেস থাকতে হবে। | Fabric where a press button or an eyelet is applied
must have uniform thickness to prevent the coming off or malfunction of the press buttons. |
এম এম আর জিন্সের বাটন / রিভেট এর | MMR of Jeans button/rivet |
জিনস বাটন বা রিভীট অবশ্যই ফেব্রিক/পণ/ট্রিটমেন্ট এবং ওয়াসের উপযোগী হতে হবে। | be suitable for the fabric/ product/ treatment and wash |
ওর্ডারশীটের বিবরণী অনুযায়ী অবশ্যই সঠিক স্থানের স্থাপন করতে হবে। | be correctly positioned, according to the order specification |
কমপক্ষে দুই লেয়ারের ফেব্রিকের সমান বা ফেব্রিক ও ইন্টাফেচিং-এর উপর নিরাপদ জনক ভাবে লাগাতে হবে। | be securely attached through minimum two even layers of fabric/ fabric + interfacing |
কালার ফাস্ট থাকতে হবে। | be COLOR fast |
বাটনের শেষের অংশ ধারাল হতে পারবে না। | have no sharp edges |
মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট – জিন্সের বাটন এবং রিভেট সংযুক্তকরণ
এম এম আর জিন্সের বাটন এবং রিভেট সংযুক্তকরণ এর | MMR of Attachment of jeans buttons and rivets |
জীন্স বাটন এবং রিভীট লাগানোর জন্য ফেব্রিক অবশ্যই স্ট্রং/ পর্যাপ্ত থিকনেস থাকতে হবে।
ক্ষতি অথবা সং¯্র হতে ফেব্রিককে রক্ষা করার জন্য প্রয়োজনে ডাবল লেয়ার এবং ইন্টারফেচিং অথবা প্লাস্টিক ওয়াসার ব্যবহার করতে হবে। |
Fabric MUST be strong/thick enough for the jeans buttons and rivets.
Double layers, interfacing and/or plastic washer MUST be used whenever needed to prevent buttons from destroying the fabric or coming-off. |
বাটন এবং রিভীট গুলো অবশ্যই সঠিকভাবে লাগাতে হবে। খুব টাইট এবং খুব লুজ হতে পারবে না। | Buttons and rivets MUST be correctly attached, not too tight and not too loose. |
ত্রæটি ও সং¯্র এড়ানোর জন্য ফেব্রিকের যেখানে জীন্স বাটন অথবা রিভীট প্রয়োগ করা হবে সেখানে অবশ্যই অভিন্ন থিকনেস থাকতে হবে। | Fabric where a jeans button or rivet is applied must have uniform thickness to prevent the coming off or malfunction. |
হুক এবং বার / আই (Hook & bar/eye) এর মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট
হুক এবং বার / আই এর এম এম আর | MMR of Hook & bar/eye |
হুক এবং বার/আই অবশ্যই ফেব্রিক/পণ/ট্রিটমেন্ট এবং ওয়াসের উপযোগী হতে হবে। | be suitable for the material/ product/ treatment and wash |
ফেব্রিকের ব্রোকেন বা পাকারিং এড়ানোর জন্য ফেব্রিকের অবশ্যই ইন্টারফেচিং/রেইনফোরমেন্ট থাকতে হবে। | have interfacing/ reinforcement to avoid broken or puckering fabric |
অবশ্যই সঠিকভাবে স্থাপন করতে হবে। | be correctly positioned |
অবশ্যই কালার ফাস্ট হতে হবে। | be COLOR fast |
শেষ অংশ ধারালো থাকতে পারবে না। | have no sharp edges |
অবশ্যই নিরাপদ জনকভাবে লাগানো থাকতে হবে। | be securely fastened |
যদি হতের তৈরি হয়, অবশ্যই পর্যাপ্ত শক্ত ও নিরাপদ জনক ভাবে লাগাতে হবে এবং সর্বশেষে সুতা কেটে দিতে হবে। | if handmade, be strong enough and have secured and trimmed thread ends |
টাচ এবং ক্লোজ ফাস্টনেস (ভেলকো) (Touch and close fasteners (Velcro)
টাচ এবং ক্লোজ ফাস্টনেস (ভেলকো) এর এম এম আর | MMR of Touch and close fasteners (Velcro) |
টাচ এবং ক্লোজ ফাস্টনার (ভেলক্রো) এর অবশ্যই মেটিরিয়্যাল/ পণ্য এবং ট্রিটমেন্টের উপযোগী হতে হবে। | be suitable for the material/ product/ treatment |
নির্দেশনা অনুযায়ী অবশ্যই সঠিক সাইজ এবং কোলিটির হতে হবে। | be in correct size/ quality, according to instructions |
শেষ অংশ ধারালো থাকতে পারবে না। | have no sharp edges |
অবশ্যই সঠিকভাবে স্থাপন এবং পরিপূর্ণভাবে অধিক্রমণ করতে হবে। | be correctly positioned and completely overlapping |
পরিধান এবং ওয়াসে ক্ষতি পতিরোধোক হতে হবে। | withstand products wear and wash |
জিপার (Zipper)
জিপার এর এম এম আর | MMR of Zipper |
জিপর অবশ্যই পণ্য/মেটিরিয়্যাল/ট্রিটমেন্ট এবং ওয়াসের উপযোগী হতে হবে। | be suitable for the product/ material/ treatment and wash |
ওর্ডার শীটের বর্ণনা অনুযায়ী সঠিক লেন্থ/ধরণ/কোয়ালিটি এবং কালারের হতে হবে। | be in correct length/ type/ quality/ COLOR, according to the order specification |
এমন একটি পুলার থাকতে হবে যাতে উপরে এবং নিচের দিকে সহজে টানা যায় এবং সীমের সাথে পরিষ্কারভাবে মিশে থাকে। | have a slider that is easy to pull up and down, and stays clear of seam |
বটম গার্মেন্টসের ক্ষেত্রে অটো লক অথবা লক থাকতে হবে। | have auto lock or semi lock for bottoms |
কর্ড লাগানো কয়েল জিপারে অবশ্যই প্লাস্টিক স্টপার থাকতে হবে। | have plastic stoppers on cord fitted coil zippers |
জিপার লাগানোর সময় ফেব্রিকের ডেমেইজ এবং পাকারিং হওয়া এড়াতে হবে। | avoid fabric damage/ puckering when inserting zip |
নি¤েœ উল্লেখিত ক্ষেত্রে কন্সিল/ইনভিজিবল/হাইডেন জিপার ব্যবহার করা যাবে না:
|
not use a concealed/ invisible/ hidden zipper on:
|
ইলাস্টিক (Elastic)
ইলাস্টিক এর এম এম আর | MMR of Elastic |
ইলাস্টিকটি অবশ্যই পণ্য/মেটিরিয়্যাল/ট্রিটমেন্ট এবং ওয়াসের উপযোগী হতে হবে। | be suitable for the material/ product/ treatment and wash |
অবশ্যই উপযুক্ত ইলিাস্টিসিটি থাকতে হব। | have suitable elasticity |
অবশ্যই ইলাস্টিসিটি অপরিবর্তন শীল কোয়ালিটির হতে হবে। | be in a quality that retains elasticity |
অবশ্যই শ্রিনকেইজ মুক্ত হতে হবে। | be pre shrunk |
প্রডাক্টশনের পূর্বে অবশ্যই ২৪ ঘন্টা রিলেক্স করতে হবে। | be relaxed at least 24 hours prior to production |
প্রয়োজন অনুযায়ী হীট কাটার দিয়ে কাটতে হবে। | have heat cut edges when necessary |
Shoulder pad/ sleeve head roller
সোল্ডার এর মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট | MMR of Shoulder pad/ sleeve head roller |
সোলডার পেড/¯িøভ হীড রোলাার অবশ্যই পণ্য/ট্রিটমেন্ট এবং ওয়াসের উপযোগী হতে হবে। | be suitable for the product/ treatment and wash |
নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে স্থাপন করতে হবে। | be correctly positioned, according to instructions |
নির্দেশনা অনুযায়ী সঠিক সাইজ/শেইপ/গ্রেডিং এবং কোয়ালিটি থাকতে হবে। | have the correct size/ shape/ grading/ quality, according to instructions |
রেখাবিহীন গার্মেন্ট এর উপর সোলডার পেড/¯িøভ হীড রোলাার অবশ্যই ঢাকা থাতে হবে। উদাহরণ সরূপ: শেল ফেব্রিক/ মেটিচং লাইনিং। যদি আর কোন নির্দেশনা দেওয়া নাথাকে। | be covered on unlined garment with e.g. shell fabric/ matching lining, if no other instruction has been given |
কলার (Collar)
কলার এর এম এম আর | MMR of Collar |
মেটিরিয়্যাল/ স্টাইল এবং ইন্সিট্রাকশন উপর ভিত্তি করে কলারের সঠিক পাশে ফিউজিং লাগাতে হবে। | have the fusing attached to the correct side of collar depending on material/ style/ instructions |
প্লাকেট (Placket)
প্লাকেট এর মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট | MMR of Placket |
প্লাকেটে অবশ্যই সঠিকভাবে স্টিচ করতে হবে। | be properly stitched, |
অবশ্যই সোজা এবং সমান হতে হবে। | be straight and even |
নিচের পার্ট অবশ্যই ঢাকা থাকতে হবে। যদি আর কোন নির্দেশনা দেওয়া না থাকে। | cover under part, if no other instruction has been given |
ডার্ট (Dart)
ডার্ট এর এম এম আর | MMR of Dart |
অবশ্যই সঠিক শেইপ থাকতে হবে। | have correct shape |
অবশ্যই সঠিক দৈর্ঘ (লেন্ত) থাকতে হবে। | have correct length |
ডার্ট পয়েন্ট বা শেষভাবে পাকারিং হতে পারবে না। | have no puckering at dart point/ end |
ইন সাইডে সুতা কাটার সময় ডার্ট পয়েন্ট/শেষভাগে ১.৫-২ সিএম. সুতা থাকতে হবে। | have 1.5 – 2 cm of threads left at dart point/ end when trimming the inside |
অবশ্যই নিয়ম নিষ্ঠভাবে স্থাপন করতে হবে, যদি আর কোন নির্দেশনা দেওয়া না থাকে। | be symmetrically placed, if no other instruction has been given |
পকেট (Pocket) এর মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট
পকেট এর এম এম আর | MMR of Pocket |
নির্দেশনা অনুযায়ী সঠিক সাইজ/গ্রেডিং এবং সঠিক প্লেসমেন্ট থাকতে হবে। | have correct size/ grading and placement, according to order instructions |
উপযুক্ত রেইনফ্রচমেন্ট এবং ইলাস্টিসিটি হেভী থ্রেড এবং ওয়াস প্রডাক্ট-এর ক্ষেত্রে গুরুত্ব পুর্ণ | have suitable reinforcement, especially important for heavy treated/ washed products |
পকেট অপেনিং-এ সিকিউরিটি স্টিচ বা বার্টেক থাকতে হবে। | have secure stitches/ bar tacks at openings |
মেটিরিয়্যাল এবং প্রডাক্টের উপযোগী পকেট লাইনিং থাকতে হবে। | have pocket lining suitable for the material/ product |
পকেট ব্যাগে অবশ্যই সঠিক সীম এলাউন্স থাকতে হবে এবং তা ওভার লক/ফ্রেন্চ সীম অথবা বাইন্ডিং দিয়ে ঢাকা থাকতে হবে। | have correct seam allowance and be covered with over-lock/ French seam or binding on the pocket bag |
অবশ্যই নিয়ম নিষ্ঠভাবে স্থাপন করতে হবে, যদি আর কোন নির্দেশনা দেওয়া না থাকে। | be symmetrically placed, if no other instruction has been given |
পকেট ব্যাগ এমনভাবে লাগাতে হবে যা সঠিক স্পেইচ প্রদান হবে যেন ব্যবহারের প্রয়োজন অনুযয়ী নরাচরা করা যায়। উদাহরণ সরূপ: টেপ / স্টিচ। | have pocket bags attached in such way that it is given enough space to move when needed, using e.g. tape/ stitch |
ডেলিভারীর উদ্দেশ্যে অবশ্যই প্রডাক্টের উপর লুজ এবং সহজে অপর সারণের জন্য সিকিউর স্টিচ দিতে হবে। | secure stitch aimed for delivery purpose, must be loose and easy to remove on product |
হেম (Hem)
হেম এর এম এম আর | MMR of Hem |
হেমের উথ অবশ্যই সমান থাকতে হবে। | be even in width |
হেম ইথ ফ্ল্যাট থাকতে হবে, টুস্টিং বা প্লীট হতে পারবে না। | be flat without twisting/ pleats |
প্রডাক্টের খালি অংশের উপর ব্লাইন্ড স্টিচ ভিসিবল হতে পারবে না। | not have visible blind stitches on the product’s face side, if no other instruction has been given |
ওয়াসের পরে পাক খুলে না যাওয়ার জন্য স্টিচ অবশ্যই ২ বা ৩ সিএম ওভারলেপ করতে হবে। | stitching must overlap 2,5 cm to not unravel after wash |
পিন্ট (Print)
প্রিন্ট এর মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট | MMR of Print |
প্রিন্ট অবশ্যই মেটিরয়্যাল/পণ্য এবং ট্রিটমেন্টের উপযোগী হতে হবে। | be suitable for the material/ product/ treatment |
অবশ্যই আর্টওয়ার্ক অনুসরণ করতে হবে। | follow the artwork |
অবশ্যই নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে স্থাপন করতে হবে। | be correctly positioned, according to instructions |
অবশ্যই যথযতভাবে গ্রেডভিত্তিক করতে হবে। | be properly graded |
নির্দেশনা অনুযায়ী সঠিক হ্যান্ড ফিল থাকতে হবে। | have the correct hand feel, according to instructions |
প্রডাক্ত অবশ্যই ওয়াস এবং পরিধানের উপযোগী হতে হবে। | must withstand the products wash and wear |
এম্বোয়ডারি (Embroidery/application)
এম্ব্রয়ডারি মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট | MMR of Embroidery/application |
এব্রোডারি/এপ্লিকেশন অবশ্যই ফেব্রিক/ পণ্য এবং ট্রিটমেন্টের উপযোগী হতে হবে। | be suitable for the fabric/ product/ treatment |
অবশ্যই আর্টওয়ার্ক অনুসরণ করতে হবে। | follow the artwork |
নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে স্থাপন করতে হবে। | be correctly positioned, according to instructions |
অবশ্যই যথযতভাবে গ্রেডভিত্তিক করতে হবে। | be properly graded |
নির্দেশনার উপর ভিত্তি করে বেকসাইড থেকে ফিউজিং তুলে দিতে হবে এবং ফিউজিং-এর একটি পরিষ্কার এইজ লাইন থাকবে। | have fusing removed at backside or have a clean edge on fusing, depending on instructions |
যখন এমব্রোডারি করার হয় সুতা নিরাপদ জনক ভাবে পেঁচিয়ে দিতে হবে এবং বেকসাইডে সুতা কেটে দিতে হবে। | when machine embroidered, have securely fastened threads with lockstitch and threads trimmed at backside |
হ্যান্ড এমব্রোডারি করার হলে সুতা নিরাপদ জনক ভাবে গিঁট দিতে হবে এবং ভিতরের সাইডে সুতা কাটার সময় কমপক্ষে ১সিএম সুতা রাখতে হবে। | when hand embroidered, have securely fastened thread with a knot and at least 1 cm thread left after trimming the inside |
বেক সাইডে সর্বোচ্চ ৩ সিএম ফ্লোটিং (ভাসমান) সুতা থাকবে। | have maximum 3 cm of floating threads on backside |
পণ্য অবশ্যই পরিধান এবং ওয়াসের উপযোগী হতে হবে। | withstand product’s wear and wash |
বীডিং / সিকুইন (Beading/sequin)
বীডিং / সিকুইন এর এম এম আর | MMR of Beading/sequin |
বীডিং/সিকুইন অবশ্যই মেটিরিয়্যাল/ পণ্য এবং ট্রিটমেন্টের উপযোগী হতে হবে। | be suitable for the material/ product/ treatment |
অবশ্যই আর্টওয়ার্ক অনুসরণ করতে হবে। | follow artwork |
এমন নিরাপদ জনক ভাবে লাগাতে হবে যে, যেন ইহা প্রডাক্টের উপর না পরে। | be securely attached so that it does not fall of the product |
নির্দেশনা অনুযায়ী অবশ্যই সঠিক ভাবে স্থাপন করতে হবে। | be correctly positioned, according to instructions |
যদি হাতে লাগানো হয় তবে অবশ্যই প্রতি ২.৫ সিএম/ইঞ্চি পর পর একটি করে গিঁট দিতে হবে। | when attached by hand, be secured with a knot every 2.5 cm/ inch |
স্টিচ অবশ্যই পলি/ পলি কোর ¯œ্যাপ ইয়ার্ন অথবা পলি/ কটন কোর ¯œ্যাপ ইয়ার্ন দ্বার করতে হবে। | be stitched with poly/ poly core spun yarn or poly/ cotton core spun yarn |
শেষের অংশে ধারাল থাকতে পারবে না। | have no sharp edges |
পণ্যে অবশ্যই পরিধান এবং ওয়াসের উপযোগ থাকতে হবে। | withstand the product’s wear and wash |
অতিরিক সংযুক্তকরণ এক্সেসরিজ (Additional accessories)
অতিরিক্ত সংযুক্তকরণ এক্সেসরিজ এর এম এম আর | MMR of Additional accessories |
এডিশনাল এক্সেসোরিজ অবশ্যই মেটিরিয়্যাল/ পণ্য/ ট্রিটমেন্ট এবং ওয়াসের উপযোগী হতে হবে। | be suitable for the material/ product/ treatment and wash |
নির্দেশনা অনুযায়ী অবশ্যই সঠিক ভাবে স্থাপন করতে হবে। | be correctly positioned, according to instructions |
অবশ্যই কালার ফাস্ট থাকতে হবে। | be COLOR fast |
লাগানোর সময় ডেমেইজ হতে পারবে না। | not damage the product when attached |
উদাহরণ সরূপ বেল্ট, ডেকোরেশন ইত্যাদি যদি লুজ থাকে তবে সেক্ষেত্রে একটি পিন ট্যাগ/ স্টিচ দ্বার লাগাতে হবে। | if loose, e.g. belt, decoration, be attached with a pin tag/ stitches |
হ্যাঙ্গার লুপ (Hanger loop)
হ্যাঙ্গার লুপ এর এম এম আর | MMR of Hanger loop |
হ্যাঙ্গার লুপ অবশ্যই ফেব্রিক/ পণ্য এবং ট্রিটমেন্ট উপযোগী হতে হবে। | be suitable for the fabric/ product/ treatment and wash |
নির্দেশনা অনুযায়ী অবশ্যই সঠিক ভাবে স্থাপন করতে হবে। | be correctly attached, according to the instructions |
অবশ্যই কালার ফাস্ট থাকতে হবে। | be COLOR fast |
ট্রিমিং (Trimming)
ট্রিমিং এর মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট | MMR of Trimming |
পণ্যের চুড়ান্ত পর্যায়ে পণ্যের ভিতরে কিংবা বাইরে লুজ থ্রেড বা আনকাট থ্রেড থাকতে পারবে না, সেক্ষেত্রে ৩-৫ মিলি গ্রহণযোগ্য। | have no loose/ uncut threads left on the final product, neither on inside or outside, 3-5 mm is accepted |
প্রেসিং (Pressing) এর মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট গুলি
প্রেসিং এর এম এম আর | MMR of Pressing |
আইরন করার সময় অবশ্যই ভেকুয়াম টেবিল ব্যবহার করতে হবে। | always use vacuum table when ironing |
অবশ্যই আইরন মার্ক হতে পারবে না। | never leave iron marks |
আইন বা প্রেসিং অবশ্যই মেটিরিয়্যাল এবং স্টাইল অনুযায়ী হতে হবে। | iron/ press according to the material/ style |
Packing এর মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট
MMR of Packing | |
পণ্য নাশুকানো পর্যন্ত ফোল্ড বা প্যাক করা যাবে না। | not fold/ pack product until completely dry |
উদাহরণ সরূপ লুজ থ্রেড, সোয়েল/ ডার্ট অথবা ডাস্ট ইত্যাদি পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত পণ্য ফোল্ড বা প্যাক করা যাবে না। | not fold/ pack product until completely free from e.g. loose threads, soil/ dirt, dust |
সর্বদা পণ্য প্যাক করার পূর্বে দেখতে হবে যে, পণ্যের সাধারণ শ্রী ভাল দেখাচ্ছে কিনা। | always look that the general impression of the product is fine before packaging |
বিশেষ ক্ষেত্র (Special factors) এম এম আর বা মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট গুলি
বিশেষ ক্ষেত্র এর এম এম আর | MMR of Special factors |
এইচএন্ডএম- এর পেপার প্যাটার্ন-এ শ্রিনকেইজ অন্তর ভুক্ত থাকে না। | shrinkage is not included in our (H&M) paper patterns |
গার্মেন্ট/প্রডাক্ট ওয়াস আইটেম সহ চুড়ান্ত পণ্য অবশ্যই মেজারমেন্ট লিস্ট এবং অনুমোদিত কাউন্টার সেম্পল অনুযায়ী হতে হবে। | final products, including garment/ product washed items, must be according to measurement list and approved counter sample |
H&M বায়ারের আপডেটেড ২৬ টি MR সেকশন অনুযায়ী সহ আগের সব Min Requirement এক পোস্টে
যদি কোন এম এম আর বা মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট পয়েন্ট বুঝতে অসুবিধা হয় তবে জানাবেন দয়া করে। আল্লাহ হাফেজ।