এই পোস্টে কাটিং এ মার্কার অনুযায়ী ফেব্রিক কাটার পর প্রত্যেকটি কাট প্যানেল কিভাবে নাম্বারিং চেক করা হয় সেই পদ্ধতি বা গার্মেন্টসের কাট প্যানেল নাম্বারিং পদ্ধতি (Garments Cut panel Numbering Procedure) সম্পর্কে বিস্তারিত জানবো।
মুখ্য পয়েন্টগুলি
- 1 কাট প্যানেল নাম্বারিং কি?
- 2 গার্মেন্টস কাট প্যানেল নাম্বারিং এর উদ্দেশ্যঃ (Purpose of Garments Numbering):
- 3 কম্পোনেন্ট নাম্বারিং করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি (Numbering Materials):
- 4 গার্মেন্টস কাট প্যানেল নাম্বারিং পদ্ধতি (Garments Numbering Procedure)
- 5 গার্মেন্টস কাট প্যানেল নাম্বারিং মেশিনের ৮ ডিজিটের সংখ্যাগুলোর বন্টন টেবিলটি নিম্নরুপঃ (number distribution table):
- 6 নাম্বারিং স্টিকার রিমুভ পদ্ধতি / Numbering Sticker Remove System Such as
কাট প্যানেল নাম্বারিং কি?
কম্পোনেন্ট বা প্যানেল নাম্বারিং হচ্ছে কাটিং সেকশনের একটি প্রসেস। মার্কারের পর এই প্রসেসের অবস্থান। এর মাধ্যমে স্প্রেডিং এ মার্কার অনুয়ায়ী ফেব্রিকগুলো কাটার পর প্রত্যেকটি প্যানেলে বা প্রত্যেকটি পার্টসে বা কাপড়ের টুকরোগুলো একটা নির্দিষ্ট সিরিয়াল দিতে হয় যাতে করে পরবর্তীতে সুইং সেকশনে সেই নাম্বারগুলি মিলিয়ে সুইং করে খুব সহজেই একটি পরিপূর্ণ গার্মেন্টস বানানো যায়।
গার্মেন্টস কাট প্যানেল নাম্বারিং এর উদ্দেশ্যঃ (Purpose of Garments Numbering):
গার্মেন্টসে নাম্বারিং করা খুবই গুরুত্বপূর্ণ।
- নাম্বারিং করলে শেড মিলানো সহজ হবে
- সাইজ মিলানোর সহজ হবে
- গার্মেন্টস ট্রেসাবিলিটি সহজ হবে
- মেজারমেন্ট এর ভুল এড়িয়ে চলার জন্য নাম্বার চেক করার সহজ হবে
- সেড অনুযায়ী গার্মেন্টস একত্রে কার্টুনে পলি করা সহজ হবে।
- একটি গার্মেন্টসে একটি কালার এর কাঠ প্যানেলগুলি গুলি একত্রে সংযুক্ত করা নিশ্চিত করা যাবে
- একটি গার্মেন্টসের একটি সাইজের সকল প্যানেল একত্রে সংযুক্ত করা নিশ্চিত করা যাবে।
আরো পড়ুনঃ কোয়ালিটি খারাপ হওয়ার কারণগুলি কি কি
কম্পোনেন্ট নাম্বারিং করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি (Numbering Materials):
এখানে আমরা জানার চেস্টা করবো গার্মেন্টস কাট প্যানেল বা কম্পোনেন্টগুলিতে নাম্বারিং করার জন্যে কি কি লাগে।
১. নাম্বারিং মেশিন
২. নাম্বারিং স্টিকার
নাম্বারিং মেশিন (Numbering Machine)
নাম্বারের মেশিনে কমপক্ষে ৮ (আট) ডিজিটের সংখ্যা সাপোর্টেড হতে হবে। কমপক্ষে ৮টি ডিজিট দিয়ে একত্রে নাম্বারিং করতে পারে এমন সুবিধা যুক্ত নাম্বার মেশিন গার্মেন্টস এর নাম্বারিং করতে ব্যবহার করতে হবে।
নাম্বারিং স্টিকার (Numbering Sticker)
কাট প্যানেল গুলিতে নাম্বারিং করার সময় যে স্টিকার ব্যবহার করা হবে সেটা ফেব্রিক এর ধরন অনুযায়ী বাছাই করে নিতে হবে।
গার্মেন্টস এর স্টিকার পছন্দ করার ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা নিয়ম নেই। তবে স্টাইল এর ধরন অনুযায়ী এবং ফেব্রিকের কনস্ট্রাকশন এর উপর ভিত্তি করে যে ধরনের স্টিকার লাগালে স্টিকার মোটামুটি কার্য সিদ্ধ হওয়া পর্যন্ত লেগে থাকবে সেই বিষয়টি বিবেচনা সাপেক্ষে গার্মেন্টসের স্টিকার পছন্দ করে নিতে হবে প্রত্যেক স্টাইল এর জন্য।
গার্মেন্টস কাট প্যানেল নাম্বারিং পদ্ধতি (Garments Numbering Procedure)
আগেই জানানো হয়েছে নাম্বারিং মেশিনে কমপক্ষে 8 টি ডিজিট সাপোর্টেড হতে হবে।
এই আটটি ডিজিটকে তিনটি অংশে বিভক্ত করতে হবে
নাম্বারিং এর প্রথম দুই ডিজিট (First 2 digits)
প্যানেল নাম্বারিং এর প্রথম 2 ডিজিট হবে ফেব্রিকের কার্ড নাম্বার এর উপর। কাটিংয়ের যখন ফেব্রিক কাটা হচ্ছে তার নাম্বার কত সেই সংখ্যা প্রথম 2 ডিজিট এর মধ্যে কভার করতে হবে।
নাম্বারিং এর মাঝের 3-digit (Middle 3 digits)
প্রথম দুই ডিজিট এরপর যে 3-digit থাকে সেই 3-digit হবে গার্মেন্টস এর সাইজ এর নাম্বার। কত নম্বর সাইজের গার্মেন্টস তৈরি করার জন্য কত নাম্বার সাইজের কাট চ্যানেল প্রস্তুত করা হচ্ছে তা এই 3-digit এর মধ্যে ব্যবহার করতে হবে।
যেমন XXL ,2XL, ইত্যাদি। কিন্তু যদি সাইজ নাম্বার তিন ডিজিটের কম হয় যেমন XL, L,M,S ইত্যাদি হয় তবে প্রথম সংখ্যাটি কে জিরো দিয়ে পরের সংখ্যাটি কে কভার করতে হবে। যদি XL হয় তাহলে নাম্বারিং কবে 0XL এইভাবে।
নাম্বারিং এর শেষ 3-digit (Last 3 digits)
নাম্বারের মেশিনের শেষ 3-digit হবে কাট প্যানেলের সিরিয়াল নাম্বার। কাটপ্যানেলগুলো বান্ডেল করার সময় প্রত্যেকটি কাট প্যানেলকে একটি করে সিরিয়াল দিতে হবে। যেমন প্রথম বান্ডেলে 1 থেকে 10 অর্থাৎ দশটি কাট প্যানেল নিয়ে প্রথম বান্ডেল টি করা হলো। এর পরের টা শুরু হবে 11 থেকে । এইভাবে একই পদ্ধতিতে যতগুলো বান্ডেল হবে প্রত্যেকটি বান্ডেলের সিরিয়াল নাম্বার পর্যাক্রমে বাড়তেই থাকবে এবং সর্বোচ্চ ৯৯৯ পর্যন্ত নাম্বারিং হতে পারে।
গার্মেন্টস কাট প্যানেল নাম্বারিং মেশিনের ৮ ডিজিটের সংখ্যাগুলোর বন্টন টেবিলটি নিম্নরুপঃ (number distribution table):
নম্বর সনাক্তকরণ
(Numbering Identity) |
কাট নম্বর
(Cut No.) |
সাইজ নম্বর
(Size Number) |
সিরিয়াল নম্বর
(Serial No.) |
উদাহরণ (Example) | 05 | XXL | 999 |
ডিজিট বরাদ্ধ (Digits Budget) | 2 Digits | 3 Digits | 3 Digits |
সকল কাট প্যানেলগুলোতে ওই ভাবে একই নিয়মে নাম্বারিং করতে হবে।
নাম্বারিং স্টিকার রিমুভ পদ্ধতি / Numbering Sticker Remove System Such as
- সুপারভাইজার কোন লাইনে সুইং করার আগে নিশ্চিত করবে যে প্রত্যেকটি প্যানেল যথাপোযুক্ত নাম্বারিং দেখে সংগ্রহ করা হয়েছে এবং নাম্বারিং ঠিক আছে
- কোয়ালিটি চেকার নিশ্চিত করবেন যে সঠিক নাম্বার এর প্রডাক্ট সুইং হচ্ছে
- কোয়ালিটি ইন্সপেক্টর নাম্বারিং চেক করার পর নাম্বার স্টিকার তুলে ফেলবে এবং বাকি নাম্বার গুলো রেখে দিবে সে নাম্বার গুলো সহ গার্মেন্টস টি প্যাকিং এর জন্যে চলে যাবে
- প্যাকিং অবস্থানরত কোয়ালিটি পুনরায় নাম্বারিং চেক করবেন।
- একই ব্যাচের একই শেডের নাম্বারিং যুক্ত গার্মেন্টস পলি করার উপযুক্ত আছে চেক হবার পর আরেকটি স্টিকার তুলে ফেলতে হবে
- সবশেষে স্টিকারটি একদম গার্মেন্টস পলি করার আগের মুহূর্তে তুলতে হবে।
গার্মেন্টস নাম্বারিং সংক্রান্ত কোন প্রশ্ন, মতামত বা আরো কোন সংযুক্তি থাকলে নির্দ্বিধায় জানানোর অনুরোধ জানাচ্ছি।
আরো পড়তে পারেনঃ
https://www.garmentsshiksha.com/garments-cncm-control-of-non-conforming-materials/
https://www.garmentsshiksha.com/progressive-bundle-system/
https://www.garmentsshiksha.com/how-to-implement-an-effective-quality-training/
আল্লাহ্ হাফেজ।