গার্মেন্টসের সফল ক্যারিয়ার গঠনের জন্যে কিছু দিক নির্দেশনা
সফল ক্যারিয়ার গঠনের জন্যে নির্দেশনা

ক্যারিয়ার গঠনের জন্য কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন

এখানে শেয়ার করা হয়েছে কিভাবে কাজের পাশাপাশি আরো কিছু গাইডলাইন ফলো করে আপনার ক্যারিয়ারের উন্নতি করতে পারেন, বিশেষ করে গার্মেন্টস কারখানার জন্য। ক্যারিয়ার গঠনের জন্য কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন  বা Career Success Guideline এখানে শেয়ার করেছি।

এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশতে হয়, তাদের সাথে বিভিন্ন কাজ নিয়ে ডিল করতে হয়। গার্মেন্টস কারখানায় অফিস পলিটিক্স অনেক বেশি হয় তাই সব দিক খেয়াল রেখে কথা বলা উচিত। বস হোক বা কলিগ, প্রত্যেককে তার নিজ লেভেল থেকে কথা বলা উচিত।

ভাল ক্যারিয়ার গঠন করার জন্য শুধুমাত্র ভাল কাজ জানা জরুরী নয় । এর  পাশাপাশি আরো কিছু বিষয় খেয়াল রেখে কাজ করলে আমার মনে হয় অফিসে আপনার ক্যারিয়ার গ্রোথের একটা সম্ভাবনা তৈরী হবে।

ভালো ক্যারিয়ার গঠনের জন্যে কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইনঃ

যেকোন অফিসের একজন ভাল কর্মীর জন্য নিচে কিছু গাইডলাইন দেওয়া হলোঃ  such as

  • Be Surprise or Embarrass your Boss
  • আপনার বসকে কখনো লজ্জায় ফেলবেন না
  • Keep your Boss informed.
  • প্রয়োজনীয় বিষয়গুলো অবশ্যই সঠিক সময়ে আপনার বসকে জানাবেন। 
  • Offer Solutions, Not Problem
  • বসের কাছে আপনার সমস্যাগুলো নয় বরং আপনার সমস্যা গুলোর সমাধানের উপায় কি সেটাই অফার করবেন। 
  • Do What he asked and do it well
  • আপনার বস আপনাকে যে কাজটা করতে বলেছেন আপনি সেটাই খুব চমৎকার ভাবে করবেন। 
  • Be Consistent
  • আপনার দৃড়তার গুনাবলি থাকতে হবে। 
  • Know your boss’s agenda- wants, needs & expectations. Make your boss look good. 
  • সবার আগে আপনার বস আপনার কাছে কি চায় বা কি প্রত্যাশা করে সেটা বুঝতে হবে এবং সে অনুপাতে কাজ করতে হবে যেন আপনার বস আপনার জন্য ভাল অনুভব করেন। 
  • Work with, not against, your boss. 
  • বসের সাথেই কাজ করুন , কখনো বসের বিরুদ্ধে গিয়ে কাজ করবেন না। 
  • Support your boss
  • সব সময় আপনার বসকে সাপোর্ট করুন। 
  • Work Hard 
  • কঠোর পরিশ্রম করুন
  • Help your boss manage time. 
  • টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার বসকে সহযোগীতা করুন। 
  • Don’t waste resources. 
  • আপনার প্রতিষ্ঠানের কোন সম্পদ অপচয় বা নষ্ট করবেন না। 
  • Make your boss more efficient & productive. 
  • আপনার বস যেন আরো দক্ষ , আরো প্রোডাক্টিভ হয় সেজন্য আপনার বসকে সহযোগীতা করুন। 
  • Be available. 
  • আপনার বসের কাছে আপনাকে  সব সময় এভেইলেবেল রাখুন, যখনই আপনাকে চাইবে তখনই যেন আপনাকে পায়। 
  • Make yourself indispensable. 
  • আপনি আপনার বসের কাছে আপনাকে একজন অপরিহার্য ও প্রযোজনীয় ব্যক্তি হিসেবে গড়ে তুলুন। 

আরো অনেক বিষয় থাকতে পারে যেটা হয়তো আমি এখানে উল্লেখ করতে পারি নি। আপনি যদি কমেন্ট জানিয়ে দেন তাহলে সেগুলোও জানার একটা সুযোগ তৈরী হতে পারে।

ক্যারিয়ার গঠনের বিষয়ে কোন মতামত থাকলে জানাতে পারেন

আইডিয়া শেয়ারিং পদ্ধতি সম্পর্কে সবকিছু জেনে নিন।

গার্মেন্টসের মডেল লাইন সম্পর্কে সবকিছু এক পোস্টে

আল্লাহ্‌ আপনাকে ভাল রাখুক। আমিন।

Check Also

কোয়ালিটি ৮টি ডায়মেনশন বা কোয়ালিটির মাত্রা

কোয়ালিটি ৮টি ডায়মেনশন সম্পর্কে জেনে নিন

মুখ্য পয়েন্টগুলি1 কোয়ালিটি ৮টি ডায়মেনশন কি?2 গার্মেন্টস কোয়ালিটি ডায়মেনশন হচ্ছে আটটি। Eight dimensions of quality2.1 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *