মডেল লাইন গার্মেন্টসের এর মডেল লাইন বা আদর্শ লাইন হচ্ছে ফ্যাক্টরীর জন্য খুবই ফলপ্রসু একটা প্রজেক্ট। এই পোস্টের মাধ্যমে কিভাবে গার্মেন্টস ফ্যাক্টরিতে মডেল বা সেরা লাইন এ প্রজেক্ট পরিচালনা করা হয় এবং কার কি দায়িত্ব থাকে সে সম্পর্কে বিস্তারিত জানার চেস্টা করবো ইনশাআল্লাহ্।
মডেল লাইনের প্রজেক্টের মানুষজনের কার্যাবলি সম্পর্কে জানতে এক নজরে নিচের ইনডেক্স দেখে নিতে পারেন।
মুখ্য পয়েন্টগুলি
গার্মেন্টসের এর মডেল বা সেরা লাইন কিঃ
Model Line / মডেল লাইন মানে হচ্ছে আদর্শ লাইন সেরা লাইন । কোন একটা লাইনকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে ফ্লোরের সকল লাইন সেই লাইনকে আদর্শ/ স্ট্যান্ডার্ড হিসেবে নেয় এবং সেই লাইনের মত করে বাকী লাইনগুলোকে তৈরী করতে চায়।
মডেল লাইন একটা বিশেষ প্রজেক্ট। একটা ফ্লোরার প্রত্যেকটা লাইন মডেল লাইন হয় না। যদি প্রত্যেকটা লাইন মডেল লাইন হয় তবে ধরে নিতে হবে সেই ফ্যাক্টরি অনেক ভাল মানের ফ্যাক্টরী।
এমনভাবে এই মডেল লাইন ডিজাইন করা হবে যাতে ওই ফ্যাক্টরির সবাই সেই লাইনকে একটা আদর্শ স্ট্যান্ডার্ড ধরে সকল লাইনকে ওই মডেল মনের মত করতে পারে।
মডেল লাইনের সুবিধাসমূহঃ
- ফ্যাক্টরির সকল ডিসিপ্লিন মেইন্টেইন করে একটা লাইন চালানো সম্ভব কি’না সেটা যাচাই করা যায় মডেল লাইনের মাধ্যমে।
- যে লাইনগুলো আছে তার থেকে বেটার কিছু করার জন্য একটা লাইনকে মডেল লাইন হিসেবে সিলেক্ট করা হয় যাতে করে ওই একটা লাইন ফ্যাক্টরির সকল নিয়ম কানুন পালন করে।
- বাকি লাইনগুলো কে ওই মডেল লাইনের মতো করে তৈরি করার চেষ্টা করা হয়।
- মডেল লাইনটা হবে সবচেয়ে স্পেশাল। এই লাইনের প্রত্যেকটা অপারেটর সুপারভাইজার লাইন কিভাবে তাদের সমস্যার সমাধান করে, তাদের উপস্থিতি, তাদের ডিসিপ্লিন মেনটেন করা ইত্যাদি জিনিসগুলো এমন ভাবে মেইনটেইন করা হবে যাতে বাকি সবাই সেই জিনিস গুলো অনুসরন করতে পারে।
- সকল নিয়ম কানুন ডিসিপ্লিন ঠিক রেখে প্রোডাকশন ঠিকমত করা যাচ্ছে কিনা সে ব্যাপারে প্রশিক্ষণ নেওয়ার জন্য মডেল লাইনে এসে দেখে যেতে পারে। যাতে করে তারাও তাদের লাইনে সেই পদ্ধতিগুলো অনুসরণ করতে পারে।
- যেকোন নতুন মেথোড প্রথমে মডেল লাইনে প্রযোগ করে দেখতে হবে যদি তার ইফেক্টিভনেস ভাল হয় তাহলে সেই পদ্ধতি বাকী সব লাইনে প্রয়োজ্য হবে নতুবা সেই মেথোড বাতিল বলে গণ্য হবে।
- সারপ্রাইজিং বায়ার আসলে মডেল লাইনে অডিট করালে সমস্যা পাওয়ার সম্ভাবনা কম থাকে।
যেহেতু এটা মডেল লাইন ; অন্য লাইনগুলোর জন্য আদর্শ লাইন। তাই এই লাইনের প্রতিটি মানুষকে বিশেষ কিছু দায়িত্ব কর্তব্য প্রতিনিয়ত মেনে চলতে হবে।
আরো পড়ুনঃ কোয়ালিটি খারাপ হওয়ার কারণগুলি কি কি
আসুন দেখি মডেল লাইনের সুপারভাইজার, লাইন কোয়ালিটি, অপারেটরের মডেল দায়িত্ব কর্তব্য গুলো কি কি সে সম্পর্কে জেনে নিইঃ
গার্মেন্টসের মডেল লাইন এ সুপারভাইজারের দায়িত্বগুলিঃ such as
- প্রথমে সকল অপারেটর যাতে অনুপস্থিত (Absent) না থাকে তার জন্য বিশেষভাবে অপারেটরদের মোটিভেট করতে হবে। বিশেষ ট্রেনিং দিতে হবে। মোট কথা অপারেটরের এবসেন্টিজম কন্ট্রোল করতে হবে।
আরো পড়ুনঃ এবসেন্ট বা অনুপস্থিতি সমস্যা এবং সমাধান। Absenteeism Problems and Solution - অপারেটর যাতে প্রত্যেকে তাদের কি কি কাজ করতে হবে টার্গেট পূরণ করার জন্য সেটা যাতে তারা ভাল ভাবে বুঝে তা নিশ্চিত করতে হবে।
- টপ ডিফেক্ট ( ৩টা /৫টা ডিফেক্ট) সম্পর্কে লাইন কিউ.এ থেকে দিন শেষে জেনে নিতে হবে যাতে করে পরের দিন সেই অনুপাতে কোয়ালিটি পূর্ণ মর্নিং মিটিং করা যায়।
- অপারেটরের সাথে মর্নিং মিটিং করতে হবে কাজ শুরুর আগে। এখানে তাকে কয়েকটি বিষয় সম্পর্কে বিশেষভাবে বলতে হবে। such as:
- টপ ডিফেক্টগুলো কি কি ছিল?
- কেন সেই প্রসেসগুলিতে টপ ডিফেক্ট ছিল?
- টপ ডিফেক্ট গুলো না হওয়ার জন্য আমরা কি কি করবো?
- আজকের আমাদের লাইনের টার্গেট কত?
- গত কালকে কোন বিশেষ সমস্যার জন্য সবচেয়ে বেশি সময় চলে গেছে।
- প্রত্যেকে তার নিজ নিজ প্রসেস সম্পর্কে ডিফেক্ট মুক্ত কাজ করার জন্য কি কি স্টেপ নিতে হবে।
- ডিসিপ্লিন বজার রাখার ব্যাপারে কথা বলতে হবে।
- কোয়ালিটির সাথে পকেট মিটিং এ যাবে এবং ডিফেক্টের কারণ ব্যাখ্যা করবে ও কারেক্টিভ একশন দিবে।
- অপারেটরকে প্রতি ১ বান্ডেল বা ১০ পিস গার্মেন্টস করার পর ০১ পিছ চেক করার জন্য শিখিয়ে দিতে হবে।
- ক্রিটিক্যাল প্রসেস এবং দুর্বল প্রসেস গুলো ১০০% চেক করতে হবে।
- অপারেটরকে এস.পি.আই. কিভাবে চেক করতে হবে তা শিখিয়ে দিতে হবে।
- প্রত্যেক অপারেটরকে তার প্রসেসের সুতা কেটে দেওয়ার জন্য বাধ্য করতে হবে।
- প্রতি ঘন্টার ডিফেক্ট গার্মেন্টস ঐ ঘণ্টায় সারিয়ে দিতে হবে।
- মিউজিক দেওয়ার আগে সুপারভাইজার অবশ্যই প্রত্যেকটা মেশিন পরিষ্কারের জন্য ফেব্রিক দিয়ে আসবে।
- মেশিন পরিষ্কার করার জন্য মিউজিক দিলে যেন সকল অপারেটর মেশিন পরিষ্কার করতেছে কিনা তা গুরুত্বের সাথে তদারকি করতে হবে।
- লাইনের ডব্লিউ.আই.পি. অতিরিক্ত হতে পারবে না এবং বান্ডেল সিস্টেম অনুসরণ করবে।
- কোন হেলপার প্রোডাকশন ফ্লোরে স্টিকার যাতে না ফেলে তা মনিটরিং করতে হবে।
- প্রতি ঘন্টায় ক্রিটিক্যাল প্রসেস এবং এ্যান্ড টেবিলের ডিফেক্ট জেনে নিবে এবং রিপোর্ট এ সাইন করতে হবে।
- নিডেলের শার্পনেস চেক করার নিয়ম অপারটরকে শিখিয়ে দিতে হবে।
এবার আসুন আরেকজন গুরুত্বপূর্ণ মানুষ এর দায়িত্ব কর্তব্য সম্পর্কে জেনে নিই। উনি হচ্ছে মডেল বা সেরা লাইনের সম্মানিত কিউ.এ.। যিনি মডেল লাইনের কোয়ালিটি নিশ্চিত করার জন্য দায়বদ্ধ।
এবার জানবো মডেল লাইনের লাইন কোয়ালিটির দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে।
গার্মেন্টসের মডেল লাইন এ কিউ.এ এর দায়িত্বগুলি such as:
- অপারেটর প্রতি ১ বান্ডেল বা ১০ পিছ গার্মেন্টস করার পর ১ পিছ চেক করে কিনা তা তদারকি করবে।
- টপ ৩ ডিফেক্ট সম্পর্কে সুপারভাইজারকে জানাবে এবং মর্নিং মিটিং করবেন।
- ক্রিটিক্যাল প্রসেস এবং গতকালের দুবল প্রসেসগুলো ১০০% চেক করতে হবে।
- অপারেটরকে এস.পি.আই কি এবং কিভাবে চেক করতে হয় তা শিখিয়ে দিতে হবে।
- অপারেটরকে তার প্রসেসের সুতা নিজেকেই কেটে দিতে হবে, এই বিষয়ে অপারেটরকে সচেতন করতে হবে।
- প্রতি ঘন্টায় ডিফেক্ট গার্মেন্টস ঐ ঘন্টায় রিপেয়ার করে দেওয়ার জন্য দিতে হবে।
- হেলপার যেন ফ্লোরে স্টিকার না ফেলে নির্ধারিত জায়গায় ফেলে সে বিষয়ে তাদেরকে বুঝিয়ে বলতে হবে।
- মর্নিং মিটিং এ সুপারভাইজারের টপ ডিফেক্টের জন্য রুট কস এবং কারেক্টিভ এ্যাকশন নিতে হবে।
আরো পড়ুনঃ গার্মেন্টস কারখানার মর্নিং মিটিং সম্পর্কে সবকিছু জেনে নিন। - প্রতিটি কোয়ালিটি চেকার বা কোয়ালিটি ইন্সপেক্টর যে তার নিজ নিজ দায়িত্ব কর্তব্য সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন এবং সেই অনুযায়ী যে কাজ করছেন তা নিশ্চিত করতে হবে।
এবার আমরা জানবো যারা একটি মডেল লাইনের নিউক্লিয়াস সম্পর্কে। মজা করলাম।
আসলে অপারেটরই হচ্ছেন একটা সেরা লাইন লাইনের মেরুদন্ড। অপারেটর আপনাকে সহোযোগীতা না করলে কোন দিনও কোন লাইন মডেল লাইন করা সম্ভব না।
এই জন্য অপারেটরকে কিভাবে ব্যবহার করে ঐ লাইনের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন আউটপুট আনা যায় সে সম্পর্কে সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।
এবার আসুন আমরা জানবো গার্মেন্টসের মডেল বা সেরা লাইনের অপারেটরের দায়িত্বগুলি সম্পর্কেঃ
গার্মেন্টসের মডেল লাইন এ অপারেটরের দায়িত্বগুলি
- কোন প্রসেস এর ১ বান্ডেল বা ১০ পিস সেলাই করার পর অবশ্যই মোক আপের সাথে মিলিয়ে চেক করবো বা ১ পিছ নিজে চেক করবো।
- মেজারমেন্ট টেপ ব্যবহার করে এস.পি.আই. (SPI) চেক করবো।
- নিজ নিজ প্রসেসের সুতা অবশ্যই অবশ্যই নিজে কেটে দিবো।
- প্রতি ঘণ্টার ডিফেক্ট প্রতি ঘণ্টায় সারিয়ে দিবো।
- মেশিন পরিষ্কারের জন্য মিউজিক দিলে, প্রথমে মেশিন বন্ধ করে মেশিনের উপর থেকে গার্মেন্টসগুলো পরিষ্কার জায়গায় রেখে, মেশিনের একদম উপরের ফ্লগ স্টেম থেকে শুরু করে মেশিনের সম্পূর্ণ অংশ পরিষ্কার করবো।
- বান্ডেল সিস্টেম অনুসরণ করবো এবং বান্ডেলে বান্ডেল কার্ড আছে কিনা তা নিশ্চিত হবো।
- প্রতিদিন সকালে এবং লাঞ্চের পরে নিডেলের শার্পনেস চেক করবো।
- কখনো প্রডাকশন ফ্লোরে কোন স্টিকার ফেলবো না, স্টিকার নির্দিষ্ট জায়গায় ফেলবো।
- ফ্লোরের ডিসিপ্লিন বজায় রাখবো।
- সুপারভাইজারের নির্দেশনা অনুযায়ী কাজ করবো।
আরো পড়ুনঃ সুইং এক্সিকিউটিভ / টেকনিশিয়ানের এর দায়িত্ব ও কর্তব্যঃ (জে.ডি)
গার্মেন্টসে মডেল লাইন (Garments Model Line) বা সেরা লাইন এর দায়িত্ব সম্পর্কে আরো যদি কোন কিছু জানার থাকে তবে কমেন্টে জানানোর জন্য অনুরোধ রইলো।
এই পোস্ট লিখার অর্থ এই নয় যে শুধু আমরাই আপনাকে জানবো। হতে পারে আপনার কাছে কোন বিশেষ আইডিয়া আছে বা গুরুত্বপূর্ণ তথ্য আছে। সেটা এই পোস্টের সম্পর্কেও হতে পারে অন্য কোন পোস্টের সম্পর্কেও হতে পারে। যদি থাকে তবে আমাদের সাথে শেয়ার করলে আমরা আপনার মাধ্যমে আরো অনেকের কাছে সেই তথ্য পৌছে দিব ইনশাল্লাহ।
আপনি চাইলে নিজের নামেও পোস্ট আমাদের কাছে জমা দিতে পারেন।
অন্য বিষয়ে অনেক কথা হয়ে গেলো।
গার্মেন্টস মডেল লাইন সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না যেন।
চাইলে নিচের গুরুত্বপূর্ণ পোস্টগুলিও দেখতে পারেনঃ
https://www.garmentsshiksha.com/sharp-tools-sop/
https://www.garmentsshiksha.com/garments-abbreviation/
https://www.garmentsshiksha.com/all-department-name-list-with-activity/
আল্লাহ্ হাফেজ।