মুখ্য পয়েন্টগুলি
- 1 গার্মেন্টস এব্রিভিয়েশন সব (All Abbreviation) একত্রেঃ
- 1.1 গার্মেন্টস এব্রিভিয়েশন এর কমন শর্টকাট সমূহঃ
- 1.2 জিএমটি/ জিএমটিএস (GMT / GMTS):
- 1.3 আর.এম.জি (RMG):
- 1.4 P/M=Production Manager.
- 1.5 A.P.M=Assistant Production Manager.
- 1.6 A.Q.M=Assistant Quality Manager.
- 1.7 Q.Inc=Quality Incharge.
- 1.8 Q.I=Quality Inspector.
- 1.9 সিওও (COO):
- 1.10 গার্মেন্টস এব্রিভিয়েশন এর টেকনিক্যাল শর্ট ফর্ম গুলি
- 1.11 ডি. এইচ. ইউ.(DHU) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
- 1.12 এফ. টি. ডি. (FTD):
- 1.13 এস.ও.পি. (S.O.P) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
- 1.14 পি.পি.এস. (P.P.S.):
- 1.15 পি.পি.এম. (P.P.M):
- 1.16 জি.এস.এম. (G.S.M.)এর গার্মেন্টস এব্রিভিয়েশন
- 1.17 এফ.আর.আই. (F.R.I.)
- 1.18 ডুপ্রো (Dupro):
- 1.19 পি.ও.এম.(P.O.M.):
- 1.20 টি.কিউ.এম. (T.Q.M.) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
- 1.21 সিক্স সিগমা (Six Sigma / 6σ) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
- 1.22 এইচ এন্ড এম (H&M):
- 1.23 বিওএম (BOM):
- 1.24 সি.ও.সি. (COC) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
- 1.25 আর.ও.আই. (ROI) :
- 1.26 কিউ.এস. (QS):
- 1.27 ডি.টি.এম. (D.T.M.):
- 1.28 জি.এস.এস. (G.S.S.)
- 1.29 আর.টি.এস. (R.T.S):
- 1.30 আর সি.এ. (R.C.A.)
- 1.31 সি.এ.পি. / ক্যাপ (C.A.P) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
- 1.32 পি. এ. পি. / পাপ (P.A.P):
- 1.33 সি.কিউ.সি. (C.Q.C.):
- 1.34 এস.জি.এস. (S.G.S.):
- 1.35 এন.কিউ.সি. (N.Q.C.) গার্মেন্টস এব্রিভিয়েশন
- 1.36 এন.টেক. (N-Tech):
- 1.37 এম.আর. (M.R.) গার্মেন্টস এব্রিভিয়েশন
- 1.38 এম.এম.আর. ( M.M.R.):
- 1.39 এস.আর.এম. (S.R.M.):
- 1.40 সি.টি.পি.এ.টি. / সিটিপ্যাট (CTPAT) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
- 1.41 কে.পি.আই. (K.P.I.):
- 1.42 ক্যাড (C.A.D) গার্মেন্টস এব্রিভিয়েশন
- 1.43 আর.এফ.টি. (R.F.T.):
- 1.44 আর.এইচ (R.H.):
- 1.45 আর. পি. এম. (R.P.M):
- 1.46 এস.এম.ভি. (S.M.V.) গার্মেন্টস এব্রিভিয়েশন
- 1.47 এস.পি.আই. (S.P.I):
- 1.48 টি.এল.এস. (TLS)
- 1.49 টি.এন.এ. (TNA)এর গার্মেন্টস এব্রিভিয়েশন
- 1.50 জি.পি.কিউ. (G.P.Q.) গার্মেন্টস এব্রিভিয়েশন
- 1.51 আর. কিউ. এস. (R.Q.S.):
- 1.52 কিউ.এম.এস. (Q.M.S.) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
- 1.53 কিউ. এস. (Q.S.) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
- 2 গার্মেন্টস এব্রিভিয়েশন এর বহুল জনপ্রিয় শর্ট ফর্ম গুলি
- 2.1 সি.এম ( C.M) :
- 2.2 সি.এম.টি. (C.M.T):
- 2.3 সি.পি.এম (C.P.M.) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
- 2.4 NOC- No Objection Certificate :
- 2.5 PDCA- Plan, Do, Check, Act এর গার্মেন্টস এব্রিভিয়েশন
- 2.6 PPE – Personal Protective Equipment
- 2.7 এল.সি. (LC) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
- 2.8 ব্যাক এস.সি. (Back to Back LC) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
- 2.9 ইনভয়েস (Invoice):
- 2.10 এফ ও বি (FOB = Free On Board):
- 2.11 সিএন্ডএফ (C&F = Cost and Freight):
- 2.12 সি আই এফ (C.I.F = Cost Insurance and Freight)
- 2.13 ডিজি (DG = Disposable Garments )
- 2.14 গ্রেইন লাইন (Grain line)
- 2.15 এন.সি.এ. (N.C.A = No Seam Allowance)
- 2.16 Gathering
- 2.17 ফ্যাগোট ষ্টিচ (Fagot Stitch):
- 2.18 গাছেট (Gusset):
- 2.19 ব্লাইন্ড স্টিচ (Blind stitch):
- 2.20 কালার ব্লিডিং (Color bleeding):
- 2.21 ক্রোকিং (Crocking):
- 2.22 ডার্নিং (Darning):
- 2.23 ডামি (Dummy):
- 2.24 কোর স্পান (Core spun thread):
- 2.25 বাস্টিং (Basting):
- 2.26 ব্ল্যাফ এডস ( Bluff Edge):
- 2.27 এপলিক (Aplique):
- 2.28 বারটেক (Bartack):
- 2.29 কাট ইন ওয়ান (Cut In One):
- 2.30 কন্টার স্টিচিং (Contour stitching):
- 2.31 ডিউরেবল প্রেস (Durable press):
- 2.32 ফেসিং (Facing) :
- 2.33 ইন্টার ফেসিং (Interfacing):
- 2.34 ইনলে (Inlay):
- 2.35 মোল্ডিং (Molding):
- 2.36 প্রেসিং (Pressing):
- 2.37 লিঙ্কিং (Linking):
- 2.38 ডংকি (Donkey):
- 2.39 ক্র্যাচ (Crutch / Crotch):
- 2.40 ডার্ট (Dart):
- 2.41 সিউএ বিলিটিঃ
- 2.42 গার্মেন্টস এব্রিভিয়েশন / Garments Abbreviation / Apparels related 545+ Abbreviation একত্রে এক শিটেঃ
গার্মেন্টস এব্রিভিয়েশন সব (All Abbreviation) একত্রেঃ
আমরা এই পোস্টে গার্মেন্টসের যত ধরনের সংক্ষিপ্ত রুপ / শর্ট ফর্ম গুলি বা সব পূর্ণ রুপ গুলি বা গার্মেন্টস এব্রিভিয়েশন আছে তার সব কিছু সম্পর্কে জানাবো। শুধু যে শর্ট ফর্মগুলির পূর্ণরুপ দেওয়া হয়েছে তা নয়, বরং যেগুলো একটু বোঝানো দরকার সেগুলো হালকা করে বুঝিয়ে দেওয়া হয়েছে।
গার্মেন্টস এব্রিভিয়েশন এর কমন শর্টকাট সমূহঃ
জিএমটি/ জিএমটিএস (GMT / GMTS):
GMT / GMTS = Garments
জি এম টি হচ্ছে গার্মেন্টস এর সংক্ষিপ্ত রুপ। গার্মেন্টস; যেটা নিয়ে এত সমালোচনা এত কিছু। যাকে কেন্ত্র করে এই ব্লগ। 🙂
গার্মেন্টসে সম্পর্কীত চাকরি করলে এইটা না জানলে ভীষন লজ্জার বিষয়।
আর.এম.জি (RMG):
RMG-Ready Made Garments
রেডি মেড গার্মেন্টস। আমাদের এই গার্মেন্টসগুলোই আর কি। যেখানে গার্মেন্টস রেডি করে/ তৈরী করা হয়।
P/M=Production Manager.
একটা ফ্লোরোর প্রডাকশন সংক্রান্ত যাবতীয় বিষয়ে যিনি দায়িত্বপ্রাপ্ত এবং ফ্লোরের সকলকে ম্যানেজ করে কাংক্ষিত প্রডাকশন নিশ্চিত করেন তিনিই হচ্ছেন প্রোডাকশন ম্যানেজার।
A.P.M=Assistant Production Manager.
এসিস্ট্যান্ট মানে হচ্ছে সহোযোগী। প্রোডাকশন ম্যানেজারের সাথে যাবতীয় বিষয়ে তাকে যিনি সহোযোগীতা করেন তিনিই হচ্ছেন এসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার হচ্ছেন।
A.Q.M=Assistant Quality Manager.
প্রোডাকশন সাইটে কোয়ালিটি সংক্রান্ত সহকারী ম্যানেজার যিনি। ইনি মেইন যে কোয়ালিটি ম্যানেজার থাকবে তার সাথেই কাজ করবেন অথবা তার কাজের কিছু কাজ করবেন।
Q.Inc=Quality Incharge.
কোয়ালিটি ইনচার্জ হচ্ছেন একটা ফ্লোরের বা লাইনের জন্য কোয়ালিটি বিষয়ে দায়িত্বপ্রধান যিনি। অনেক সময় কোয়ালিটি ইনচার্জকে কোয়ালিটি এক্সিকিউটিভও বলা হয়। যদি ফ্লোর কোয়ালিটি ইনচার্জ হয় তাহলে তার দায়িত্ব হচ্ছে ঐ ফ্লোরের কোয়ালিটি সংক্রান্ত যাবতীয় বিষয়ের জন্য রেস্পন্সিবল তিনি।
Q.I=Quality Inspector.
কোয়ালিটি ইন্সপেক্টরদের অনেক সময় কোয়ালিটি চেকারও বলা হয়। তাদের প্রধান কাজ হচ্ছে কোয়ালিটি সুপারভাইজার এর নির্দেশনায় শতভাগ গার্মেন্টস চেক করা, মেজারমেন্ট করা এবং রিপোর্ট করা।
সিওও (COO):
COO- Chief Operating Officer.
একজন চিফ অপারেটিং অফিসার (সিওও) হলেন কোম্পানির কর্পোরেট এক্সিকিউটিভ। যিনি কোম্পানির মধ্যে চলমান ব্যবসায়িক কার্যক্রমের তদারকি করেন। সিওও সাধারণত সিইও কে রিপোর্ট করে এবং সাধারণত কোম্পানির মধ্যে সেকেন্ড-ইন-কমান্ড হয়।
গার্মেন্টস এব্রিভিয়েশন এর টেকনিক্যাল শর্ট ফর্ম গুলি
সরাসরি গার্মেন্টসের প্রোডাকশন পোশাকের সাথে সম্পর্কযুক্ত সমস্ত ধরনের ক্রিয়া কলাপ এর মধ্যে যে সমস্ত সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় তার সবকিছুই অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে।
শুধুমাত্র তালিকা তৈরি করার জন্য সিরিয়ালটা হয়েছে।
ডি. এইচ. ইউ.(DHU) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
D.H.U=Defect Per Hundred Unite.
ডি এইচ ইউ হচ্ছে প্রতি 100 পিস গার্মেন্টস এর মধ্যে কত পিস ডিফেক্ট পাওয়া যাচ্ছে তার শতকরা পার্সেন্টেজ। মানে হচ্ছে 100 এর মধ্যে ডিফেক্ট কয়টা সেই পার্সেন্টেজ।
এফ. টি. ডি. (FTD):
এফ. টি. ডি. (FTD = Fabric Technical Data ) / ফেব্রিক টেকিনিক্যাল ডেটা হচ্ছে একটি ডেটা শিট যেখানে ফ্রেব্রিকের টেকনিক্যাল বিষয়গুলির এনালাইসিস তথ্য থাকে। এর মাধ্যমে ঐ ফেব্রিকের কত পিক, জিএসএম, ফেব্রিকেশন, শেড , কালার, কালারের ক্যামিক্যাল ইত্যাদি তথ্যগুলো উল্লেখ থাকে।
এস.ও.পি. (S.O.P) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
S.O.P=Standard Operating Procedure.
কোন একটা অপারেশন বা তাদের সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে এস ও পি -SOP। প্রত্যেকটা গার্মেন্টসে একটা করে sop আছে। এখানে কোম্পানির যত ধরনের কার্যকলাপ আছে বা যত ধরনের যত জায়গায় কাজ করা হচ্ছে তার সবকিছুই একটা আদর্শ সিস্টেম অনুযায়ী এই এস ও পি এর মধ্যে লেখা থাকবে।
পি.পি.এস. (P.P.S.):
P.P.S=Pre Production Sample
প্রোডাকশনে আসার আগে যে স্যাম্পল তৈরি করা হয় সেটাই Pre-Production স্যাম্পল। বাল্ক প্রোডাকশনের জন্য পিপি মিটিং এর আগেই Pre-Production সিম্পল তৈরি করা হয়।
পি.পি.এম. (P.P.M):
P.P.M=Pre Production Meeting.
বাল্ক প্রোডাকশনে যাওয়ার জন্য, প্রস্তুতি মূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য pre-production মিটিং করা হয়। এখানে কোন একটা প্রোডাক্ট বাল্ক প্রোডাকশনে আসার জন্য কি কি ধরনের সমস্যা তৈরি হতে পারে, ওই প্রোডাক্ট সম্পর্কিত যত ধরনের আলোচনা সকল ডিপার্টমেন্টের মধ্যে যে মিটিংয়ে সম্পন্ন হয় সেটাই Pre-Production মিটিং।
জি.এস.এম. (G.S.M.)এর গার্মেন্টস এব্রিভিয়েশন
G.S.M=Gram Square Meter.
কাপড়ের জিএসএম( GSM) মানে হলো গ্রাম /স্কয়ার মিটার । অর্থাৎ এক স্কয়ার মিটার কাপড়ের ওজন যত গ্রাম সেটাই তার জিএসএম । আর স্কয়ার মিটার হলো এক মিটার দৈর্ঘ্য ও এক মিটার প্রস্থ বিশিষ্ট কোন বর্গ ।
এফ.আর.আই. (F.R.I.)
F.R.I=Final Random Inspection.
ওয়ালমার্ট বায়ারের ফাইনাল ইন্সপেকশন কে বলা হয় এফ আর আই বা ফাইনাল রেনডম ইনস্ট্রাকশন। এর মাধ্যমে প্রতিটি শিপমেন্টের কার্টন হতে লট ওয়াইজ ও কিউ এল অনুসারে রেনডমলি কার্টুন ইনস্ট্রাকশন করা হয়। এখানে পাস হলে পাস না হলে রি চেক অর্থাৎ শিপমেন্টের পুরো কোয়ান্টিটি আবারও চেক করে দেখতে হবে যতক্ষণ না ইনস্ট্রাকশন পাস হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রডাক্ট শিপমেন্ট হবে না।
ডুপ্রো (Dupro):
Dupro: During Production Inspection ।
এটাও ওয়ালমার্টের একটি ইনস্পেকশন এর নাম। প্রোডাকশন শুরুর পর এই ইনস্পেকশন টি করা হয়।
পি.ও.এম.(P.O.M.):
P.O.M=Point Of Measurement.
মেজারমেন্টের পয়েন্টগুলো একত্রে পিওএম বা পয়েন্ট অব মেজারমেন্ট বলে।
টি.কিউ.এম. (T.Q.M.) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (T.Q.M=Total Quality Measurement.) হচ্ছে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করে দীর্ঘদিন ব্যবসা / চুক্তি করতে প্রতিষ্ঠানের ম্যাজমেন্ট নিয়ে এমনভাবে সবর্ত্র কাজ করে যেখানে কোম্পানির প্রত্যেকটি মানেজমেন্ট কোম্পানির সিস্টেম, সেবা / পণ্য এবং প্রডাক্টিভি বৃদ্ধিতে সংঘবদ্ধভাবে একত্রে কাজ করে।
সিক্স সিগমা (Six Sigma / 6σ) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
সিক্স সিগমা (6σ) হচ্ছে প্রসেস উন্নতকরণের জন্য কতকগুলো টেকনিক এবং টুলস গুলোর একটি কম্বিনেশন বা মিশ্রণ। Bill Smith নামের একজন ইঞ্জিনিয়ার ১৯৮৬ সালে মটোরোলা কোম্পানিতে কাজ করার সময় এটি ব্যবহার করেন যা পরবর্তীতে ধীরে ধীরে প্রায় সকল উৎপাদন মূখী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
একটি প্রতিষ্ঠানের উৎপাদিত প্রডাক্টের মধ্যে সিক্স সিগমা একটি সিস্টেম যা ব্যবহার করলে ডিফেক্টের পরিমান ৯৯.৯৯৯৬৬% কমিয়ে আনার সম্ভবনা আছে। অর্থাৎ প্রতি ১ মিলিয়ন প্রডাক্ট উৎপাদনের বিপরীতে মাত্রে ৪ (চার)টি ডিফেক্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ঠিক এই কারনেই প্রায় প্রতিটি প্রতিষ্ঠান তাদের কোম্পানিতে সিক্স সিগমা ব্যবস্থা চালু করার চেস্টা করছে।
এইচ এন্ড এম (H&M):
H & M=Hennes & Mauritz.
h&m বায়ারের নাম এর সংক্ষিপ্ত রূপ এর পূর্ণ মিনিং হচ্ছে Hennes & Mauritz । এটি ১৯৪৭ সালের অক্টোবর মাসের ৪ তারিখে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি ১৫২ টিও বেশি দেশে তাদের ব্যবসায়িক বাণিজ্য পরিচালনা করে আসছেন। বাংলাদেশের প্রক্ষিতে এইচ এন্ড এম সবচেয়ে বড় বায়ার গুলোর মধ্যে একটি।
বিওএম (BOM):
BOM- Bill of Material
বিওএম হচ্ছে (BOM = Bill of Materials ) বা বিল অব ম্যাটেরিয়ালস হচ্ছে একটি পণ্য বা প্রডাক্টের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, উপাদান এবং ঐ পণ্যটি সম্পূর্ণরুপে বানাতে যত ধরনে জিনিসপত্র প্রয়োজন তার সব কিছুই মিলিয়ে যে তালিকা বা সারণী প্রস্তুত করা হয় সেটাকে বিওএম বা বিল অব ম্যাটেরিয়ালস বলে।
সি.ও.সি. (COC) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
COC = Certificate of Compliance
ফ্যাক্টরিতে কমপ্লাইয়েন্স এর যে বিভিন্ন নীতিমালা কার্যকর আছে যেমন নতুন কর্মী নিযোগ, কর্মীদের প্রশিক্ষণ, বিভিন্ন সেকশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও তাদের ব্যাক আপ ইতাদি বিষয়গুলি যে সঠিকভাবে কোম্পানির সিস্টেম অনুযায়ী হচ্ছে তার প্রমাণাদির দলিলপত্র বা সার্টিফিকেটই হচ্ছে সার্টিফিকেট অব কমপ্লাইয়েন্স (Certificate of Compliance) ।
আর.ও.আই. (ROI) :
ROI = Return of Investment.
কোম্পানিতে কত টাকা ইনভেস্ট করার বিপরীতে কত টাকা লাভ হচ্ছে সেই ডেটা শিটের নাম হচ্ছে ROI (Return of Investment) / রিটার্ণ অব ইনভেস্টমেন্ট।
কিউ.এস. (QS):
QS = Quality System.
h&m বর্তমানে কোম্পানিতে যে সিস্টেমে প্রডাক্ট ফলোআপ করে সেটা হচ্ছে সেটি কোয়ালিটি সিস্টেম।
ডি.টি.এম. (D.T.M.):
D.T.M=Dying To Match.
গার্মেন্টসের সাধারণত টেকনিক্যাল ফাইল এর মধ্যে এই শব্দ টা বেশি পাওয়া যায়। ডি টি এম বা ডাইং টু ম্যাচ হচ্ছে ডাইং এর কালার এর সাথে ম্যাচ হওয়া। কোন সুতার কালার ডি টি এম মানে হচ্ছে ওই সুতার কালার ওই ফেব্রিকের কালার সাথে হুবাহু ম্যাচ বা মিলে হবে।
জি.এস.এস. (G.S.S.)
G.S.S=Garments Sketch Sheet.
একটা গার্মেন্টসের প্রতিটি অংশের খুঁটিনাটি মেজারমেন্টের মাপ বা রিকোয়ারমেন্ট যে শিটের মধ্যে থাকে সেটাকে গার্মেন্টস স্কেচ শিট বলে।
আর.টি.এস. (R.T.S):
R.T.S=Return To Supplier.
যখন কোন মেটেরিয়াল কোনো কারণবশত বা কোয়ালিটি রিকোয়ারমেন্ট ব্যর্থ হলে সেটাকে যখন সাপ্লাইয়ের কাছে পাঠানো হয় সেটাই আর টি এস রিটার্ন টু সাপ্লাইয়ার।
আর সি.এ. (R.C.A.)
RCA = Root Cause Analysis
রুট মানে মূল, কস মানে হচ্ছে কারণ এবং এনালাইসিস মানে হচ্ছে বিশ্লেষণ করা। অর্থাৎ আর সি এ বা রুট কজ এনালাইসিস হচ্ছে একটা সমস্যা বা ডিফেক্ট বা ঘটনা কি কারনে হয়েছিল সেই সমস্যাটা চিহ্নিত করা এবং তার কারণ খুঁজে বের করা।
অর্থাৎ প্রকৃতপক্ষে সমস্যার মূল কারণ কি ছিল বা কি জন্য সমস্যাটা হয়েছে সেটা খুঁজে বের করা।
সি.এ.পি. / ক্যাপ (C.A.P) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
C.A.P=Corrective Action Plan.
কোন একটা সমস্যার রূটকস বা মূল সমস্যা যখন পাওয়া গেল তখন ওই সমস্যা সমাধানের জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সমস্যা সমাধান করার জন্য সেটা হচ্ছে কারেক্টিভ একশন প্লান বা সংশোধনমূলক কর্মপরিকল্পনা।
পি. এ. পি. / পাপ (P.A.P):
PAP = Preventive Action Plan
একটা সমস্যার বিপরীতে যখন রুটকস এবং কারেক্টিভ এ্যাকশন পাওয়া গেলো ততক্ষণে সেই স্টেপ গুলোর মাধ্যমে সমস্যা সমাধানও হয়ে গেছে।
এখন এই সমস্যা আবারো ভবিষ্যতে আর না হওয়ার জন্য আর কি কি ধরণের পরিকল্পিত পদ্ধক্ষেপ নেওয়া হবে সেটাই পাপ বা প্রিভেন্টিভ এ্যাকশন প্লান।
সি.কিউ.সি. (C.Q.C.):
C.Q.C=Central Quality Controller.
সেন্ট্রাল মানে কেন্দ্রীয়। যে সমস্ত কোয়ালিটি কন্ট্রোলার প্র্যাকটিস জন্য কাজ করে তারা কোন লাইন ভিত্তিক নয় বরং কোন একটা প্রোডাক্টের কোন লাইনে চললেই সেখানে তারা কাজ করবে তাই এসএসসি কিংবা সেন্ট্রাল কোয়ালিটি কন্ট্রোলার অর্থাৎ কেন্দ্র থেকে বা কোন একটা জায়গা থেকে পুরো ফ্যাক্টরিতে কোয়ালিটি কন্ট্রোল করবে।
এস.জি.এস. (S.G.S.):
S.G.S=Standard Garment Solution.
এস জি এস (SGS) বা স্টান্ডার্ড গার্মেন্টস সলিউশন হচ্ছে একটি ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন ল্যাব যারা টেক্সটাইল, লেদার, ফুড টেস্টিং ইত্যাদি করে থাকে।
এন.কিউ.সি. (N.Q.C.) গার্মেন্টস এব্রিভিয়েশন
N.Q.C=Nominated Quality Controller.
এটা h&m এর অন্যতম একটা রিকোয়ারমেন্ট। বায়ার চায় ফ্যাক্টরিতে একজন কোয়ালিটি কন্ট্রোলার থাকুক যারা বায়িং কিউ সি এর মত করে কোয়ালিটি ফলোআপ করবেন এবং বায়ারের সাথে কমিউনিকেট করবে তথ্য আপডেট করবে এবং প্রয়োজনে ভার্চুয়াল ইনস্পেকশনে সহযোগিতা করবে।
এম কিউ সি শুধুমাত্র ওই বায়ার ছাড়া অন্য কোন ধরনের কোয়ালিটির কাজ সে করবে না। তার স্পেশাল রিকোয়ারমেন্ট শুধুমাত্র ওই বায়ারের জন্য।
এন.টেক. (N-Tech):
N-TECH=Nominated Technician.
এন কিউ সি এর মতই স্পেশালি বায়ারের জন্য নমিনেটেড। তবে এই টেকনিশিয়ান প্রডাক্টের ডেভেলপমেন্টের সাথে সরাসরি কাজ করেন যাতে কোয়ালিটি সম্মত গার্মেন্টস উতপাধন নিশ্চিত হয়।
এম.আর. (M.R.) গার্মেন্টস এব্রিভিয়েশন
M.R=Minimum Requirement.
একটা প্রডাক্ট বানানোর জন্য যেটা কমপক্ষে না হলেই নয় সেটাই এম আর বা মিনিমাম রিকোয়ারমেন্ট।
বায়ার কর্তৃক এই সমস্থ এম আর পয়েন্ট বা মিনিমাম রিকোয়ারমেন্ট পয়েন্টগুলো দেওয়া থাকে। এইগুলোকে ১০০% মেনে নিয়ে প্রডাক্ট বা গার্মেন্টস বানাতে হবে। একটাও যদি ফেল হয় তবে অডিট স্কোর হবে জিরো (সংশ্লিষ্ট ডিপার্মেন্ট অনুযায়ী) ।
এম আর ফ্যাক্টরির জন্য মানাটা বাধ্যতামুলক। ফ্যাক্টরিতে যদি এম আর ফেইল হয় তাহলে এইচ এণ্ড এম (H&M) অর্ডার দিবে না।
এম.এম.আর. ( M.M.R.):
MMR = Minimum Manufacturing Requirement
প্রডাক্ট উৎপাদনের জন্য নূন্যতম যে সমস্থ রিকোয়ারমেন্ট আছে সে সব কিছু এম এম আর বা মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট। যেমন সাইড সিমের উইথ কত হবে ইত্যাদি এম এম আর এর অন্তর্ভুক্ত।
আরো সহজভাবে বলতে গেলে, গার্মেন্টস বানাতে যতগুলো প্রসেস আছে সে সব প্রসেসে নূন্যতম কি কি শর্ত মেনে কাজ করতে হবে সেটাই হচ্ছে এম এম আর বা মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট।
L.B.S=Latine Balance System.
এস.আর.এম. (S.R.M.):
S.R.M=Supplier Relationship Management.
গার্মেন্টসের জন্য সাপ্লাইয়ার হচ্ছে তারা যাদের কাছ থেকে ফেব্রিক আনা হয় । এই ফেব্রিক সাপ্লাইয়ের সাথে ভাল সম্পর্ক রেখে ফেব্রিক আনায়নের জন্য যে বিশেষ কৌশল সেটাই সাপ্লায়ার রিলেশন ম্যানেজমেন্ট।
সি.টি.পি.এ.টি. / সিটিপ্যাট (CTPAT) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
CTPAT=Custom Trade Partnership Against Terrorism.
সিটিপিএটি (CTPAT) (সিটিপ্যাট) এর পূর্ণরুপ হচ্ছে কাস্টম ট্রেড পার্টনারশিপ এগেইনস্ট টেরোরিজম। নামটা শুনেই বোঝা যাচ্ছে C TPAT হচ্ছে টেরোরিজম বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে গ্রাহকের সাথে বাণিজ্য চুক্তি।
অর্থাৎ এর মাধ্যমে গ্রাহক বা ক্রেতাকে এটা আশ্বস্থ করা হচ্ছে যে এই গার্মেন্টস পণ্যটি শতভাগ নিরাপদ, এর ব্যবহারে ক্ষতি হবার সম্ভাবনা একেবারেই নেই। নিশ্চিন্তে একজন গ্রাহক এই পণ্যটি ব্যবহার করতে পারে। এটা সেই ভাবেই প্রক্রিয়াজাতকরণ করা হয়েছে।
বন্দরের কাস্টমস চেকিং এর মতই একটা ছোট ভার্শন গার্মেন্টসে আছে। এর মাধ্যমে গার্মেন্টের সকল গার্মেন্টসকে একটা নির্দিষ্ট মেশিনের ভিতর দিয়ে পাশ করাতে হবে। যেটাকে মেটাল ডিটেক্টর মেশিন বলে।
এই মেটাল ডিটেক্টর মেশিনের উদ্দেশ্য হচ্চে প্রত্যেকটি গার্মেন্টস ১০০% মেটাল মুক্ত নিশ্চিত করা। মেটাল ডিটেক্টর মেশিন দিয়ে পাশ করার পর যে এরিয়ার গার্মেন্টস রাখা হয় সেটা হলো সি টি পি এ টি বা C-TPAT এরিয়া।
কে.পি.আই. (K.P.I.):
K.P.I=Key Performance Indicator.
কে পি আই হচ্ছে এমন এক ধরনের কর্মদক্ষতা পরিমাপক টুলস যা একটা কোম্পানির / একটি সেকশন এর পারফরম্যান্স কেমন তা মূল্যায়ন করে। কোম্পানির প্রত্যেকটি কী পয়েন্টকে উপযুক্ত ডেটা সহ তুলে ধরার পদ্ধতিকে কে পি আই বা কী পারফরমেন্স ইন্ডিকেটর বলে।
ক্যাড (C.A.D) গার্মেন্টস এব্রিভিয়েশন
CAD = Computer-Aided Design
কম্পিউটার এইডেড ডিজাইন এমন একটা সফটওয়্যার যেটা গার্মেন্টস ফ্যাক্টরীতে কাটিং এ ব্যবহৃত মার্কারগুলোকে কম্পিউটার দিয়ে ডিজাইন করতে ব্যবহৃত হয়। এই ধরনের ডিজাইনগুলোকে অটো ক্যাড ডিজাইন বা ক্যাড ডিজাইন বলা হয়। আর যদি কম্পিউটার দিয়ে না করে ম্যানুযালী বা মানুষের হাত দ্বারা ডিজাইন করা হয় তাহলে তাকে ম্যানুযাল ডিজাইন বলে। এবং যারা এই ম্যানুযাল ডিজাইন করছেন তাদের ক্যাড মাস্টার (CAD Master ) বলে ।
আর.এফ.টি. (R.F.T.):
RFT-Right First Time (রাইট ফাস্ট টাইম) মানে হচ্ছে আগের কাজ আগে করতে হবে। গার্মেন্টস এর বিভিন্ন সেকশনের কাজ গুলো করার জন্য বিভিন্ন সেকশন থেকে পার্ট আসে। প্লানিং অনুযায়ী যে পণ্যের উৎপাদনের জন্য আগে সব কিছু চলে আসে সেটা আগে নিয়ে কাজ করতে হবে। একইভাবে প্রসেস এর ক্ষেত্রেও এভাবে বলা যায় যে সেকশনের জন্য যে কাজটা আগে করা দরকার সে কাজটা আগে করাটাই হচ্ছে RFT / (Right First Time ).
আর.এইচ (R.H.):
RH- Relative Humidity মানে আর্দ্রাতা পরিমাপ। গার্মেন্টসের বিভিন্ন জায়গায় যেমন প্রডাকশন ফ্লোর, ফিনিশিং স্টোর, গোডাউন, ফ্রেব্রিক স্টোর ইত্যাদি সকল জায়গার আর্দ্রতা পরিমাপ করা।
একটা মেশিন আছে এই জায়গাগুলোতে যার মাধ্যমে এই RH বা Relative Humidity ( রিলেটিভ হিউমিডিটটি ) বা আর্দ্রতা পরিমাপ করা হয়ে থাকে।
আর. পি. এম. (R.P.M):
RPM- Revolution per Minute (Rotation Per Minutes) (প্রতি মিনিটে নির্দিষ্ট অক্ষের চারপাশের ঘুর্ণন) । একটা মেশিন প্রতি মিনিটে কতবার ঘুরে সেটা সেই স্পীডকে আর পি এম এর এর মাধ্যমে পরিমাপ করা হয়। এটি নির্দিষ্ট অক্ষের চারপাশে এক মিনিটে সম্পূর্ণ হওয়া পুরো ঘূর্ণনের সংখ্যা যা সেটাই হচ্ছে তার আর.পি.এম (RPM).
এস.এম.ভি. (S.M.V.) গার্মেন্টস এব্রিভিয়েশন
SMV-Standard Minute Value / স্টান্ডার্ড মিনিট ভ্যালু হচ্ছে প্রতি মিনিটের মূল্য কত সেটা। একজন মানসস্পন্ন অপারেটর বা স্ট্যান্ডার্ড অপারেটর দ্বারা একটি গার্মেন্টস/প্রসেস তৈরী করতে যে সময়ের প্রয়োজন হয় তাকে SMV বলে ।
SMV / এস.এম.ভি. গার্মেন্টসে ২টি ক্ষেত্রে বের করা হয়।
১. গার্মেন্টসের একটি সেস / অপারেশন তৈরী করতে যে সময় লাগে তার এস.এম.ভি (SMV)
২. পুরো গার্মেন্টস তৈরী করতে ১ মিনিটে যে সময় লাগে তার এস.এম.ভি (SMV)।
SPC- Statistical process control / Stich Per Centimeter.
এস.পি.আই. (S.P.I):
SPI- Stitch Per Inch
প্রতি ইঞ্চিতে কয়টি স্টিচ আছে সেটা এস পি আই।
SPM- Stitches per Minute
প্রতি মিনিটে কতটি স্টিচ পড়ছে সেটা এস পি এম বা স্টিচ পার মিনিট।
SPT- Stitch per tack
একটা অপারেশনের মধ্যে যখন টাক দেওয়া হয় তখন টাক দিতে কতটি স্টিচ লাগছে সেটা এস পি টি বা স্টিচ পার টাক। প্রতি টাকে কয়টা সুইং স্টিচ পড়ছে সেই সংখ্যা।
টি.এল.এস. (TLS)
TLS- Traffic Light system
গার্মেন্টসে ট্রাফিক লাইট সিস্টেম হচ্ছে এমন এক ধরণের ব্যবস্থা যেখানে বিভিন্ন রঙিন কোড / পতাকা / লাইট ইত্যাদির মাধ্যমে ডিফেক্টের অবস্থান ও ধরণ প্রদর্শন করা। যাতে সহজেই বোঝা যায় ঠিক কোন ওয়ার্ক স্টেশনে দ্রুত কাজ করতে হবে এবং ওভার অল লাইনের কোয়ালিটির অবস্থা কেমন।
টি.এন.এ. (TNA)এর গার্মেন্টস এব্রিভিয়েশন
TNA- Time and Action Plan / Training Need Analysis. এইটার দু’টো আলাদা আলাদা মিনিং আছে । চলুন সে সম্পর্কে একটু জেনে নেই।
টাইম এবং এ্যাকশন প্লানঃ এটা এক ধরণের টুলস। গার্মেন্টসে সাধারণত ম্যানেজার বা টপ ম্যানেজমেন্টগণ এই টুলস ব্যবহার করে। এর ফলে সারাদিনের কাজগুলো একটা বিশেষ ফর্মেটে লিখা থাকে সেখানে কোন সময়ে কোন কাজটি করতে হবে সেই বিষয়গুলো উল্লেখ থাকে।
টপ ম্যাজমেন্টগণদের একই সময় অনেক ছোট, বড় অনেকগুলো কাজের কথা সময় মত মনে রাখতে হয় বা করতে হয়। এই কাজটি সহজে করার জন্য এই টুলস ব্যবহার করা হয়। যাতে প্রত্যেকটি কাজ সময় অনুযায়ী লিখে রাখা হয় সেটাকে সঠিক সময়ে করার জন্য।
ট্রেনিং নিড এনালাইসিসঃ এটা আরেকটা বিশেষ ফর্মেট বা টুলস যা অনেকটা টেবিল চার্টের মত। এর ফলে কোন একটা প্রজেক্ট বা কাজের কোন অংশটা কে করবে সেটা খুব সহজেই উল্লেখ করা যায়।
জি.পি.কিউ. (G.P.Q.) গার্মেন্টস এব্রিভিয়েশন
G.P.Q=Guideline For Production & Quality.
এইচ এন্ড এম এর প্রডাক্ট ফলো আপ করার জন্য যারা কাজ করে তাদের (Central Quality Auditor ) GPQ বা জিপিকিউ বা গাইড লাইন ফর প্রডাকশন এবং কোয়ালিটি বলা হয়।
GPQ কে পরিবর্তন করে RQS এবং বর্তমানে RQS এবং QMS কে একত্রে করে QS বা কোয়ালিটি সিস্টেম করা হয়েছে।
আর. কিউ. এস. (R.Q.S.):
RQS = Requirements for Quality System / Standard
কিউ.এম.এস. (Q.M.S.) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
QMS = Quality Management System
কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এমন একটি ফ্রেমওয়ার্ক বা অবকাঠামো বা পরিচালনা ব্যবস্থা যা কোম্পানির পলিসি বা নীতি , প্রসেস বা সিস্টেম এবং রুটিন ও রেস্পন্সিবলের সমন্বয়ের এক ধরণের ফ্রেমওয়ার্ক বা মূল কাঠামো যা কোম্পানির তাদের লক্ষ্য অর্জন এবং বায়ার বা গ্রাহকের চাহিদা বা প্রয়োজনীয়তা পূরণের জন্য ব্যবহার করে।
কিউ. এস. (Q.S.) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
QS = Quality System
এইচ এন্ড এম (H&M) এর সর্বশেষ কোয়ালিটি ফলো আপ টিমের নাম কিউ এস। সবার আগে এটি GPQ ছিল তারপর এটিকে পরিবর্তন করে RQS করা হয়েছে এবং বর্তমানে RQS এবং QMS কে একত্রে QS বা কোয়ালিটি সিস্টেম করা হয়েছে। এখন RQS কে QMS এর একটা অংশ করা হিসেবে গণ্য করা হয়েছে। এবং সব কিছু এই টিমকে এখন বলা হয় কিউ এস (QS = Quality System) বা কোয়ালিটি সিস্টেম।
গার্মেন্টস এব্রিভিয়েশন এর বহুল জনপ্রিয় শর্ট ফর্ম গুলি
সি.এম ( C.M) :
CM-Cost of Making/Cut and Make/ Cost of Manufacturing হচ্ছে পুরো একটি গার্মেন্টস তৈরি করতে যে খরচ হচ্ছে সেটা।
গার্মেন্টসে যখন বায়ারের কাছ থেকে অর্ডার নেওয়া হয় তখন সেই প্রডাক্ট তৈরী করতে ট্রিমস এবং এক্সেসরিজ ছাড়া কত খরচ হবে তার একটা হিসেব করা হয় সেটাই হচ্ছে কস্ট অব মেকিং (Cost of Making ).
সি.এম.টি. (C.M.T):
CMT-Cost of Making with Trimmings/Cut, Make & Trim হচ্ছে একটি সম্পূর্ণ গার্মেন্টস তৈরী করতে (ট্রিমস এবং এক্সেসরিস সহ) মোট যত খরচ পড়বে সেটা।
সি.পি.এম (C.P.M.) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
CPM- Cost per minute বা কস্ট পার মিনিট হচ্ছে পুরো একটি ফ্যাক্টরি বা কারখানা চালাতে প্রতি মিনিটে বা ১ মিনিটে কত খরচ হচ্ছে সেটি হিসেবের সংখ্যা। মালিকপক্ষ সিপিএম হিসেব করে। তার ফ্যাক্টরিতে প্রতি মিনিটে কত খরচের বিপরীতে কত লাভ হচ্ছে সেই সংখ্যা ।
NOC- No Objection Certificate :
অভিজ্ঞতা সম্পন্ন কোন এমপ্লয়ি যখন চাকরি ছেড়ে চলে যায় বা নতুন এমপ্লয়ি আসে তখন এই সার্টিফিকেট প্রযোজন হয়। এটার দ্বারা বুঝানো হয় যে সে যে কোম্পানিতে চাকরি করতেছিল সেখানে তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই। এর আরেক মানে হচ্ছে ঐ প্রতিষ্ঠানে আপনি কোন ধরনের অবৈধ কাজে বা বে- আইনি বা অন্য কোন ধরনের আপনার বিরুদ্ধে কোন অভিযোগ নেই তার ছাড়পত্র। অনেকটা চারিত্রিক সার্টিফিকেটের মতো। বড় বড় পোস্টের জন্য কোম্পানি আপনার আগে যেখানে চাকরি করতেছিলেন তার NO Objection Certificate চায়।
PDCA- Plan, Do, Check, Act এর গার্মেন্টস এব্রিভিয়েশন
পি ডি সি এ টুলস হচ্ছে কোয়ালিটি ম্যাজেমেন্ট সিস্টেমের একটা টুলস। এই টুলসের মাধ্যমে যেকোন কাজ সহজে করার জন্য চারটা স্টেপে করতে হবে ।
প্রথমে প্লান করতে হবে কাজটি করার জন্য, তারপর সেই প্লান অনুযায়ী কাজটি করতে হবে, এরপর সেই কাজটি চেক করে বা রিভিও করে দেখতে হবে এবং সর্বশেষে এ্যাকশন বা ইম্প্রুভমেন্টে যেতে হবে। অর্থাৎ প্লান করে কাজ করে যে রেজাল্টটি পাওয়া যাবে সেই অনুযায়ী একশন পয়েন্ট নিতে হবে।
PPE – Personal Protective Equipment
ব্যক্তিগত নিরাপত্তামুলক সরঞ্জাম। একজন গার্মেন্টস কর্মীকে তার কাজ ভাল ভাবে করার জন্য যে সমস্থা নিরাপত্তা মূলক জিনিসপত্র প্রয়োজন কর্মীকে নিরাপদভাবে কাজ করার জন্য সেগুলোই হচ্ছে পার্সোনাল প্রটেকটিভ ইকুপমেন্ট।
ব্যক্তিগত বা নিজের নিরাপত্তার বলতে মাথায় ক্যাপ, মুখে মাস্ক, ইউনিফর্ম পরিধান করা ইত্যাদিকে বুঝানো হয়ে থাকে।
এল.সি. (LC) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
ক্রেতার পক্ষে কোন ব্যাংক বিক্রেতার অনুকূলে বিক্রিত পণ্যের মূল্য পরিশোধের যে নিশ্চয়তা পত্র বা দলিল প্রদান করে
উহাকে এল.সি বলে। আমদানী রপ্তানীতে এল.সি. (LC) এর গার্মেন্টস এব্রিভিয়েশন হচ্ছে লেটার অব ক্রেডিট।
ব্যাক এস.সি. (Back to Back LC) এর গার্মেন্টস এব্রিভিয়েশন
যে কাঁচামাল বিদেশ হতে আমদানী করে উহা দ্বারা পণ্য উৎপাদন করে আবার বিদেশে রপ্তানী করা হয় ঐরূপ পণ্য
আমদানীর জন্য যে LC (এল সি) খোলা হয় তকে ব্যাক টু ব্যাক এস.সি. (Back to Back LC) বলে।
ব্যাক টু ব্যাক এস.সি. (Back to Back LC) এর মাধ্যমে আমদনী করা পণ্য খোলা বাজারে বিক্রি করা যায় না।
ইনভয়েস (Invoice):
বিক্রিত মালামাল পাঠানোর পরে বিক্রিত মালামালের মূল্য উলেখ করে মূল্য আদায়ের লক্ষে যে লেটার বা দলিল পাঠানো হয় উহাকে ইনভয়েস (Invoice) বলে।
এফ ও বি (FOB = Free On Board):
বিক্রিত মালের পরিবহন খরচ বাদে মালামালের মূল্য যদি ইনভয়েস (Invoice) এ উল্লেখ থাকে / দাবী করা হয় তখন তাকে এফ ও বি (FOB = Free On Board) মূল্য বলে।
সিএন্ডএফ (C&F = Cost and Freight):
বিক্রিত মালামালের পরিবহন খরচসহ মালামালের মূল্য যদি ইনভয়েসে উলেখ করা হয় তখন তাকে সিএন্ডএফ (C&F = Cost and Freight) বলে
সি আই এফ (C.I.F = Cost Insurance and Freight)
বিক্রিত মালামালের পরিবহন খরচ ও ইন্সুরেন্স খরচসহ মালামালের মূল্য যদি ইনভয়েসে উলেখ করা হয় তখন তাকে সি আই এফ (C.I.F = Cost Insurance and Freight) মূল্য বলে।
ডিজি (DG = Disposable Garments )
যে সকল পোশাক শুধুমাত্র একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় ঐ সকল পোশাককে ডিসপোজেবল গার্মেন্টস বলে।
গ্রেইন লাইন (Grain line)
প্রতিটি প্যাটার্ন পিছের উপর টানার দিকে তীর চিহ্ন সহকারে লম্বা সরলরেখা টানা হয়, তাকে গ্রেইন লাইন বলে।
এন.সি.এ. (N.C.A = No Seam Allowance)
NCA এর পূর্ণরুপ হচ্ছে নো সিম এলাউন্স।
Gathering
কাপড়কে ছোট ছোট ভাজ বা কুঁচি করে কাপড়ের দৈর্ঘ্য কমিয়ে সেলাই করাকে গেদারিং বলে।
ফ্যাগোট ষ্টিচ (Fagot Stitch):
ইহা এক ধরনের লক স্টিচ, যাহা এক ধরনের জিগজাগ মেশিনে উৎপন্ন করা হয় এবং দুটি কাপড়ের মধ্যে সামান্য ফাক রেখে জিগজাগ স্টিচের দ্বারা সংযুক্ত করা হয়।
গাছেট (Gusset):
পোশাকের কোন অংশের শক্তি বৃদ্ধির জন্য অথবা ফিটিং এর সুবিধার জন্য অথবা আকৃতি সুন্দর করার জন্য একটি অতিরিক্ত কাপড়ের টুকরা ব্যবহার করা হয় যাকে গাছেট (Gusset) বলে।
ব্লাইন্ড স্টিচ (Blind stitch):
ইহা একটি বিশেষ ধরনের ষ্টিচ যাহা কাপড়কে সম্পূর্ণভাবে ভেদ করার পরিবর্তে আংশিকভাবে ভেদ করে কাপড় সেলাই করে। এ ধরনের সেলাইকৃত অংশে সেলাই সুতা কাপড়ের সম্মুখ ভাগ হতে দেখা যায় না কিন্তু পিছনের দিক হতে দেখা যায়।
কালার ব্লিডিং (Color bleeding):
রঙিন কাপড় পানিতে অথবা সলভেন্ট এর মধ্যে ভিজালে কাপড়ের মধ্যে যদি আংশিকভাবে পানিতে চলে যায় অথবা একই কাপড়ের মধ্যে এক স্থান হতে পার্শ্ববর্তী স্থানে লেগে যায় তবে তাকে কালার ব্লিডিং (Color Bleeding) বলে।
ক্রোকিং (Crocking):
শুকনা অথবা ভিজা কাপড় হতে ঘষে রং উঠানোকে ক্রোকিং (Crocking) বলে।
ডার্নিং (Darning):
সূই ও সুতার সাহায্যে কাপড়ের অথবা পোশাকের মধ্যে হতে ত্রুটিসমূহকে দূর করাকে ডার্নিং অথবা মেল্ডিং বলে।
ডামি (Dummy):
ইহা মানুষের শরীরের হুবহু আকৃতির একটি মডেল যাহা একটি স্ট্যান্ড এর উপর দাড় করানো থাকে। পোশাকের ফিটিং পরীক্ষা করে দেখার জন্য ইহা ব্যবহার করা হয়।
কোর স্পান (Core spun thread):
ইহা বিশেষ ধরনের সেলাই সুতা যার কেন্দ্রে ফিলামেন্ট থাকে এবং বাহিরের দিকে স্ট্যাপল ফাইবার থকে।
বাস্টিং (Basting):
চূড়ান্তভাবে সেলাই করার পূর্বে যথাস্থানে স্থাপনের সুবিধার্থে প্রাথমিকভাবে অস্থায়ী সেলাই করা কে বাস্টিং (Basting) বলে
ব্ল্যাফ এডস ( Bluff Edge):
প্রসাদের প্রান্তর সেলাই দেখার বাইরে যে অংশটুকু থাকে তাকে ব্ল্যাফ এডস ( Bluff Edge) বলে
এপলিক (Aplique):
পোশাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য পোশাকের সম্যক দিকে কিছু অতিরিক্ত কাপড় সংযোজন করা হয় যাকে এপ্লিক বলে।
বারটেক (Bartack):
অতি অল্প দৈর্ঘ্যের মধ্যে একবার সেলাই করার পর তারপর আবারো সেলাই করে উক্ত স্থানের শক্তি বহন করার ক্ষমতা বৃদ্ধি করা কে বারটেক বলে। যেমন পকেটের কোনা ইত্যাদিতে বারটেক করা হয়।
কাট ইন ওয়ান (Cut In One):
পোশাকের দুইটি অংশকে একত্রিত করে পোশাকের একটি অংশ হিসেবে কাপড় কাটা কে কাট ইন ওয়ান বলে।
কন্টার স্টিচিং (Contour stitching):
স্বয়ংক্রিয়ভাবে পোশাকের কোন অংশে প্রান্তের অতি নিকট দিয়ে সূক্ষ্মভাবে সেলাই করা কে কন্টার স্টিচিং (Contour stitching) বলে।
ডিউরেবল প্রেস (Durable press):
এটি এমন এক ধরনের বিশেষ ফিনিশিং ট্রিটমেন্ট যার মাধ্যমে কাপড়ের বা পোশাকের মধ্যে নির্দিষ্ট আকৃতি আয়তন, ভাজ ও প্রিন্ট ইত্যাদি স্থায়ী করে দেয়া হয় এবং পোশাক ব্যবহার করলেও সেই গুণাগুণ নষ্ট হয় না চলে যায় না।
ফেসিং (Facing) :
পোশাকের কোন কোন অংশের প্রান্ত বারবার নিজের থেকে বা ভেতরের দিকে একটা কাপড় সেলাই করে লাগানো হয় যাতে কাপড়ের প্রান্তের নিটেনিং জয়েন্ট বা এট্যাসমেন্টের কাজ সম্পন্ন করা যায় এরূপ অংশকে ফেসিং বলে। সাধারণত পোশাকের প্রান্তের আকৃতির সাথে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়।
ইন্টার ফেসিং (Interfacing):
পোশাকের অংশ ফেসিং এর মধ্যবর্তী স্থানে অতিরিক্ত একটি কাপড়ের পর্দা ব্যবহার করা হয় যার ফলে পোশাকের সেপ বা আকৃতি, স্থায়িত্ব এবং দৃঢ়তা বা শক্তি বৃদ্ধি পায় এটাকেই ইন্টার ফেসিং (Interfacing) বলে
ইনলে (Inlay):
পোশাকের কোন অংশ প্রয়োজনে বড় করার সুবিধার্থে প্যাটার্নের সাথে ছিমের পরেও কিছু অতিরিক্ত কাপড় রাখা হয় যাকে ইনলে বলে
মোল্ডিং (Molding):
তাপ ও চাপ প্রয়োগের দ্বারা ডাইস এর মাধ্যমে পোশাকের কোন অংশকে কাঙ্খিত আকার দেওয়ার পদ্ধতিকে মোল্ডিং বলে
প্রেসিং (Pressing):
তাপ ও চাপ প্রয়োগের মাধ্যমে পোশাকের মধ্যে অনাকাঙ্ক্ষিত দূরীভূত করা এবং কাঙ্ক্ষিত বাঁশ দেওয়ার প্রক্রিয়া কে প্রেসিং বলে।
লিঙ্কিং (Linking):
নিটের কাপড়ের তৈরি পোশাকের অংশসমূহ কে একটি বিশেষ ধরনের সেলাই মেশিনের সাহায্যে জোড়া লাগানোর প্রক্রিয়া লিংকিং বলে।
ডংকি (Donkey):
ইহা একটি বিশেষ ধরনের প্রেসিং বোর্ড যার সাহায্যে পোশাকের বিভিন্ন অংশে ভাজ সৃষ্টি না করে প্রেসিং করা যায়।
ক্র্যাচ (Crutch / Crotch):
যে স্থান বরাবর প্যান্টের দুই পায়ের ভেতরের দিকের সেলাই একত্রে মিলিত হয় কোন স্থানকে ক্র্যাচ বা প্যান্টের ফর্ক বলে।
ডার্ট (Dart):
একটি পোশাকের পৃষ্ঠ হতে ওয়েডজ আকৃতি অপসারণের জন্য সেলাই করে অথবা কাপড় কেটে এবং সেলাই করে কাঙ্খিত আকৃতি দেওয়াকে ডার্ট বলে
সিউএ বিলিটিঃ
একটি সুতার সেলাই যোগ্যতাকে সুতার সিউএবিলিটি বলে।
আশাকরি আপনি এই গার্মেন্টস এব্রিভিয়েশন / গার্মেন্টসের সংক্ষিপ্ত রুপ পোস্টের মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। কিছু জানার থাকলে আমাদের জানাবেন।
এবসেন্ট বা অনুপস্থিতি সমস্যা এবং সমাধান। Absenteeism Problems and Solution
শার্প টুলস কি? কিভাবে গার্মেন্টসে শার্প টুলস কন্ট্রোল করবেন?
আল্লাহ হাফেজ।
it is very helpful
Thanks you so much.