গার্মেন্টস সি.এন.সি.এম বা নন কনফর্মিং এসওপি
নন কনফর্মিং ম্যাটেরিয়াল র‍্যাক এবং ট্যাগ

গার্মেন্টস সিএনসিএম বা নন কনফর্মিং সম্পর্কে সবকিছু

আজকে এই পোস্টে আলোচনা করবো গার্মেন্টস সিএনসিএম অথবা প্রডাকশন নন কনফর্মিং বা কন্ট্রোল অব নন কনফর্মিং ম্যাটেরিয়ালস এর সিস্টেম বা এসওপি নিয়ে।

গার্মেন্টস সিএনসিএম কি? (What is CNCM)

সহজ ভাষায় অনিশ্চিত বা চলবে না এমন কোন গার্মেন্টস বা  গার্মেন্টসের কোন উপাদান বা কোন ফেব্রিক প্যানেল চিহ্নিত করে আলাদা করা এবং সঠিক পদ্ধতি অনুসরণ করে অপসরণ করা।

অর্থাৎ যদি কোন ম্যাটেরিয়ালস তার রিকোয়ারমেন্টের গুনাগুন পূরণ করতে না পারে।

তবে সেই গার্মেন্টস অতি দ্রুত ভাল ম্যাটেরিয়ালস থেকে অতিসত্ত্বর আলাদা করেসিএনসিএম এর এসওপি অনুযায়ী রিপোর্ট করতে হবে।

এবং সেই ম্যাটেরিয়ালসটি বা ম্যাটেরিয়ালসগুলি আলাদা করে একটি রেড বক্সে বা ডেমেজ কিপিং বক্সে সংরক্ষণ করতে হবে।

কেন সিএনসিএম করা হয়? (Why CNCM) 

শিপমেন্ট করা যাবে না এমন কোন গার্মেন্টস বা গার্মেন্টসে ব্যবহ্নত উপাদান যা পণ্যের কোয়ালিটিকে সম্পূর্ণরুপে বিনষ্ট করবে তা নিয়ন্ত্রণ করা।

প্রোডাকশনের সময় যাতে কোন ভাবেই খারাপ বা কোয়ালিটি মিট করে না এমন কোন ম্যাটেরিয়ালস দ্বারা কোন গার্মেন্টস বানানো না হয়।

অথবা যাতে করে এটা নিশ্চিত করা সম্ভব হয় কোন অবস্থাতেই বায়ারের রিকোয়ামেন্ট মিট করে না এমন কোন ম্যাটেরিয়ালস দ্বারা প্রোডাক্ট বানানো হচ্ছে না তা নিশ্চিত করার জন্য এই পদ্ধতি গার্মেন্টসে ব্যবহার করা হয়।

গার্মেন্টস সিএনসিএম হওয়ার শর্তগুলি কি কি? (Conditions for CNCM) 

  1. যদি –কোন গার্মেন্টস বা গার্মেন্টস এর উপাদান সেফটি, রেগুলারিটি এবং প্রডাকশন বা কোয়ালিটির শর্ত পুরণ না করে তবে তা নন কনফর্মিং হবে।
  2. যদি কোন প্রডাক্ট বায়ারের রিকোয়ারম্যান্ট পূরন করতে ব্যর্থ হয় এবং রিপেয়ারিং অসম্ভব হয় তবে নন কনফর্মিং ম্যাটেরিয়াল হিসেবে গণ্য করতে হবে।
  3. যদি রিপেয়ার যোগ্য হয় , তবে লাইনে রিপেয়ারের জন্য পাঠাতে হবে।
  4. সব গার্মেন্টস গুলো অবশ্যই ১০০% রি-চেক করে দিতে হবে এবং কারেক্টিভ এ্যাকশন প্লান দিতে হবে।
  5. শিপমেন্ট করা যাবে না এমন গার্মেন্টস বা গার্মেন্টসের উপাদান গুলো রাখার জন্য প্রত্যেক “ফ্লোরে রেড” বক্স থাকতে হবে।
  6. ড্যামেজ রেজিস্ট্রারে রেকর্ড থাকতে হবে।

কে কখন কোন স্টেজে করে থাকে? (Who where when will do CNCM)

গার্মেন্টসের যেকোন স্টেজে যখনি কোন ম্যাটেরিয়ালস ইন্সপেকশন করে কোয়ালিটি মিট করবে না বা সেই গার্মেন্টস ম্যাটেরিয়ালস গার্মেন্টস বানানোর জন্য ব্যবহার করা যাবে না।

যদি এমন কোন ম্যাটেরিয়ালস পাওয়া যায় তবে খুব দ্রুত এই সিএনসিএম এসওপি / সিস্টেম ব্যবহার করতে হবে।

যে সেকশনের ম্যাটেরিয়ালস এর সমস্যার কারণের সিএনসিএম হবে সেই সেকশনের সেকশন ইনচার্জ এই পদ্ধতিটি প্রয়োগ করার করে থাকেন।

https://www.garmentsshiksha.com/minimum-requirement/

কিভাবে গার্মেন্টস  এর জন্যে সিএনসিএম করবেন? (How to do CNCM)

  1. প্রোডাকশন প্রক্রিয়া চলাকালীন সময়ে কোন তৈরিকৃত গার্মেন্টসের কোন মেটেরিয়াল বা কোন ফেব্রিক প্যানেল নন কনফর্মিং হলে তা চিহ্নিত করে কেন নন কনফর্মিং তার কারণ রিপোর্টে উল্লেখ করবে।
  2. নন কনফর্মিং কোন মেটেরিয়াল পাওয়া গেলে তা ভাল মেটেরিয়াল থেকে আলাদা করে চিহ্নিত করে রাখবে
    1. নন কন ফর্মিং ফেব্রিক বা ট্রিম ও এক্সেসরিসস স্টোরে সংরক্ষণ করবে।
    2. প্রডাকশন ফ্লোরে নন কনফর্মিং গার্মেন্টস (ফিনিশস / নন- ফিনিশস গার্মেন্টস) “রেড” বক্সে রাখবে
    3. সি এন সি এম রিপোর্ট রাখবে।
    4. রেড বক্স ভরাট হয়ে গেলে বা একটা নির্দিষ্ট সময় পর পর সেগুলো নিয়ে গেট পাশ করে বাহিরে নিয়ে হয় পুডিয়ে ফেলতে হবে অথবা সেগুলোকে নষ্ট করে দিতে হবে।
      1. (গার্মেন্টস হলে সেগুলোকে হয় পুড়িয়ে ফেলতে হবে অথবা কেটে ঝুট হিসেবে নষ্ট করতে হবে
      2. এবং মেটাল জাতীয় হলে সেগুলোকে অবশ্যই পুডিয়ে নষ্ট করে দিতে হবে) ।

মনে রাখতে হবে যে কোন ম্যাটেরিয়ালস নন কনফর্মিং গার্মেন্টস বা এর উপাদান অপসরণের সিদ্ধান্ত কিউ.এ. হেড কর্তৃক গৃহীত হতে হবে।

যখন সেগুলোকে রেডবক্সে থেকে বের করে পরবর্তী প্রসেসের জন্য নিয়ে যাওয়া হবে তখন সেখানে অবশ্যই নিম্নোক্ত ব্যক্তিদের উপস্থিতি থাকতে হবেঃ

রেড বক্স খোলার সময় যারা যারা উপস্থিত থাকবেঃ (Those who will be present when the red box opens)

  1. সেকশন ইনচার্জ ( প্রোডাকশন থেকে)
  2. কোয়ালিটি ইনচার্জ/ ম্যানেজার
  3. স্টোর প্রতিনিধি
  4. সিকিউরিটি ইনচার্জ / প্রতিনিধি

এর পর গেট পাশ করে সেগুলো কে গার্মেন্টস ফ্যাক্টরীর বাহিরে নিয়ে গিয়ে পরবর্তী প্রসেসের জন্য নিয়ে যেতে হবে।

এবং সকল রিপোর্ট ছবিসহ সংরক্ষণ করতে হবে।

আশা করি গার্মেন্টসের সিএনসিএম বা কন্ট্রোল অব নন কনফর্মিং এসওপি সম্পর্কে ধারনা দিতে পেরেছি। কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন।

চাইলে নিচের পোস্টগুলিও দেখতে পারেনঃ

প্রডাকশন ম্যানেজারের কাজ গুলি বা পিএম এর জেডি জেনে নিন।

https://www.garmentsshiksha.com/fcca-check-list/

Check Also

মেজারমেন্ট টেপ ক্যালিব্রেশন সম্পর্কে বিস্তারিত

মেজারমেন্ট টেপ ক্যালিব্রেশন সম্পর্কে বিস্তারিত জেনে নিন

আজকে আমরা এই পোস্টের মাধ্যমে গার্মেন্টসের মেজারমেন্ট টেপ কিভাবে ক্যালিব্রেশন করতে হয় সে বিষয়ে সবকিছু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *