ফেব্রিক রিলাক্সেশন কীভাবে নিশ্চিত করবেন?
ফেব্রিক রিলাক্সেশন

ফেব্রিক রিলাক্সেশন পদ্ধতি এবং কিভাবে ফেব্রিক রিলাক্সেশন নিশ্চিত করবেন

এই পোস্টের মাধ্যমে আমরা জানবো ফেব্রিক রিলাক্সেশন নিশ্চিত করণ পদ্ধতি বা এসওপি সম্পর্কে। রিলাক্সেশন কি, কেন রিলাক্সেশন করা হয়, কিভাবে করা হয় , রিপোর্টিং, মেশিন এবং ফ্লো চার্ট ইত্যাদি সম্পর্কে জানবো এইখানে।

ফেব্রিক রিলাক্সেশন কি?

ফেব্রিক রিলাক্সেশন করা মানে হচ্ছে কাপড়কে বিশ্রাম প্রদান করা। কাটিং করার আগে ফেব্রিকের ধরণ অনুযায়ী ফেব্রিককে খোলা অবস্থায় র‍্যাকে রেখে রিলাক্স করাকেই ফেব্রিক রিলাক্সেশন বলা হয়।

ফেব্রিকের ধরণ অনুযায়ী ফেব্রিককে অবশ্যই রিলাক্সেশন করতে হবে।

ফেব্রিক কাটিং করে যখন সুইং করার পর যাতে সংকুচিত না হয় তার জন্য রিলাক্সেশন করা জরুরী।

রিলাক্সেশন কেন জরুরী  চলুন বিষয়টি  বোঝার চেস্টা করি।

 ফেব্রিক রিলাক্সেশন এসওপি বা পদ্ধতি
ফেব্রিক রিলাক্সেশন যে ভাবে করবেন (নমুনা চিত্র)

আমরা সাধারণত গার্মেন্টসে কি দেখি?

ফেব্রিক স্প্রেডিং করে প্যাটার্ণ অনুযায়ী কাটা হয় এবং কাট প্যানেল বানিয়ে সেগুলোকে সুইং এ এসেম্বেইল বা বিভিন্ন প্যানেলগুলিকে সুইং করে জোড়া লাগিয়ে গার্মেন্টস বানানো হয়।

গার্মেন্টস বানানোর পর গার্মেন্টস এর মেজারমেন্ট কম বেশি হয় কেন?

বিশেষ করে নিট ফ্যাব্রিক দিয়ে বানানো গার্মেন্টসগুলিতে । এর কারণ হচ্ছে নিট ফেব্রিক বানানোর ধরনের উপর। ওভেনের ক্ষেত্রে তেমন কোন ইফেক্ট পড়ে না।

এবার আগের কথায় আবার ফিরে আসি।

সাধারণত ফেব্রিক রোলগুলি রোল আকারে বা ফোল্ডার বা ভাঁজ আকারে টেক্সটাইল হতে গার্মেন্টস এ ডেলিভারি করা হয় ।

এই অবস্থায় আমরা গার্মেন্টসে ফেব্রিক গ্রহণের সময় সেটা দুইটি অবস্থা পাচ্ছি।

  1. ফেব্রিক ফোল্ডিং অবস্থায়
  2. ফেব্রিক রোল অবস্থায়

এই দুই অবস্থায় ফেব্রিক ঠিকমত প্রসারিত হওয়ার সুযোগ পায় না। একটা নির্দিষ্ট টান অবস্থায় থাকে। সেইজন্যে ফেব্রিক গ্রহণ করার পর সেগুলোকে রিলাক্স করতে হয়। গার্মেন্টসে ফেব্রিক রিলাক্সেশন করা হয় যাতে করে ফেব্রিক যতটুকু সংকুচিত/ প্রসারিত হওয়ার কথা ছিল ততটুকু সংকুচিত/ প্রসারিত হওয়ার সুযোগ পায়। আর যদি রিলাক্সেশন না করে সরাসরি স্প্রেডিং করা হয় তবে স্প্রেডিং এর সময় হয়তো ফেব্রিক এর পজিশন ঠিক থাকবে কিন্তু সেটা সুইং করার পর যখন গার্মেন্টস তৈরী হবে ততক্ষণে ফেব্রিক সংকুচিত হয়ে যাবে। ফলে গার্মেন্টস এর মেজারমেন্ট ঠিক থাকবে না। দেখা যাবে যে মেজারমেন্ট দিয়ে ফেব্রিক কাটা হয়েছে সেগুলো দিয়ে গার্মেন্টস বানানোর পর মেজারমেন্ট মিলছে না। এল সাইজ এর গার্মেন্টস এস সাইজেও চলে আসতে পারে। এই জন্যে গার্মেন্টসে (বিশেষ করে নিটে) রিলাক্সেশন করা অত্যন্ত জরুরী।

https://www.garmentsshiksha.com/minimum-requirement/

ফেব্রিক রিলাক্সেশন পদ্ধতি বা এসওপি

  1. প্রথমে ফেব্রিক গুলোকে রোল বা ফোল্ডার অবস্থান থেকে মেশিনের মাধ্যমে / ম্যানুয়ালি খুলে সেগুলোকে যতটা সম্ভব খোলা রেখে (টান থাকবে না এমন অবস্থায়) র‍্যাকে রেখে রিলাক্স করে রাখতে হবে।
  2. ফেব্রিক ইন্সপেকশন পাস, শেডব্যন্ড, কালার কোয়ান্টিটি রেকর্ড অনুযায়ী ফেব্রিক আলাদা করে র‍্যাকে রিলাক্স করতে হবে। 
  3. রিলাক্সকৃত খোলা রোলে “রিলাক্স ডিটেইলস ট্যাগ” লাগিয়ে ব্যাচ, কালার ও শেড অনুযায়ী একসাথে একটি রোল অথবা একত্রে এক সাথে একই কালারের রোল একসাথে সর্বোচ্চ ১২ ইঞ্চি উচ্চতায় র‍্যাকে সংরক্ষণ করতে হবে।
  4. এখানে একটি রিলাক্সেশন ট্যাগ লাগাতে হবে যার মধ্যে রিলাক্সেশন সংক্রান্ত যাবতীয় তথ্য উল্লেখ থাকবে।
  5.  কাপড় এর ধরণ অনুযায়ী রিলাক্সেশন করতে হবে। (নিচের টেবিল অনুযায়ী )
  6. রিপোর্ট করতে হবে। রিপোর্টে অবশ্যই কখন থেকে রিলাক্সেশন শুরু হয়েছে এবং কখন শেষ হলো , মোট কত ঘন্টা রিলাক্সেশন কর হলো ইত্যাদি প্রাপ্ত তথ্যগুলি রিলাক্সাশন রিপোর্টে সংরক্ষণ করতে হবে।

কোন ফেব্রিকের রিলাক্সেশন কতটুকু করতে হয়?

ফেব্রিকের ধরণ অনুযায়ী নিচের ছক অনুসরণ করে কাপড় রিলাক্স করতে হবে। অথবা যদি বায়ারের অন্য কোন নির্দেশনা থাকে সেই অনুযায়ী ফেব্রিক রিলাক্সেশন করতে হবে। 

ফেব্রিকের ধরণ রিলাক্সেশনের সময়
সকল প্রকার নিট রোল ফেব্রিকের ক্ষেত্রে  ২৪ ঘন্টা 
সকল প্রকার নিট ফোল্ড ফেব্রিকের ক্ষেত্রে   ১২ ঘন্টা 
সকল স্পান্ডেক্স ফেব্রিকের ক্ষেত্রে  নুন্যতম ২৪-৪৮ ঘন্টা 
সকল ওভেন ফেব্রিকের ক্ষেত্রে  রিলাক্স করার প্রয়োজন নেই। 

প্রাপ্ত তথ্যগুলি রিলাক্সাশন রিপোর্টে সংরক্ষণ করতে হবে।

https://www.garmentsshiksha.com/causes-of-poor-quality-product/

ফেব্রিক রিলাক্সেশন ফ্লো চার্ট

ফেব্রিক রিলাক্সেশন ফ্লো চার্ট
ফেব্রিক রিলাক্সেশন এর সংক্ষিপ্ত ফ্লো চার্ট

কয়েকটি রিলাক্সেশন মেশিন এর নাম হচ্ছেঃ such as

 ফেব্রিক রিলাক্সেশন মেশিন
ফেব্রিক রিলাক্সেশন এর মেশিন
  1. Cosmo Tex Fabric Relaxation Machine
  2. SL1 Fabric Relaxing Machine

  3. ST-FRM-S-Steam Fabric Relaxing Machine
  4. UW2-M OSHIMA – Fabric relaxing machine

  5. ST-FRM-VI- Fabric Relaxing Machine

রিলাক্সেশন মেশিনে কীভাবে কাপড় রিলাক্স করা হয় এই ভিডিওতে দেখতে পাবেন। (Video Source)

পরিসংক্ষেপঃ

এই পোস্টের আলোচনা থেকে যা বুঝলাম চলুন আরেকবার জেনে নিইঃ

  1. রিলাক্সেশন করা হয় যাতে করে কাপড় যতটূকু সংকুচিত হতে পারতো তা হয় বা ফেব্রিকের শ্রিংকেজ যাতে ঠিক থাকে তা নিশ্চিত করার জন্য।
  2. ওভেন কাপড় ছাড়া সব ফেব্রিকের ক্ষেত্রে রিলাক্সেশন করতে হবে এটা বাধ্যতামুলক। না হলে পরবর্তীতে মেজারমেন্টে সমস্যা দেখা দিবে।
  3. ফেব্রিক রিলাক্সেশন এর কয়েকটি মেশিন লিস্ট  এবং এসওপি বোঝার জন্যে ফ্লো চার্ট ও এখানে সংযুক্ত করা আছে।

চাইলে নিচের পোস্টগুলিও দেখতে পারেনঃ

https://www.garmentsshiksha.com/light-requirements/

https://www.garmentsshiksha.com/how-to-implement-an-effective-quality-training/

কাট প্যানেল নাম্বারিং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নিন

ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।

Check Also

কোয়ালিটি ৮টি ডায়মেনশন বা কোয়ালিটির মাত্রা

কোয়ালিটি ৮টি ডায়মেনশন সম্পর্কে জেনে নিন

মুখ্য পয়েন্টগুলি1 কোয়ালিটি ৮টি ডায়মেনশন কি?2 গার্মেন্টস কোয়ালিটি ডায়মেনশন হচ্ছে আটটি। Eight dimensions of quality2.1 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *