মেজারমেন্ট টেপ ক্যালিব্রেশন সম্পর্কে বিস্তারিত
মেজারমেন্ট টেপের অন্তর্গত বিভিন্ন অংশের মাপ

মেজারমেন্ট টেপ ক্যালিব্রেশন সম্পর্কে বিস্তারিত জেনে নিন

আজকে আমরা এই পোস্টের মাধ্যমে গার্মেন্টসের মেজারমেন্ট টেপ কিভাবে ক্যালিব্রেশন করতে হয় সে বিষয়ে সবকিছু জানার চেস্টা করবো ইনশাআল্লাহ্‌।

গার্মেন্টসের কোয়ালিটির জন্য মেজারমেন্ট অপরিহার্য। মেজারমেন্ট করার জন্য টেপ প্রয়োজন। মেজারমেন্ট টেপের মাপ ঠিক আছে কি’না সেটা যাচাই এর জন্য টেপ ক্যালিব্রেশন (Measurement Tape Calibration)  করা প্রয়োজন।

মেজারমেন্ট টেপ  কি?

যে টেপ দিয়ে কোন কিছুর পরিমাপ করা হয় সেটাই মেজারমেন্ট টেপ। মেজারমেন্ট অর্থ হচ্ছে পরিমাপ করা ! যে কোন গার্মেন্টসের  গুণগত মান সঠিক রাখার জন্য সেই গার্মেন্টসের মেজারমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ।

টেপ  প্রতি এক মাস পর পর ক্যালিব্রেশন করতে হয় কেন?

প্রতি এক মাস পর পর ক্যালিব্রেশন করতে হয় কারণ: such as

  1. মেজারমেন্ট টেপ প্লাস্টিকের তৈরি ফলে দীর্ঘদিন ব্যবহার করার ফলে এই টেপ একটু বড় ছোট হতে পারে সেটা যাচাই করার জন্য প্রতি এক মাস অন্তর অন্তর টেপ ক্যালিব্রেশন করতে হয় ।
  2. পরিমাপের ইউনিট বা একক সঠিক রাখার জন্য।
  3. আদর্শ মাপ থেকে কতটুকু বেশি বা কম অর্থাৎ টলারেন্স কত হয়েছে সেটা জানার জন্য ।
  4. টেপ ব্যবহারের অযোগ্য হয়েছে কিনা সেটি যাচাইয়ের জন্য।
  5. টেপ কুচকানো, মোড়ানো, বা ছিড়ার মত সমস্যার কারণে বাতিল করতে হবে কিনা সেটা যাচাই করার জন্য।
  6. প্রোডাকশন ফ্লোরে যতজন টেপ ব্যবহার করছে প্রত্যেকের টেপ কার্যকরী আছে কিনা বা প্রয়োজনে ব্যবহার করার উপযোগী আছে কিনা তা নিশ্চিত করার জন্য।
  7. মেজারমেন্ট করার সময় মেজারমেন্ট সঠিক হচ্ছে কিনা তা নিশ্চিত করতে টেপ ক্যালিব্রেশন করতে হয়
  8. উৎপাদন কাজে ব্যবহৃত প্রত্যেকটি ব্যবহার্য জিনিস যে ক্যালিব্রেশন করে তার কার্যকারিতা পরীক্ষা করা হয় তা নিশ্চিত করার জন্য।
  9. 1 বছর 5 মাস পর একটি প্রোডাকশন  ফ্লোর এর যতজন টেপ ব্যবহার করে তার ক্যালিব্রেশন ডাটা , অ্যাভারেজ মেজারমেন্ট টলারেন্স  কত ছিল ইত্যাদি এনালাইসিস রিপোর্ট অনুযায়ী সাবমিট করার জন্য।
  10. নির্ধারিত টলারেন্সের থেকে বেশি টলারেন্সের মেজারমেন্ট এর ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য।
  11. অবৈধ /অনিয়ন্ত্রিত/ক্যালিব্রেশন করা ছাড়া বহিরাগত টেপের ব্যবহার সনাক্তকরণ ও প্রতিরোধ করার জন্য।

গার্মেন্টস এব্রিভিয়েশন বা সব সংক্ষিপ্তরুপ গুলি একত্রে

নোটঃ

নিম্নোক্ত ক্ষেত্রে মেজারমেন্ট টেপ ২ মাস বা ৩ মাস অন্তর অন্তর ক্যালিব্রেশন করা যেতে পারেঃ

  1. যদি কোন বায়ারের রিকোয়রমেন্ট না থাকে আর টেপের কোয়ালিটি যদি ভালো থাকে
  2. ১ মাস পর পর ক্যালিব্রেশন করা হয়েছে এমন কয়েক মাসের ক্যালিব্রেশন রিপোর্ট যদি ভালো থাকে তবেই কেবল ক্যালিব্রেশন করার এই ফ্রিকোয়েন্সি বাড়ানো যেতে পারে।

মেজারমেন্ট টেপ ক্যালিব্রেশন না করলে কি কি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে?

প্রথমত ক্যালিব্রেশন না করলে টেপের মাপ যে সঠিক আছে সেটা নিশ্চিত হওয়া যাবে না।
উৎপাদিত গার্মেন্টস ক্যালিব্রেশন ছাড়া টেপ দিয়ে মেজারমেন্ট করলে মেজারমেন্ট ঠিক হবে না ফলে গার্মেন্টস কোয়ালিটি ইস্যু তৈরি হতে পারে।
নির্ধারিত টলারেন্সের চেয়ে কম বা বেশি ক্যালিব্রেশনকৃত মেজারমেন্ট এর ব্যবহার করলে পরিমাপ সঠিক হবে না
অবৈধ, অনিয়ন্ত্রিত বা ক্যালিব্রেশন ছাড়া বহিরাগত টেপ ব্যবহার করলে মেজারমেন্ট এর পরিমাপ সঠিকভাবে নিয়ন্ত্রিত হবে না।

 

টেপ ক্যালিব্রেশন কে করবে?

ফ্যাক্টরীর অনুমোদিত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অথবা মেইনটেনেন্স ইনচার্জ প্রতিটি টেপ ক্যালিব্রেশন করার জন্য দায়িত্বপ্রাপ্ত ।  এবং প্রাপ্ত তথ্য গুলো মেজারমেন্ট লগ বুক রেজিস্টার এর আপডেট করবে।

টেপের ডকুমেন্টেশন ভ্যালিডেশন এর জন্য মেইন্টেনেন্স ইনচার্জ এবং মেইন্টেনেন্স ম্যানেজার দায়িত্বপ্রাপ্ত।

https://www.garmentsshiksha.com/light-requirements/

মেজারমেন্ট টেপ ক্যালিব্রেশন সিস্টেমঃ

যেকোনো কর্মীকে মেজারমেন্ট টেপ ব্যবহার করার জন্য দেওয়ার আগেই সেই টেপ ক্যালিব্রেশন করে তার নাম আইডি নাম্বার মেজারমেন্ট ক্যালিব্রেশন করার তারিখ ইত্যাদি লিপিবদ্ধ করে টেপ তার নামে ইস্যু করতে হবে ।

টেপটিকে অবশ্যই একটি মাস্টার স্টিলের স্কেল (স্টেইনলেস) এর সাপেক্ষে ক্যালিব্রেশন করতে হবে।
বিশেষ নোটঃ

মাস্টার স্টিলের স্কেল টি অবশ্যই অন থাকতে হবে

যেটা সাধারণত ১ বছর পর পর বিএসটিআই (BSTI) বা সম মানের অনুমোদিত  প্রতিষ্ঠান থেকে ক্যালিব্রেশন করতে হয়

এবং ক্যালিব্রেশন করার পর একটি স্টিকার টেক মাস্টার স্টিলের গায়ে লাগানো হয়।

 

মাস্টার স্টিলের স্কেলের সাথে মেজারমেন্ট টেপ কমপক্ষে ৬০ সি.এম মিলিয়ে দেখতে হবে।

টেপগুলো ক্যালিব্রেশন করার পর যে বৈষম্য পাওয়া গেল অর্থাৎ এক মাস পর টেপ ক্যালিব্রেশন করার পর কতটুকু কমবেশি টলারেন্স পাওয়া গেল সেই টলারেন্স মেজারমেন্ট লগ বুক রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।
টেপ কি ক্যালিব্রেশন করার পর যদি ±1/8 (± ১/৮) এর বেশি পাওয়া যায় প্রতি এক গজের মধ্যে, তবে সেই টেপটি ব্যবহারের অযোগ্য বলে বিবেচিত হবে এবং সেই কর্মীকে একটি নতুন টেপ ইসু করাতে হবে।
প্রতি এক মাস পর পর একইভাবে প্রতিটি টেপের ক্যালিব্রেশন করতে হবে এবং উপরের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

মেজারমেন্ট টেপে একটি সিরিয়াল নাম্বার দিতে হবে এবং একই সিরিয়াল নাম্বার লগ বুক রেজিস্টারে রেকর্ড করাতে হবে।

প্রতিটি টেপের স্টিকার এর মধ্যে এর ব্যবহারকারীর বিস্তারিত তথ্য যেমন তার আইডি নাম্বার, নাম, ক্যালিব্রেশন তারিখ, পরবর্তী ক্যালিব্রেশন এর তারিখ এবং সর্বশেষ ক্যালিব্রেশন এর সময় কত প্লাস মাইনাস টলারেন্স ছিল ইত্যাদি তথ্যগুলো সংযুক্ত করতে হবে যা একই সাথে মেজারমেন্ট লগ বুক রেজিস্টার এর আপডেট করতে হবে।

কিছু গুরুত্বপূর্ণ বিষয়াদি মেজারমেন্টে টেপ ক্যালিব্রেশন করার সময়ঃ

যদি ক্যালিব্রেশন করার নির্ধারিত ডেট বা একমাস সময় পার হবার আগেই কোন কারনে কারো টেপ ক্ষতিগ্রস্ত হয় তাহলে তা খুব দ্রুত মেইনটেনেন্স রুমে জমা দিয়ে নতুন একটি টেপ ইস্যু করতে হবে।

এক জনের টেপ আরেকজনের ব্যবহার নিষিদ্ধ।

যদি কোন টেপের মধ্যে কোঁকড়ানো, ভাঙ্গা, কাটা, মোড়ানো, বেশি পুরাতন হওয়া ইত্যাদি সমস্যা দেখা যায়

তবে সেই টেপ টিকে চেঞ্জ করতে হবে।

 

এমনকি সেই টেপ টির যদি ক্যালিব্রেশনও ঠিক থাকে অর্থাৎ টলারেন্সের মধ্যে থাকে

তবুও এই সমস্ত বিশেষ ক্ষেত্রে টেপ টিকে পরিবর্তন করে নতুন একটি টেপ ইস্যু করতে হবে।

 

অব্যবহৃত টেপগুলি বা ফেল হওয়া টেপগুলো ফ্যাক্টরীর অনুমোদিত ব্যক্তি জমা রাখবেন
এবং সঠিক ডকুমেন্টেশনের মাধ্যমে ( Received, Issue & Balance Register for Measurement Tape) স্টোরে পরবর্তী প্রক্রিয়ার ( পুনঃপ্রক্রিয়া / ব্রিক্রি / নিষ্পত্তি ) জন্য জমা দিবেন।

অফিস চলাকালীন সময়ে অনুমোদিত ব্যক্তি যে কোন ব্যক্তির কাছ থেকে টেপ চেক করতে পারেন এবং কোন অনুমোদনহীন টেপ পেলে তা সাথে সাথে জব্দ করতে পারেন।

বিশেষ টিপসঃ

ফ্লোর এর মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন দিনে ক্যালিব্রেশন এর তারিখ থাকলে ঠিকমতো ক্যালিব্রেশন করতে অসুবিধা সৃষ্টি হয়।

ফলে দেখা যায় কারও ক্যালিব্রেশন করার সময় ডেট চলে গেছে বা সকল টেপ সাথে ক্যালিব্রেশন করে আপডেট করতে বেশ অসুবিধার সৃষ্টি হয়।

এই সমস্যার সমাধান করার জন্য ফ্লোরের সব টেপকে একটি নির্দিষ্ট তারিখ এর মধ্যেই ক্যালিব্রেশন এর মধ্যে রাখাটা বেটার।

বিশেষ ক্ষেত্রে কয়েকজনের ভিন্ন ভিন্ন ক্যালিব্রেশনের তারিখ থাকলেও পরবর্তীতে একই সময়ে যখন অন্যদের ক্যালিব্রেশন করা হবে
তখন সেটিও ক্যালিব্রেশন করলে ক্যালিব্রেশন পদ্ধতি ঠিক রেখে খুব দ্রুত ফ্লোরে সকল টেপের ক্যালিব্রেশন করা যায়।

 

গার্মেন্টসের কোয়ালিটির জন্য ব্যবহৃত মেজারমেন্টের টেপের ক্যালিব্রেশন সম্পর্কে কোন প্রশ্ন, মতামত বা পরামর্শ থাকলে নির্দ্বিধায় জানানোর জন্য অনুরোধ করছি।

প্রগ্রেসিভ বান্ডেল সিস্টেম সম্পর্কে বিস্তারিত

https://www.garmentsshiksha.com/fcca-check-list/

আল্লাহ্‌ হাফেজ।

Check Also

প্রগ্রেসিভ বান্ডেল সিস্টেম বা প্যানেল সম্পর্কে বিস্তারিত

প্রগ্রেসিভ বান্ডেল সিস্টেম সম্পর্কে বিস্তারিত

আজকের এই পোস্টে আমরা গার্মেন্সের প্রগ্রেসিভ বান্ডেল সিস্টেম (Progressive bundle system) কি অথবা কাট প্যানেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *