এই পোস্টে আমরা জানবো গার্মেন্টসের ফিনিশিং সেকশনের হ্যাংগ ট্যাগ ম্যান এর দায়-দায়িত্ব সম্পর্কে। হ্যান্ড ট্যাগ ম্যানের কাজ কি বা জব রেস্পন্সিবিলিটি কি সে সম্পর্কে জানবো এই পোস্টে।
মুখ্য পয়েন্টগুলি
- 1 শুরু করার পূর্বে টেবিল এবং আশপাশ পরিষ্কার রাখতে হবে
- 2 ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী বা পি পি ই
- 3 স্টাইল পিও কালার সাইজ অনুযায়ী হ্যাংগ ট্যাগ গ্রহণ।
- 4 ফিনিশিং সুপারভাইজার এবং কিউ সি এর কাছ থেকে সরাসরি প্রয়োজনীয় নির্দেশনা সংগ্রহ করা এবং বুঝে নিতে হবে।
- 5 সাব স্টোর থেকে একটা হ্যাংগ ট্যাগ গান বা হ্যাংগ ট্যাগ লাগানোর মেশিন গ্রহণ করা এবং রেজিস্টার রক্ষা করা
- 6 নির্দেশনা অনুযায়ী সঠিক জায়গায় হ্যাংগ ট্যাগ লাগানো
- 7 কোম্পানির নিডেল ভাঙ্গা পদ্ধতি সম্পর্কে বুঝতে হবে
- 8 কাজ শেষে হ্যাংগ ট্যাগ গান সাবে স্টোরে ফেরত দিতে হবে।
শুরু করার পূর্বে টেবিল এবং আশপাশ পরিষ্কার রাখতে হবে
সকালবেলা কাজ শুরু করার আগে আশেপাশের জায়গা পরিষ্কার করতে হবে যেমন টেবিল, ঝুড়ি রাখ ইত্যাদি পরিষ্কার করে কাজ শুরু করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।
ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী বা পি পি ই
অর্থাৎ পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট পরিধান করার কাজ শুরু করতে হবে।
এই ব্লগে আমরা পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট সম্পর্কিত অনেকগুলো লেখা ইতিমধ্যে শেয়ার করেছি। এমনকি garments abbreviation এর পোস্ট এর মধ্যেও আমরা অনেক কিছু দেওয়ার চেষ্টা করেছি এ সম্পর্কে।
তবুও আরেকবার বিষয়টি সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে একটু জেনে নেই।
পি পি ই (PPE = personal protective equipment) বা পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট অর্থাৎ আক্ষরিক অর্থে এর মানে হচ্ছে ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রি।
কোন প্রতিষ্ঠানে কাজ শুরু করার জন্য একজন কর্মীকে ন্যূনতম যে সমস্ত সিকিউরিটি বা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হয় তার সবগুলোই পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট এর অন্তর্ভুক্ত।
বাকি নিয়মগুলো বরাবরের মতই
অর্থাৎ কাজ শুরু করার পূর্বে মাথায় ক্যাপ মুখে মাক্স গলায় আইডি কার্ড এবং কোম্পানি প্রদত্ত ইউনিফর্ম বা স্পেশাল কোন টিমের সাথে সংযুক্ত থাকলে যেমন বিদ্যুৎ বা ফায়ার, আগুন ইত্যাদি টিমের সাথে সংযুক্ত থাকলে
সেই সংক্রান্ত ইউনিফর্ম পরিধান করে কাজ শুরু করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।
স্টাইল পিও কালার সাইজ অনুযায়ী হ্যাংগ ট্যাগ গ্রহণ।
কাজ শুরু করার জন্য অবশ্যই অবশ্যই প্রতিটি কালারের জন্য গার্মেন্টসের ইউনিভার্সেল প্রাইস কোড (universal price code) এর নাম্বার অনুযায়ীএকই সাইজের একই কালারের হ্যাংগ ট্যাগ সংগ্রহ করতে হবে।
যে কালারের হ্যাংগ ট্যাগ এ কাজ করা হচ্ছে সেই কালারের শুধুমাত্র হ্যাংগ ট্যাগ সামনে রাখতে হবে এবং
গার্মেন্টস এর মধ্যে হ্যাংগ ট্যাগ লাগানোর সময় লেবেল এবং সাইজ ঠিক আছে কিনা তা যাচাই করে নিতে হবে।
ফিনিশিং সুপারভাইজার এবং কিউ সি এর কাছ থেকে সরাসরি প্রয়োজনীয় নির্দেশনা সংগ্রহ করা এবং বুঝে নিতে হবে।
কিভাবে গার্মেন্টস এর মধ্যে হ্যাংগ ট্যাগ লাগাতে হবে
এই সংক্রান্ত দিকনির্দেশনা সংশ্লিষ্টদের ডিপার্টমেন্টের ফিনিশিং সুপারভাইজার এর কাছ থেকে নিতে হবে।
ফিনিশিং কোয়ালিটি এর মাধ্যমে হ্যাংগ ট্যাগ লাগানো সঠিক আছে কিনা তা নিশ্চিত হবে।
সাব স্টোর থেকে একটা হ্যাংগ ট্যাগ গান বা হ্যাংগ ট্যাগ লাগানোর মেশিন গ্রহণ করা এবং রেজিস্টার রক্ষা করা
কাজ করার জন্য যে হ্যাংগ ট্যাগ ইউজ করা হয় সেটা সংশ্লিষ্ট ফ্লোরের সাব স্টোরে জমা থাকে।
প্রত্যেকদিন হ্যাংগ ট্যাগ ব্যবহার করার জন্য হ্যাংগ ট্যাগ ম্যান কে সাব স্টোর থেকে যথাযথ রেজিস্টারে সিগনেচার বা স্বাক্ষর করে হ্যাংগ ট্যাগ সংগ্রহ করতে হবে।
হ্যাংগ ট্যাগ নেওয়ার সময় হ্যাংগ ট্যাগ গানের মাথা ভোতা আছে কিনা তা চেক করে নিতে হবে
নির্দেশনা অনুযায়ী সঠিক জায়গায় হ্যাংগ ট্যাগ লাগানো
হ্যাংগ ট্যাগের ব্যবহার শেষ হলে অর্থাৎ কাজের শেষে পুনরায় হ্যাংগ ট্যাগ ম্যান কে সাব স্টোরে গিয়ে সিগনেচার বা স্বাক্ষর করে হ্যাংগ ট্যাগ গান জমা দিতে হবে।
হ্যাংগ ট্যাগ লাগানোর পূর্বে নিয়ম অনুযায়ী শেষ 3-digit চেক করতে হবে
গার্মেন্টসের গায়ে হ্যাংগ ট্যাগ লাগানোর সময় হ্যাংগ ট্যাগ লেভেল এর শেষ তিনটি ডিজিট দেখে হ্যাংগ ট্যাগ লাগাতে হবে।
হ্যাংগ ট্যাগ সাধারণত গার্মেন্টসের মেইন লেবেলের পাশে সাইজে লেবেলের ওখানে সংযুক্ত করতে হবে এবং
হ্যাংগ ট্যাগ লাগানোর সময় সাইজ লেবেলের সাইজ নম্বর এবং গার্মেন্টসের সাইজ নম্বর ঠিক আছে কিনা সেটা যাচাই করে নিতে হবে।
হ্যান্ড ট্যাগ লাগানোর সময় ইউ পি সি (universal price code) এর নাম্বার অনুযায়ী হ্যান্ড ট্যাগ এর নাম্বার মিলিয়ে দেখতে হবে।
যদি গার্মেন্টস এর লেবেল এর ইউপিসি নাম্বার এবং হ্যান্ড এর নাম্বার মিলে না যায় তাহলে অতিসত্বর সেই গার্মেন্টস আলাদা করে রাখতে হবে
এবং খুব দ্রুত ফিনিশিং সুপারভাইজার কে অবহিত করতে হবে এবং একটি রিপোর্ট সংরক্ষণ করতে হবে।
যদি হ্যাংগ ট্যাগ রিজেক্ট পাওয়া যায় তাহলে তা আলাদা করতে হবে এবং সুপারভাইজারকে অবগত করতে হবে
কোম্পানির নিডেল ভাঙ্গা পদ্ধতি সম্পর্কে বুঝতে হবে
গার্মেন্টসের সুইং ফ্লোর এর প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই অবশ্যই ব্রোকেন নিডেল পলিসি এবং শার্প টুলস পলিসি সম্পর্কে জানতে হবে।
প্রয়োজনে সিস্টেমের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যায় সে ব্যাপারে প্রাক্টিক্যাল নলেজ থাকতে হবে।
কাজ শেষে হ্যাংগ ট্যাগ গান সাবে স্টোরে ফেরত দিতে হবে।
কাজ শেষে সংশ্লিষ্ট প্রোডাকশন ফ্লোরের নির্দিষ্ট ফরম, রিপোর্ট অথবা রেজিস্টার এর মধ্যে সাক্ষর করে হ্যান্ড ট্যাগ গান জমা দিতে হবে।
পরের দিন সকালবেলা আসার পর আবারো কাজ শুরু করার আগে নেওয়ার সময় যথাযথ রেজিস্টার বা রিপোর্ট এর মধ্যে স্বাক্ষর করে হ্যাংগ ট্যাগ গান গ্রহণ করতে হবে।
সাব স্টোরের রেজিস্টার এর উল্লেখ নেই এমন যে কোন হ্যাশট্যাগ গান ফ্লোরে ব্যবহারের জন্য অবৈধ বলে বিবেচিত হবেন।
হ্যাংগ ট্যাগ ম্যান এর কাজ সম্পর্কে আরো কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন।