এইচ এন্ড এম H&M এর মিনিমাম রিকোয়ারমেন্ট সমূহ
আপডেট ২৬ টি এম এর একসাথে

মিনিমাম রিকোয়ারমেন্ট ২৬ টি সহ আগের সব এম আর একসাথে

এই পোস্টে H&M বায়ারের মিনিমাম রিকোয়ারমেন্ট বা এম আর (MR 1, MR 2, MR 3) এবং সর্বশেষ সংশোধিত মোট ২৬ টি MR একত্রে সেকশন অনুযায়ী এক সাথে পাবেন।

মুখ্য পয়েন্টগুলি

মিনিমাম রিকোয়ারমেন্ট কি? 

মিনিমাম রিকোয়ারমেন্ট / এম আর  (Minimum Requirement / MR) অর্থাৎ নূন্যতম যোগ্যতা। কোন একটা উৎপাদনমূখী কারখানায় বায়ার (H&M) কর্তৃক অর্ডার দেওয়ার জন্য যে সকল নূন্যতম শতাবলি পূরণ করতে হবে সেগুলো হচ্ছে এম আর।

H&M এর কোন প্রডাক্ট কোন গার্মেন্টস ফ্যাক্টরীতে চললে সেখানে নূন্যতম এই এম আর পয়েন্টে উল্লেখিত শর্তাবলি পূরণ করতে হবে।

ফ্যাক্টরী বায়ার এর সাথে ডিলিং প্রসেসের কোন স্টেজে আছে তার উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে সেই গার্মেন্টস ফ্যাক্টরীর জন্য কোন এম আর প্রয়োজ্য হবে।

মিনিমাম রিকোয়ারমেন্ট কত প্রকারঃ 

এম আর (MR ) কে ৩ টি স্টেজে ভাগ করেছে। যেমনঃ

  1. এম আর ০১ (MR 01) : প্রথম অর্ডার প্লেস করার আগেই এটা পুরণ করতে হবে।
  2. এম আর ০২ (MR 02) :প্রথম অর্ডার শুরু হওয়ার পরেই এটা পূরণ করতে হবে।
  3. এম আর ০৩ (MR 03) :সাপ্লাইয়ার / ফ্যাক্টরীতে যত দ্রুত সম্ভব এম আর ৩ (MR 3) পয়েন্ট গুলো পুরণ করতে হবে।

বর্তমানে এইচ এন্ড এম বায়ার তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট বা এম আর আপগ্রেড করেছেন। 

আগে ছিল এম আর ১, ২, ৩ (MR 1, MR 2, MR 3 ) কিন্তু বর্তমানে এম আর ১,২,৩ পরিবর্তন করে শুধু এম আর পয়েন্ট দিয়েছে।  

বর্তমানে এম আর পয়েন্ট হচ্ছে ২৬ টি। 

চলুন আমরা সবগুলো জেনে নিই।

এম আর ০১ (MR 1): মিনিমাম রিকোয়ারমেন্ট ১

এম আর ০১ (MR 1)  ব্যবহার করা হয় সাধারণত ফ্যাক্টরীতে প্রথম অর্ডার প্লেস করার পূর্বে। অর্থাৎ ফ্যাক্টরীতে অর্ডার দিবে কিনা সেটার জন্য নূন্যতম এম আর (MR 1) এর পয়েন্টগুলো ফ্যাক্টরীতে পূরণ থাকতে হবে। এই এম আর ০১ ( MR 1) পয়েন্টগুলো ফিলাপ না থাকলে সেই ফ্যাক্টরীতে এইচ এন্ড এম বায়ার অর্ডার দিবে না। প্রথম অর্ডার পাওয়ার জন্যে ফ্যাক্টরিকে নূন্যতম এই পয়েন্টগুলো ওকে থাকতেই হবে।

  1. light box with all required lights and correct checking method.(লাইট বক্সের বায়ার অনুমোদিত লাইট ও সঠিক চেক পদ্ধতি আছে কি? )
  2. Fabric inspection system 4-p or similar  (ফেব্রিক ইন্সপেকশন সিস্টেম 4 পয়েন্ট অথবা সিমিলার পদ্ধতি আছে কি?)
  3. Material inspection system if other material (ম্যাটেরিয়াল ইন্সপেকশন পদ্ধতি থাকতে হবে।)
  4. Broken needle policy (ব্রোকেন নিডেল পলিসি থাকতে হবে।)
  5. Needle detector and metal free zone (Saf Q machine – if Children orders ) (নিডেল ডিটেক্টর এবং মেটাল ফ্রি জোন থাকতে হবে। – বিশেষ করে বাচ্চাদের আইটেমের ক্ষেত্রে)
  6. Lock stitch machine (লক স্টিচ মেশিন থাকতে হবে)
  7. Proper storage (যথাযথভাবে স্টোরে মালামাল সংরক্ষণ করতে হবে।)
  8. Acceptable quality level (কোয়ালিটি লেভেল গ্রহণযোগ্য থাকতে হবে।)
  9. Latest versions of H&M Chemical Restrictions and Implementation Toolkit are available, read and understood by concerned people. (H&M এর নতুন ভার্সন অনুযায়ী কেমিক্যাল ব্যবহার নিয়ম লেখা বোর্ড থাকতে হবে এবং কেমিক্যাল ব্যবহারের নিয়ম সংশ্লিষ্ট সকলের জানা থাকতে হবে।)
  10. Latest version of H&M Quality standards and requirements is read and understood by concerned people.(H&M এর নতুন ভার্সনের কোয়ালিটি রিকোয়ারমেন্ট সম্পর্কে সংশ্লিষ্ট সকলের ধারনা থাকতে হবে।)
  11. Chemical storage is clean and well ventilated. Storage and use of chemicals is systematic (first in, first out). (কেমিক্যাল রাখার স্থান পরিষ্কার এবং ওয়েল ভেন্টিলেটেড হতে হবে। এবং সঠিক নিয়মে কেমিক্যাল )

এম আর ০২ (MR 2): মিনিমাম রিকোয়ারমেন্ট ২

এইটা হচ্ছে এম আর ১ এর পরের অবস্থা অর্থাৎ এম আর ০২ (MR 02) । ফ্যাক্টরী এম আর ০১ ফিলাপ করে অর্ডার পেয়ে গেছে এবার এই অর্ডার শুরু করার হওয়ার আগেই এই এম আর ০২ (MR 02) শর্তাবলি পূরণ করতে হবে।

  1. Shrinkage control for adjusting production patterns (সংকুচিত নিয়ন্ত্রণসহ প্রডাকশন প্যাটার্ণ এডজাস্ট করতে হবে। )
  2. Pre-production meeting (পিপি মিটিং করতে হবে।)
  3. Process control system (প্রসেস কন্ট্রোল সিস্টেম থাকতে হবে।)
  4. Colour continuity control (কালার কোয়ান্টিটি থাকতে হবে।)
  5. AQL according to our demands (এ কিউ এল ( AQL ) H&M এর চাহিদা অনুযায়ী থাকতে হবে।)
  6. Independent quality team (কোয়ালিটি টিম স্বাধীনভাবে কাজ করতে পারে।)
  7. Mould prevention Mould ( (ছত্রাক / শ্বেত শ্বেতে / ভিজা) প্রতিরক্ষা করতে হবে। )
  8. Insect prevention Insect ( ( পোকামাকড়) প্রতিরক্ষা করতে হবে। )
  9. Nickel test (নিকেল টেস্ট থাকতে হবে।)
  10. Sample control and Sample report (স্যাম্পল কন্ট্রোল এবং রিপোর্ট থাকতে হবে।)
  11. Duplicate counter sample (ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পল থাকতে হবে।)
  12. Latest versions of H&M Chemical Restrictions and Implementation Toolkit are distributed to concerned people.  (এইচ অ্যান্ড এম  নিষিদ্ধ ক্যামিক্যাল সমূহ  এবং প্রয়োগ টুল কিট এর সর্বশেষ সংস্করণগুলি সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিত  করা হয়েছে।)

এম আর ০৩ (MR 3): মিনিমাম রিকোয়ারমেন্ট ৩

এটা হচ্ছে MR 1 , M2 এর পরবর্তি পর্যায়। আগের ২টা এম আর পূরণ থাকলে এবার ফ্যাক্টরীকে দ্রুত এই MR 3  পয়েন্টগুলো ফিলাপ করতে হবে। এই পর্যায়ে ফ্যাক্টরীকে সব গুলো এম আর যথা MR1, MR2 এবং MR3 সবগুলো পয়েন্টই ফ্যাক্টরীতে সব সময়েই ওকে রাখতে হবে।

  1. Sample responsible (স্যাম্পল এর জন্য রেস্পন্সিবল থাকতে হবে।)
  2. Sample procedure acc. to Sample Guideline (স্যাম্পল গাইড লাইন অনুযায়ী স্যাম্পল প্রসিউডিউর / নীতিমালা থাকতে হবে।)
  3. Production sample (প্রোডাকশন স্যাম্পল থাকতে হবে।)
  4. How to measure  (হাউ টু মেজার ( How to Measure) সম্পর্কে জানতে হবে। / প্রয়োগ থাকতে হবে।)
  5. Responsibility to ensure H&M Group requirements are followed by material supplier (H&M Group এর রিকোয়ারমেন্ট অনুযায়ী মেটেরিয়াল সাপ্লাইয়ার নিশ্চিত করতে হবে।)
  6. Quality assurance  (গুনগত মান নিয়ন্ত্রণ করতে হবে।)
  7. Minimum manufacturing requirements for applicable product types (উৎপাদিত পণ্য H&M এর MMR অনুযায়ী আছে কিনা দেখতে হবে।)
  8. Minor – major – critical defects (মেজর, মাইনর ও ক্রিটিকাল ডিফেক্ট সম্পর্কে জানতে হবে। / ডি সি এল প্রয়োগ থাকতে হবে।)
H&M বায়ারের আগের সব এম আর গুলি এক সাথে
H&M বায়ারের আগের সব এম আর গুলি এক সাথে

১ টেবিল শিটে সব MR ( মিনিমাম রিকোয়ারমেন্ট ) এম আর ১, এম আর ২ এবং এম ৩ একত্রে দেওয়া হলো (MR 1 , MR 2 &  MR 3 (Bangla MR ) In A 1 Table ) 

এম আর ০১ (MR 1) 

এম আর ০২ (MR 2) 

এম আর ০৩ (MR 3)

১। লাইট বক্সের বায়ার অনুমোদিত লাইট ও সঠিক চেক পদ্ধতি আছে কি? ১। সংকুচিত নিয়ন্ত্রণসহ প্রডাকশন প্যাটার্ণ এডজাস্ট করতে হবে। ১। হাউ টু মেজার ( How to Measure) সম্পর্কে জানতে হবে।
২। ফেব্রিক ইন্সপেকশন সিস্টেম 4 পয়েন্ট অথবা সিমিলার পদ্ধতি আছে কি? ২। স্যাম্পল কন্ট্রোল এবং রিপোর্ট থাকতে হবে। ২। মেজর, মাইনর ও ক্রিটিকাল ডিফেক্ট সম্পর্কে জানতে হবে।/ ডিসিএল প্রয়োগ থাকতে হবে।
৩। ম্যাটেরিয়াল ইন্সপেকশন পদ্ধতি থাকতে হবে। ৩। কালার কোয়ান্টিটি অনুয়ায়ী কান্ট্রি স্ট্রিকার লাগাতে হবে / কালার কোয়ান্টিটি থাকতে হবে। ৩। প্রোডাকশন স্যাম্পল দিতে হবে।
৪। ব্রোকেন নিডেল পলিসি থাকতে হবে। ৪। পিপি মিটিং করতে হবে। ৪। উৎপাদিত পণ্য H&M এর MMR অনুযায়ী আছে কিনা দেখতে হবে।
৫। নিডেল ডিটেক্টর এবং মেটাল ফ্রি জোন থাকতে হবে। ৫। কোয়ালিটি টিম স্বাধীনভাবে কাজ করতে পারে। ৫। H&M Group এর রিকোয়ারমেন্ট অনুযায়ী মেটেরিয়াল সাপ্লাইয়ার নিশ্চিত করতে হবে।
৬। লক স্টিচ মেশিন থাকতে হবে ৬। প্রসেস কন্ট্রোল সিস্টেম থাকতে হবে। ৬। স্যাম্পল এর জন্য দায়িত্ব কর্তব্য থাকতে হবে।
৭। বাচ্চাদের অর্ডারের জন্য সেফটি কিউ বা পুল টেস্ট মেশিন থাকতে হবে। ৭। এ কিউ এল ( AQL ) H&M এর চাহিদা অনুযায়ী থাকতে হবে। ৭। Sample Procedure, H&M Sample Guideline 2013  অনুযায়ী হতে হবে।
৮। কোয়ালিটি লেভেল গ্রহণযোগ্য থাকতে হবে। ৮। ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পল থাকতে হবে। ৮। গুনগত মান নিয়ন্ত্রণ করতে হবে।
৯। যথাযথভাবে স্টোরে মালামাল সংরক্ষণ করতে হবে। ৯। Mold (ছত্রাক / শ্বেত শ্বেতে / ভিজা) প্রতিরক্ষা করতে হবে।
১০। H&M এর নতুন ভার্সন অনুযায়ী কেমিক্যাল ব্যবহার নিয়ম লেখা বোর্ড থাকতে হবে এবং কেমিক্যাল ব্যবহারের নিয়ম সংশ্লিষ্ট সকলের জানা থাকতে হবে। ১০। Insect ( পোকামাকড়) প্রতিরক্ষা করতে হবে।
১১। H&M এর নতুন ভার্সনের কোয়ালিটি রিকোয়ারমেন্ট সম্পর্কে সংশ্লিষ্ট সকলের ধারনা থাকতে হবে। ১১। নিকেল টেস্ট থাকতে হবে।
১২। কেমিক্যাল রাখার স্থান পরিষ্কার এবং ওয়েল ভেন্টিলেটেড হতে হবে। এবং সঠিক নিয়মে কেমিক্যাল সংরক্ষণ এবং ব্যবহার করতে হবে।
H&M বায়ারের বর্তমনা কোয়ালিটি রিকোয়ারমেন্ট ২৬ টি এম আর এক সাথে
H&M বায়ারের ২৬ টি এম আর এক সাথে

সর্বশেষ সংশোধিত / বর্তমানে  এম আর / মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে ২৬ টি।

এখন এম আর ১, এম আর ২ এবং এম আর ৩ (MR1, MR2 & MR3 ) কে পয়েন্টগুলোকে সংষ্করণ করে শুধু এম আর (MR) দিয়েছে যেখানে আগের মতো আর MR1 , MR2 , MR3 নেই। আগের চেয়ে এবার এম আর (MR) গুলোকে এমনভাবে আপগ্রেড করেছে যেখানে সকল ডিপার্টমেন্টের প্রায় সব কাজেই কোন না কোন ভাবে এই এম আর এর অন্তর্ভুক্ত করা যাবে। যাই হোক বর্তমানে এম আর  হচ্ছে ২৬ টি। নিচে এম আর এর ২৬ টি পয়েন্টেই উল্লেখ করা হয়েছে। প্রথমে এইচ এন্ড এম এর চেকলিস্ট অনুযায়ী এবং পরে সেগুলোকে ফ্যাক্টরীর ডিপার্টমেন্ট অনুযায়ী দেওয়া হয়েছে।

H&M চ্যাপ্টার অনুযায়ী MR / মিনিমাম রিকোয়ারমেন্ট সমূহঃ such as

এইচ এন্ড এম (H&M) এর চেকলিস্টের চ্যাপ্টার অনুযায়ি ২৬ টি এম আর কে এখানে চ্যাপ্টার অনুযায়ী নিচে দেওয়া হলো।

  1. Policy Goals Data: (পলিসি গোল ডেটা) 

    1. Policy: 
      1. here a long term vision/ strategy – written and authorized by top management (কোম্পানির কি পরিচালক মন্ডলী কর্তৃক অনুমোদিত লিখিত স্থায়ী লক্ষ্য , উদ্দেশ্য আছে কি?)
    2. Policy regularly evaluated through measurable goals:
      1. Does the Supplier keep transparent and accurate data in the processes (minimum production rejection data)? (প্রতিষ্ঠানের কি কাজের প্রসেসগুলোর স্বচ্ছ এবং সঠিক তথ্য সংরক্ষণ করে কি?  ( নূন্যতম প্রোডাকশন রিজেকশন ডাটা))
  2. Organization (অর্গানাইজেশন / সংস্থা) 

      1. Organization

        1. Is there a Quality function/ Quality/ QA manager, independent from the production team with the authority to take quality decisions, including in the organization chart?

     

  3. Processes & routines (প্রসেস এণ্ড রুটিন) 

    1. Processes & routines

      1. Are there basic SOP for key quality routines? (কোয়ালিটির কাজের নির্দেশনার জন্য কোন মুল এস.ও.পি আছে কি?)
  4. Sample (স্যাম্পল) 

    1. Sample report

      1. Does the HM Sample responsible ensure that information from HM is followed/ contact HM if anything is unclear, make sample control & create a sample report incl. comments reg. all unclear points sent w. sample to PO?
    2. Duplicate counter sample

      1. Are duplicate counter samples available in all related lines, departments and inspection points, marked with o/n/ seal no/ comments/ date? (ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পল অর্ডার নম্বর, সিল নম্বর , কমেন্ট, তারিখ সহ সব লাইন, ইন্সপেকশন পয়েন্টে আছে কি?)
    3. Secure sample and  production 

      1. Does the sample room make a guideline/ instruction file/ mock-ups/ SOP  for production- & quality team for each order/style? (প্রত্যেক অর্ডার এবং স্টাইল অনুযায়ী প্রডাকশন এবং কোয়ালিটি টিমের জন্য স্যাম্পল রুমে গাইডলাইন , নির্দেশিকা ফাইল , মোক আপ এবং এস.ও.পি. আছে কি?)
  5. Color & Lightning (কালার এণ্ড লাইটিং) 

    1. Color evaluation – visual method

      1. Is all color matching done, by 2 persons checking together in all 3 lights, evaluating against standard throughout the whole production, in a light box with grey non-shiny walls & possibility of total darkness?  Required 3 lights specified in Color guideline: H&M Shop light TL83,  Daylight D65, A-light, (UV light)  with lux value min 1500 lux? (ধুসর অনুজ্জ্বল দেয়াল অথবা সম্ভব হলে সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন ঘরে একটা লাইট বক্সে ২ জন এক সাথে ৩ টি লাইটে সম্পূর্ণ উৎপাদনের কালার ম্যাচিং করে কি ?  লাইট ৩ টি কালার এইচ.অ্যান্ড এম. গাইডলাইন অনুযায়ী হতে হবে। টি.এল ৮৩, ডি৬৫, এ লাইট ( ইউ.ভি. লাইট- ১৫০০ লাক্স))
    2. Color continuity record

      1. Are colors/ shades controlled by color continuity records w. shades/ families of shades sorted and marked into planned country, after checking dye lot to dye lot, within a dye lot and within a roll –  Records marked with o/n, date, fabric supplier, fabric description, color descript., roll no, shade family, total length and available for H&M during 12 months? (প্রতিটি রোলের প্রতিটি ডাই লটের গ্রুপ অনুযায়ী শেড বাছাই পূর্বক রেকর্ড রাখা হয় কি, রেকর্ড অবশ্যই অর্ডার নম্বর, তারিখ, ফ্যাব্রিক সাপ্লাইয়ার, ফ্যাব্রিকের বর্ণনা, শেড, রোল নাম্বার, শেড গ্রুপ, টোটাল দৈর্ঘ্য সহ ১২ মাস পর্যন্ত সংরক্ষণ করতে হবে। )
  6. Material & Components (ম্যাটেরিয়াল এন্ড কম্পোনেটস) 

    1. Fabric inspection এর মিনিমাম রিকোয়ারমেন্ট

      1. Is minimum 10% of the bulk fabric (minimum 1000 m), representing all colours and dye lots, checked in a fabric inspection machine acc. To Fabric inspection guideline 4-point system, alternated between 2 people every 2 hours or a break  every 2nd hour,w. records kept – available for H&M for minimum 12 months? (ফ্যাব্রিক ইন্সপেকশন মেশিনে প্রতিটি কালারের প্রতিটি ডাই লট থেকে কমপক্ষে ১০% (সর্বনিম্ন ১০০০ মিটার) চেক করতে হবে। ফ্যাব্রিক ইন্সপেকশন ৪  (চার) পয়েন্ট সিস্টেমে হতে হবে, ২ জন ইন্সপেকটর প্রতি ২ ঘন্টা করে অথবা ২য় ঘন্টায় বিরতি দিয়ে ইন্সপেকশন করবে এবং রেকর্ড ১২ মাস পর্যন্ত সংরক্ষণ  করতে হবে। )
    2. Yarn inspection

      1. Heavy/fine knit socks: does the Supplier have a method of yarn inspection (visually and technically for net weight, yarn count, look and hand feel)  representing all colours and dye lots with records kept, available for H&M for minimum 12 months?  (কোম্পানির কি সুতা পরীক্ষার জন্য কি কোন পদ্ধতি আছে (বিশেষত ভাবে গড় ওজন, সুতার কাউন্ট, লুক এবং হ্যান্ড ফিল চেক) প্রতিটি কালারের প্রতিটি ডাই লটের স্যাম্পল রেকর্ড সহ এইচ.এ্যান্ড এম. এর জন্য ১২ মাস পর্যন্ত সংরক্ষণ করতে হবে )
    3. Fabric and yarn shrinkage control

      1. Garment washed/ fused products: Are shrinkage tests of bulk fabric/yarn, all colours and lots, done prior to cutting/knitting with records kept – and cutting/knitting patterns adjusted with correct shrinkage allowance, if needed several different, prior to cutting? (ওয়াশ গার্মেন্টস / অন্যান্য পণ্যের ক্ষেত্রেঃ বাল্ক প্রডাকশনের জন্য কাপড়/সুতা, সব কালার ও লট অনুযায়ী কাটিং/ নিটিং এর সাথে সংগতি রেখে শ্রীংকেজ টেস্ট রেকর্ড সহ করতে হবে এবংকাটিং / নিটিং এর সাথে সময়নয় করে সঠিক শ্রীংকেজ করতে হবে)
    4. Material inspection এর মিনিমাম রিকোয়ারমেন্ট

      1. Other materials: does the supplier have an efficient method of material inspection representing all colors (and lots, if any) with records kept, available for H&M for a minimum 12 months? (অন্যান্য উপাদানের ক্ষেত্রেঃ প্রতিটি কালারের ( এবং লট – যদি থাকে)  জন্য ম্যাটেরিয়াল ইন্সপেকশনের জন্য কার্যকর পদ্ধতি রেকর্ড সহ থাকতে হবে এবং রেকর্ড এইচ.এ্যান্ড এম. এর জন্য ১২ মাস পর্যন্ত সংরক্ষণ করতে হবে।)
    5. Trim inspection এর মিনিমাম রিকোয়ারমেন্ট

      1. Does the supplier perform nickel tests according To HM instructions? (কোম্পানির কি এইচ.অ্যান্ড এম. এর ইন্সট্রাকশন অনুযায়ী নিকেল টেস্ট পদ্ধতি আছে?)
    6. Fabric/ material & trims storage  

      1. Are all goods stored with good air circulation/ controlled  humidity (RH below 65%), off the floor/away from walls, covered when needed/not stacked too high? (সমস্থ পণ্যগুলি কি ভাল মানের বায়ু সঞ্চালন / আর্দ্রতা নিয়ন্ত্রিত কক্ষে সংরক্ষণ করে ( ৬৫% এর কম কক্ষ তাপমাত্রা) , দেয়াল থেকে একটু দূরে, পণ্যগুলিকে প্রযোজন অনুযায়ী ঢেকে রাখতে হবে, বেশি উচুতে রাখা যাবে না।)
  7. Spreading & Cutting (স্প্রেডিং এবং কাটিং) 

    1. Spreading & Cutting

      1. Does the Supplier have a fabric relaxation method with needed racks/ area with records kept?  –  fabrics containing elastomeric yarn relaxed unrolled & flat folded before spreading, and after spreading & before cutting, min. 12-24 h, or according to the need of the actual fabric. (কোম্পানির কি ফ্যাব্রিক রিল্যাক্সাশনের জন্য প্রযোজনীয় র‍্যাক / এরিয়া আছে রেকর্ড সহ? স্পেডিং এবং কাটিং এর আগে লোডিং মেশিনের মাধ্যমে রোল খুলে ফেব্রিকের চাহিদা অনুযায়ী রিল্যাক্স করতে হবে।)
  8. Production (প্রোডাকশন) 

    1. Pre production meeting এর মিনিমাম রিকোয়ারমেন্ট

      1. Is the Supplier conducting pre production meetings, style by style, with all persons involved before and during the production attending – records kept? (পিপি মিটিং এ স্টাইল অনুযায়ী প্রযোজনীয় সব ব্যক্তিবর্গের উপস্থিতি এবং প্রডাকশন রিপোর্ট রাখে কি?)
    2. Process control

      1. Is there a process control system as described in RQS or similar/  including other related processes e.g. embroidery, linking  etc with records kept? (আর.কিউ.এস অনুমোদিত বা অনুরুপ সম্পর্কীত কোন প্রসেস কন্ট্রোল সিস্টেম যেমন এম্ব্রয়ডারি, লিঙ্কিং ইত্যাদি রেকর্ডসহ আছে কি?)
    3. Needle and sharp object control

      1. All departments: Is HM Broken needle and Sharp objects policy or similar followed, with records kept (Date/Time ,Order no, Needle, Action taken, Supervisor sign)? (সুইং ডিপার্টমেন্টের সব সেকশনে ব্রোকেন নিডেল পলিসি বা সম মানের কোন পদ্ধতি রেকর্ডসহ অনুসরণ করে কি? (রেকর্ডে অবশ্যই তারিখ, সময়, অর্ডার নম্বর, নিডেল নাম্বর, পদক্ষেপ, সুপারভাইজারের স্বাক্ষর থাকতে হবে।))
      2. Babies’ and children’s product suppliers/factories: Acc. to QS&R Part 12 & 13: Are accessories like buttons, rivets etc. tested for 90N fastness in a SafQ machine every 4th hour during production with records kept for 12 months –  calibration test every morning with records kept – tested garments permanently marked on front w. Date, Time, Signature, Machine no and kept separately from bulk production in locked containers, available for HM staff and destroyed after 6 months? (শিশু এবং বাচ্চাদের জন্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কিউ.এস এ্যান্ড আর. এর ১২ ও ১৩ ধারা অনুযায়ী এক্সেসরিস যেমন বাটন, রিভার্ট ইত্যাদি ৯০ নিউটন টান সম্পন্ন এস. এ এফ কিউ. মেশিনে প্রতি ৪ ( চার) ঘন্টা পর পর প্রডাকশন চলাকালীন পরীক্ষা করে  রেকর্ড ১২ মাস পর্যন্ত রাখতে হবে। )
  9. Packing, Mold & Insects (প্যাকিং, মোল্ড এবং Insects (পোকা মাকড়) )

    1. Needle detection এর মিনিমাম রিকোয়ারমেন্ট গুলি

      1. Is a needle detection made according to Guideline for needle and sharp objects control: Needle detector 9 point calibrated minimum 3 times a day – after detection products held separate in a Metal free zone in the packing area – all rejected goods kept in a locked box –  records kept marked with Date/Time, Calibrated, Order no, Country, No checked, No failed, Checked by? (নিডেল গাইড লাইন এবং শার্প টুলস পদ্ধতি অনুযায়ী কি নিডেল ডিটেকশন করা হয়ঃ নিডেল ডিটেকশন সর্বনিম্ন দিনে ৩ বার ৯ পয়েন্ট ক্যালিব্রেশনে করতে হবে- এরপর ডিটেকশনকৃত পণ্যগুলি ( গার্মেন্টসগুলি) প্যাকিং এরিয়ার মেটাল ফ্রি জোনে পাশ হতে হবে, রিজেক্টেড পণ্যগুলি ( গার্মেন্টসগুলি) একটা বক্সে রেকর্ডসহ রাখতে হবে। ( রেকর্ড  এ তারিখ, সময়, ক্যালিব্রেশন, অর্ডার নাম্বার, দেশ, চেক নম্বর, পাশ ফেইল, কে চেক করেছে থাকতে হবে))
    2. Storage

      1. Are all finished goods stored country wise on pallets (not wooden) in dry warehouses/ controlled humidity with good air circulation and away from the walls? (ওয়ারহাউজে সমস্থ ফিনিশড পণ্যগুলি দেশ অনুযায়ী প্যালেটে করে সংরক্ষণ করে রাখতে হবে। সাথে ওয়ারহাউজে ভাল মানের বাতাশ চলাচলের ব্যবস্থা থাকতে হবে।)
    3. Mold & Insects prevention এর মিনিমাম রিকোয়ারমেন্ট

      1. Clean product/ Housekeeping – all departments: Are goods kept off the floor during production – food & drink kept away from production line (in designated areas only) – Regular cleaning routines maintained in production line/ finishing/ packing/ washrooms/ kitchen/ lunchroom? (সব ডিপার্ট্মেন্টে পণ্য (ফ্লোর) পরিষ্কার  / হাউজকিপিংঃ প্রডাকশন চলাকালীন কোন পণ্য ( গার্মেন্টস/ গার্মেন্টস পার্ট) ফ্লোরে রাখা যাবে না – খাদ্য পানীয় প্রোডাকশন লাইনে থাকতে পারবে না – নিয়মিত রুটিন অনুযায়ী প্রোডাকশন লাইন, ফিনিশিং, প্যাকিং, ওয়াশ্রুম, রান্না ঘর, লাঞ্চ রুম ( সহ সব ডিপার্ট্মেন্টে) এ পরিষ্কারের রেকর্ড থাকতে হবে। )
      2. Dry product – all departments: According to risk analysis for the product/ region: Is there a regular/daily control of temperature (below 28 degree celcius) and moisture level (below 65% RH) – or acc to specific products req., where needed during the whole manufacturing flow (production line/ specific processes/ workshops/ finishing and packing area? (শুঁকনো পণ্যগুলির জন্য সব ডিপার্ট্মেন্টেঃ রিক্স এ্যানালাইসিস অনুযায়ী সব জায়গায় একটা নিয়মিত / প্রতিদিনের তাপমাত্রা ( ২৮° সেলসিয়াসের নিচে) এবং  ময়েশ্চারের ক্ষেত্রে আর.এইচ ৬৫% এর নিচে (RH= Relative Humidity = আপেক্ষিক আদ্রতা) নিয়ন্ত্রণ পদ্ধতি (রেকর্ডসহ) আছে কি? – অথবা বিশেষত প্রডাকশনের রিকোরমেন্ট অনুযায়ী  যেখানে প্রযোজন ( প্রডাকশনের লাইন, বিষষ প্রসেসস্মুহ, কাজের ক্ষেত্র, ফিনিশিং এবং প্যাকিং এরিয়ায়))
    4. Insect prevention

      1. Is insect´s net used in the finishing area/ packing area/ metal free zone and to close/ cover doors and windows? (পোকার জাল ( পোকা মাকড় না আসার জন্য তৈরীকৃত বিশেষ ধরণের জাল) কি ফিনিশিং এরিয়ায়, প্যাকিং এরিয়ায়, মেটাল ফ্রি জোনে এবং দরজা ও জানালায় ব্যবহার করা হয়?)
  10. Inspections ( ইন্সপেকশন) 

    1. Inspections এর মিনিমাম রিকোয়ারমেন্ট 

      1. Does supplier make final inspections following AQL/ sampling plan acc. to brand, random from finishing in all size, colors and countries acc. to size break down/ records kept? (এ.কিউ.এল অথবা স্যাম্পল প্লান অনুযায়ী ব্র্যান্ড  ফিনিশিং এর বিভিন্ন সাইজের, কালার ওয়াইজ ইন্সপেকশন করে এবং রেকর্ড রাখে কি?)
H&M বায়ারের ২৬ টি এম আর বা মিনিমাম রিকোয়ারমেন্ট ডিপার্টমেন্ট অনুযায়ী
H&M বায়ারের ২৬ টি এম আর বা মিনিমাম রিকোয়ারমেন্ট ডিপার্টমেন্ট অনুযায়ী

ডিপার্টমেন্ট অনুযায়ী সব এম / মিনিমাম রিকোয়ারমেন্ট আর গুলোকে সাজালে পাইঃ

Minimum Manufacturing / MR Check Points (এম আর চেক পয়েন্ট)

Top Management – টপ ম্যানেজমেন্ট

01 Is there a long term vision/ strategy – written and authorized by top management কোম্পানির কি পরিচালক মন্ডলী কর্তৃক অনুমোদিত লিখিত স্থায়ী লক্ষ্য , উদ্দেশ্য আছে কি?

Sample – স্যাম্পল

02 Does the sample room make a guideline/ instruction file/ mock-ups/ SOP  for the production- & quality team for each order/style? প্রত্যেক অর্ডার এবং স্টাইল অনুযায়ী প্রডাকশন এবং কোয়ালিটি টিমের জন্য স্যাম্পল রুমে গাইডলাইন , নির্দেশিকা ফাইল , মোক আপ এবং এস.ও.পি. আছে কি?
03 Does the HM Sample responsible ensure that information from HM is followed/ contact HM if anything is unclear, make sample control & create a sample report incl. comments reg. all unclear points sent w. sample to PO (Merchant & Technician)? এইচ. অ্যান্ড এম. স্যাম্পল রেস্পন্সিবল এইচ.অ্যান্ড এম.  প্রদত্ত তথ্য অনুসরণ করে এবং যদি কোন অসঙ্গতি থাকে তবে এইচ.অ্যান্ড এম. এর সাথে যোগাযোগ করে, স্যাম্পল কন্ট্রোল করে এবং কমেন্ট সহ আন ক্লিয়ার পয়েন্ট সহ  স্যাম্পল রিপোর্ট তৈরী করে, ওয়াশ গার্মেন্টস পি.ও এর কাছে পাঠায় কি?

QA (Quality Assurance) – কিউ.এ. (কোয়ালিটি এ্যাসুরেন্স)

04 Does the Supplier keep transparent and accurate data in the processes (minimum production rejection data)? প্রতিষ্ঠানের কি কাজের প্রসেসগুলোর স্বচ্ছ এবং সঠিক তথ্য সংরক্ষণ করে কি?  ( নূন্যতম প্রোডাকশন রিজেকশন ডাটা)
05 Is there a process control system as described in RQS or similar/  including other related processes e.g. embroidery, linking  etc with records kept? আর.কিউ.এস অনুমোদিত বা অনুরুপ সম্পর্কীত কোন প্রসেস কন্ট্রোল সিস্টেম যেমন এম্ব্রয়ডারি, লিঙ্কিং ইত্যাদি রেকর্ডসহ আছে কি?
06 Is there a Quality function/ Quality/ QA manager, independent from the production team with authority to make quality decisions, including in the organization chart? প্রতিষ্ঠানের কি  অর্গানোগ্রাম অনুযায়ী কোয়ালিটি ডিপার্টমেন্ট ( কিউ.এ , কিউ.এ ম্যানেজার ) প্রডাকশন টিম থেকে আলাদা এবং প্রযোজনে কোয়ালিটি বিষয়ক সিদ্ধান্ত দেয় কি?
07 Are there basic SOP for key quality routines? কোয়ালিটির কাজের নির্দেশনার জন্য কোন মুল এস.ও.পি আছে কি?
08 Are duplicate counter samples available in all related lines, departments and inspection points, marked with o/n/ seal no/ comments/ date? ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পল অর্ডার নম্বর, সিল নম্বর , কমেন্ট, তারিখ সহ সব লাইন, ইন্সপেকশন পয়েন্টে আছে কি?
09 Is the Supplier conducting pre-production meetings, style by style, with all persons involved before and during the production attending – records kept? পিপি মিটিং এ স্টাইল অনুযায়ী প্রযোজনীয় সব ব্যক্তিবর্গের উপস্থিতি এবং প্রডাকশন রিপোর্ট রাখে কি?
10 Does the supplier perform nickel tests according To HM instructions? কোম্পানির কি এইচ.অ্যান্ড এম. এর ইন্সট্রাকশন অনুযায়ী নিকেল টেস্ট পদ্ধতি আছে?
11 Does the supplier make final inspections following AQL/ sampling plan acc. to brand, random from finishing in all sizes, colors and countries acc. to size breakdown/ records kept? এ.কিউ.এল অথবা স্যাম্পল প্লান অনুযায়ী ব্র্যান্ড  ফিনিশিং এর বিভিন্ন সাইজের, কালার ওয়াইজ ইন্সপেকশন করে এবং রেকর্ড রাখে কি?

IQC (Fabric Inspection) – আই.কিউ.সি. (ফেব্রিক ইন্সপেকশন)

12 Is all color matching done, by 2 persons checking together in all 3 lights, evaluating against standard throughout the whole production, in a light box with grey non-shiny walls & possibility of total darkness?  Required 3 lights specified in Color guideline: H&M Shop light TL83,  Daylight D65, A-light, (UV light)  with lux value min 1500 lux? ধুসর অনুজ্জ্বল দেয়াল অথবা সম্ভব হলে সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন ঘরে একটা লাইট বক্সে ২ জন এক সাথে ৩ টি লাইটে সম্পূর্ণ উৎপাদনের কালার ম্যাচিং করে কি ?  লাইট ৩ টি কালার এইচ.অ্যান্ড এম. গাইডলাইন অনুযায়ী হতে হবে। টি.এল ৮৩, ডি৬৫, এ লাইট ( ইউ.ভি. লাইট- ১৫০০ লাক্স)
13 Are colors/ shades controlled by color continuity records w. shades/ families of shades sorted and marked into the planned country, after checking dye lot to dye lot, within a dye lot and within a roll –  Records marked with o/n, date, fabric supplier, fabric description, color descript., roll no, shade family, total length and available for H&M during 12 months? প্রতিটি রোলের প্রতিটি ডাই লটের গ্রুপ অনুযায়ী শেড বাছাই পূর্বক রেকর্ড রাখা হয় কি, রেকর্ড অবশ্যই অর্ডার নম্বর, তারিখ, ফ্যাব্রিক সাপ্লাইয়ার, ফ্যাব্রিকের বর্ণনা, শেড, রোল নাম্বার, শেড গ্রুপ, টোটাল দৈর্ঘ্য সহ ১২ মাস পর্যন্ত সংরক্ষণ করতে হবে।
14 Is minimum 10% of the bulk fabric (minimum 1000 m), representing all colors and dye lots, checked in a fabric inspection machine acc. To Fabric inspection guideline 4-point system, alternated between 2 people every 2 hours or a break  every 2nd hour,w. records kept – available for H&M for minimum 12 months? ফ্যাব্রিক ইন্সপেকশন মেশিনে প্রতিটি কালারের প্রতিটি ডাই লট থেকে কমপক্ষে ১০% (সর্বনিম্ন ১০০০ মিটার) চেক করতে হবে। ফ্যাব্রিক ইন্সপেকশন ৪  (চার) পয়েন্ট সিস্টেমে হতে হবে, ২ জন ইন্সপেকটর প্রতি ২ ঘন্টা করে অথবা ২য় ঘন্টায় বিরতি দিয়ে ইন্সপেকশন করবে এবং রেকর্ড ১২ মাস পর্যন্ত সংরক্ষণ  করতে হবে।
15 Heavy/fine knit socks: does the Supplier have a method of yarn inspection (visually and technically for net weight, yarn count, look and hand feel)  representing all colors and dye lots with records kept, available for H&M for minimum 12 months? কোম্পানির কি সুতা পরীক্ষার জন্য কি কোন পদ্ধতি আছে (বিশেষত ভাবে গড় ওজন, সুতার কাউন্ট, লুক এবং হ্যান্ড ফিল চেক) প্রতিটি কালারের প্রতিটি ডাই লটের স্যাম্পল রেকর্ড সহ এইচ.এ্যান্ড এম. এর জন্য ১২ মাস পর্যন্ত সংরক্ষণ করতে হবে
16 Garment washed/ fused products: Are shrinkage tests of bulk fabric/yarn, all colors and lots, done prior to cutting/knitting with records kept – and cutting/knitting patterns adjusted with correct shrinkage allowance, if needed several different, prior to cutting? ওয়াশ গার্মেন্টস / অন্যান্য পণ্যের ক্ষেত্রেঃ বাল্ক প্রডাকশনের জন্য কাপড়/সুতা, সব কালার ও লট অনুযায়ী কাটিং/ নিটিং এর সাথে সংগতি রেখে শ্রীংকেজ টেস্ট রেকর্ড সহ করতে হবে এবংকাটিং / নিটিং এর সাথে সময়নয় করে সঠিক শ্রীংকেজ করতে হবে
17 Babies and children’s product suppliers/factories: Acc. to QS&R Part 12 & 13: Are accessories like buttons, rivets etc. tested for 90N fastness in a SafQ machine every 4th hour during production with records kept for 12 months –  calibration test every morning with records kept – tested garments permanently marked on front w. Date, Time, Signature, Machine no and kept separately from bulk production in locked containers, available for HM staff and destroyed after 6 months? শিশু এবং বাচ্চাদের জন্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কিউ.এস এন্ড আর. এর ১২ ও ১৩ ধারা অনুযায়ী এক্সেসরিস যেমন বাটন, রিভার্ট ইত্যাদি ৯০ নিউটন টান সম্পন্ন এস. এ এফ কিউ. মেশিনে প্রতি ৪ ( চার) ঘন্টা পর পর প্রডাকশন চলাকালীন পরীক্ষা করে  রেকর্ড ১২ মাস পর্যন্ত রাখতে হবে।

IQC (Trims & Accessories) – আই.কিউ.সি. (ট্রিমস এন্ড এক্সেসরিজ) 

18 Other materials: does the supplier have an efficient material inspection method representing all colors (and lots, if any) with records kept, available for H&M for a minimum of 12 months? অন্যান্য উপাদানের ক্ষেত্রেঃ প্রতিটি কালারের ( এবং লট – যদি থাকে)  জন্য ম্যাটেরিয়াল ইন্সপেকশনের জন্য কার্যকর পদ্ধতি রেকর্ড সহ থাকতে হবে এবং রেকর্ড এইচ.এ্যান্ড এম. এর জন্য ১২ মাস পর্যন্ত সংরক্ষণ করতে হবে।

CUTTING – কাটিং 

19 Does the Supplier have a fabric relaxation method with needed racks/areas with records kept?  –  fabrics containing elastomeric yarn relaxed unrolled & flat folded before spreading, and after spreading & before cutting min. 12-24 h, or according to the need of the actual fabric. কোম্পানির কি ফ্যাব্রিক রিল্যাক্সাশনের জন্য প্রযোজনীয় র‍্যাক / এরিয়া আছে রেকর্ড সহ? স্পেডিং এবং কাটিং এর আগে লোডিং মেশিনের মাধ্যমে রোল খুলে ফেব্রিকের চাহিদা অনুযায়ী রিল্যাক্স করতে হবে।

SEWING & Maintenance – সুইং এবং মেইন্টেনেন্স

20 All departments: Is HM Broken needle and Sharp objects policy or similar followed, with records kept (Date/Time, Order no, Needle, Action taken, Supervisor sign)? সুইং ডিপার্টমেন্টের সব সেকশনে ব্রোকেন নিডেল পলিসি বা সম মানের কোন পদ্ধতি রেকর্ডসহ অনুসরণ করে কি? (রেকর্ডে অবশ্যই তারিখ, সময়, অর্ডার নম্বর, নিডেল নাম্বর, পদক্ষেপ, সুপারভাইজারের স্বাক্ষর থাকতে হবে।)

Store, Packing & Warehouse – স্টোর এবং ওয়ার হাউজ

21 Are all finished goods stored country wise on pallets (not wooden) in dry warehouses/ controlled humidity with good air circulation and away from the walls? ওয়ারহাউজে সমস্থ ফিনিশড পণ্যগুলি দেশ অনুযায়ী প্যালেটে করে সংরক্ষণ করে রাখতে হবে। সাথে ওয়ারহাউজে ভাল মানের বাতাশ চলাচলের ব্যবস্থা থাকতে হবে।
22 Are all goods stored with good air circulation/ controlled humidity (RH below 65%), off the floor/away from walls, covered when needed/not stacked too high? সমস্থ পণ্যগুলি কি ভাল মানের বায়ু সঞ্চালন / আর্দ্রতা নিয়ন্ত্রিত কক্ষে সংরক্ষণ করে ( ৬৫% এর কম কক্ষ তাপমাত্রা) , দেয়াল থেকে একটু দূরে, পণ্যগুলিকে প্রযোজন অনুযায়ী ঢেকে রাখতে হবে, বেশি উচুতে রাখা যাবে না।

Finishing, Packing And Maintenance – ফিনিশিং এবং মেইন্টেনেন্স

23 Is a needle detection made according to Guidelines for needle and sharp objects control: Needle detector 9 points calibrated minimum of 3 times a day – after detection products are held separate in a Metal-free zone in the packing area – all rejected goods are kept in a locked box –  records kept marked with Date/Time, Calibrated, Order no, Country, No checked, No failed, Checked by? নিডেল গাইড লাইন এবং শার্প টুলস পদ্ধতি অনুযায়ী কি নিডেল ডিটেকশন করা হয়ঃ নিডেল ডিটেকশন সর্বনিম্ন দিনে ৩ বার ৯ পয়েন্ট ক্যালিব্রেশনে করতে হবে- এরপর ডিটেকশনকৃত পণ্যগুলি ( গার্মেন্টসগুলি) প্যাকিং এরিয়ার মেটাল ফ্রি জোনে পাশ হতে হবে, রিজেক্টেড পণ্যগুলি ( গার্মেন্টসগুলি) একটা বক্সে রেকর্ডসহ রাখতে হবে। ( রেকর্ড  এ তারিখ, সময়, ক্যালিব্রেশন, অর্ডার নাম্বার, দেশ, চেক নম্বর, পাশ ফেইল, কে চেক করেছে থাকতে হবে)
24 Is the insect´s net used in the finishing area/ packing area/metal-free zone and to close/ cover doors and windows? পোকার জাল ( পোকা মাকড় না আসার জন্য তৈরীকৃত বিশেষ ধরণের জাল) কি ফিনিশিং এরিয়ায়, প্যাকিং এরিয়ায়, মেটাল ফ্রি জোনে এবং দরজা ও জানালায় ব্যবহার করা হয়?

ALL DEPARTMENT – সব ডিপার্টমেন্ট

25 Clean product/ Housekeeping – all departments: Are goods kept off the floor during production – food & drink kept away from production line (in designated areas only) – Regular cleaning routines maintained in production line/ finishing/ packing/ washrooms/ kitchen/ lunchroom? সব ডিপার্ট্মেন্টে পণ্য (ফ্লোর) পরিষ্কার  / হাউজকিপিংঃ প্রডাকশন চলাকালীন কোন পণ্য ( গার্মেন্টস/ গার্মেন্টস পার্ট) ফ্লোরে রাখা যাবে না – খাদ্য পানীয় প্রোডাকশন লাইনে থাকতে পারবে না – নিয়মিত রুটিন অনুযায়ী প্রোডাকশন লাইন, ফিনিশিং, প্যাকিং, ওয়াশ্রুম, রান্না ঘর, লাঞ্চ রুম ( সহ সব ডিপার্ট্মেন্টে) এ পরিষ্কারের রেকর্ড থাকতে হবে।
26 Dry product – all departments: According to risk analysis for the product/ region: Is there a regular/daily control of temperature (below 28 degrees Celsius) and moisture level (below 65% RH) – or acc to specific products req., where needed during the whole manufacturing flow (production line/ specific processes/ workshops/ finishing and packing area? শুঁকনো পণ্যগুলির জন্য সব ডিপার্ট্মেন্টেঃ রিক্স এ্যানালাইসিস অনুযায়ী সব জায়গায় একটা নিয়মিত / প্রতিদিনের তাপমাত্রা ( ২৮° সেলসিয়াসের নিচে) এবং  ময়েশ্চারের ক্ষেত্রে আর.এইচ ৬৫% এর নিচে (RH= Relative Humidity = আপেক্ষিক আদ্রতা) নিয়ন্ত্রণ পদ্ধতি (রেকর্ডসহ) আছে কি? – অথবা বিশেষত প্রডাকশনের রিকোরমেন্ট অনুযায়ী  যেখানে প্রযোজন ( প্রডাকশনের লাইন, বিষষ প্রসেসস্মুহ, কাজের ক্ষেত্র, ফিনিশিং এবং প্যাকিং এরিয়ায়)

সরাসরি উপরের এই আপডেট ২৬ টি এম আর এমনভাবে সেট আছে যার মধ্যে ফ্যাক্টরীর প্রায় যাবতীয় বিষয় চলে আসে। তবুও এখানে চেস্টা করা হয়েছে এইগুলোকে সহজে বিভিন্ন সেকশনের জন্য বিভক্ত করার। তবে এম আর গুলি দেখতে চায় বা বলে এম আরে কি লিখা আছে তা বলেন বললে নিচের গুলি বলা যাবে না, তখন বলতে হবে উপরের গুলি। কিন্তু যদি বলে আপনার সেকশনের এম আর পয়েন্টগুলি বলেন তো কিংবা আপনার এম আর গুলি বলেন বলে তাহলে নিচের পয়েন্টগুলি উল্লেখ করতে পারবেন।  উপরের এই ২৬ টি এম আর কে যদি বিভক্ত করি তবে সুইং সেকশনের জন্য এম আর হবেঃ

সুইং সেকশনের মিনিমাম রিকোয়ারমেন্ট গুলি
সুইং সেকশনের মিনিমাম রিকোয়ারমেন্ট গুলি

Minimum Requirement for Sewing Section সুইং সেকশনের এম আর / মিনিমাম রিকোয়ারমেন্ট গুলি কি কি-

  1. ব্রোকেন নিডেল পলিসি (Broken Needle Policy)
  2. শার্প টুলস পলিসি (Sharp Tools Policy)
  3. গোল (Goal)
  4. ভিশন মিশন, কোয়ালিটি পলিসি (Vision , Mission & Policy)
  5. হাউসকিপিং (Housekeeping)
  6. কোয়ালিটি প্যারামিটারগুলি যেমন টিএল এস, মোক আপ, লেবেল কন্ট্রোল (Quality Parameters like TLS, Mockup, label Control etc)
  7. ডকুমেন্টেশন আপডেট, রিভিউ ও স্বাক্ষর(QA, Supervisor & Mechanic sign on Quality Reports hourly)
  8. ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পল ও কমেন্ট সুপারভাইজার ও কিউ.এর জানা থাকতে হবে (Duplicate counter with comment must be known by Supervisor and QA)
  9. প্রতিদিনের গোল ইমপ্রুভমেন্ট ডেটা সংরক্ষণ (Daily Goal /DHU improvement Data Report)
  10. ফ্লোরে কোন খাবার রাখা যাবে না। (No Food Item is allowed)
  11. বিভিন্ন লিখিত সিস্টেম / এস ও পি থাকতে হবে (SOP)
  12. পিপি মিটিং এ উপস্থিত থাকতে হবে। (Presence in PP Meeting)
  13. অর্গানোগ্রাম (Organogram) & ফ্লো চার্ট (Flow chart)
  14. লাক্স / আলো চাহিদা অনুযায়ী ঠিক থাকতে হবে (Lux as required)
  15. ফ্লোরের তাপমাত্রা ঠিক থাকতে হবে ( Floor temperature maintain as required)
  16. পোকা মাকড নিধনের জাল জানালায় থাকতে হবে (insect´s net must used in windows)

যদি এম আর সংক্রান্ত কোন প্রশ্ন, জিজ্ঞাসা বা মতামত থাকে তবে জানালে খুশি হবো।

ধন্যবাদ।

Check Also

প্রগ্রেসিভ বান্ডেল সিস্টেম বা প্যানেল সম্পর্কে বিস্তারিত

প্রগ্রেসিভ বান্ডেল সিস্টেম সম্পর্কে বিস্তারিত

আজকের এই পোস্টে আমরা গার্মেন্সের প্রগ্রেসিভ বান্ডেল সিস্টেম (Progressive bundle system) কি অথবা কাট প্যানেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *