শার্প টূলস কিভাবে নিয়ন্ত্রণ করবেন?
শার্প টূলস কিভাবে নিয়ন্ত্রণ

শার্প টুলস কি? কিভাবে গার্মেন্টসে শার্প টুলস কন্ট্রোল করবেন?

লো শার্প টুলস কন্ট্রোল গার্মেন্টস এর জন্য খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। তাই আজকে আমরা এই পোস্টে গার্মেন্টসে কিভাবে শার্প টুলস সিস্টেম বা ধারালো যন্ত্রপাতিগুলি কিভাবে মেইন্টেইন করতে হয় (Sharp Tools Maintaining System in Garments Industries) সে সম্পর্কে বিস্তারিত জানার চেস্টা করবো ইনশাআল্লাহ্‌।

ধারালো বা শার্প টুলস কন্ট্রোলিং সিস্টেম সংক্রান্ত কোন কোন বিষয় গুলি জানতে চলেছি তা জানতে এক পলকে এই পোস্টের ইনডেক্স দেখে নিতে পারেন।

মুখ্য পয়েন্টগুলি

শার্প টুলস কি?

শার্প (Sharp) মানে হচ্ছে ধারালো এবং টুলস (Tools) মানে হচ্ছে যন্ত্রপাতি। শার্প টুলস মানে হচ্ছে ধারালো যন্ত্রপাতি। শার্প টুলস হচ্ছে এমন কতকগুলো ধারালো বস্তু যা পোশাক তৈরীর প্রযোজনে স্টোর, কাটিং , সুইং এবং ফিনিশিং সেকশনে ব্যবহার করা হয়। যেমন নাইফস, স্মল সিজার, বিগ সিজার, পয়েন্টার, টিনের প্যাটার্ণ, স্পাইক ইত্যাদি।

ধারালো বা শার্প টুলস কন্ট্রোল কি?

শার্প টুলস কন্ট্রোল হচ্ছে রপ্তানি যোগ্য পোশাক ধাতব বস্তু দ্বারা দূষণ মুক্ত করার জন্য সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে তা নিয়ন্ত্রণ করা।

গার্মেন্টসে ব্যবহৃত কতকগুলো শার্প টুলসের নামঃ 

এবার আমরা জানবো গার্মেন্টস শিল্পে ব্যবহৃত বিভিন্ন ধরণের শার্প টুলস এর নাম সম্পর্কে।

গার্মেন্টসের বিভিন্ন ধরনের শার্প টুলসগুলি
বিভিন্ন ধরনের ধারালো যন্ত্রপাতি সমুহ

গার্মেন্টসে ব্যবহৃত শার্প-টুলসের তালিকা নিম্নরুপঃ

১.  বিগ সিজার, / সিজার,

২. স্মল সিজার /ছোট সিজার / ট্রিমার,

৩. নাইফ,

৪. হ্যান্ড ট্যাগ গান,

৫. জিএসএম কাটার,

৬. ক্লাম্প

৭. প্যাটার্ণ,

৮. পয়েন্টার ইত্যাদি।

কাটিং সেকশনের ব্যবহৃত শার্প-টুলসগুলিঃ 

কাটিং সেকশনের ব্যবহৃত টুলস গুলো হচ্ছেঃ স্পোক (Spoke) , ক্লাম্প (Clamp) , নাইফ (Knife) , সিজার / কাঁচি (Scissor) এবং হ্যান্ড গ্লোভস (Hand Gloves) ।

এমআর (MR) এবং এমএমআর (MMR) এর মধ্যে পার্থক্য কি?

বিঃদ্রঃ স্পোক বলতে সাইকেলের চাকায় ব্যবহৃত স্পোকের কথা বলা হচ্ছে। সিজার কে অনেক ফ্যাক্টরি বিগ সিজার (Big Scissor) ও বলে থাকে এবং ট্রিমারকে স্মল সিজার (Small Scissor) বলে থাকে।

কাটিং এর ধারলো টুলস গুলি
কাটিং এর ধারলো টুলস গুলি

 

সুইং সেকশনের ব্যবহৃত শার্প টুলসঃ 

গার্মেন্টস এ সুইং সেকশনের ব্যবহৃত শার্প টুলস গুলো হচ্ছেঃ ট্রিমার (Trimmer) , সিজার (Scissor) , পয়েন্টার ( Pointer) , হার্ড প্যাটার্ণ (Hard Pattern)  (মেটালের) এবং স্কেল ( Scall) ।

সুইং এর এর ধারালো যন্ত্রপাতি সমুহ
সুইং এর এর ধারালো যন্ত্রপাতি সমুহ

ফিনিশিং সেকশনের ব্যবহৃত শার্প টুলসঃ 

ফিনিশিং সেকশনের ব্যবহৃত

টুলস গুলো হচ্ছেঃ ট্রিমার (Trimmer) , হ্যান্ড ট্যাগ গান (Hand Tag Gun) ।

 

অন্যান্য সেকশনের ব্যবহৃত শার্প টুলসগুলি 

অন্যান্য সেকশনে ব্যবহৃত ধারালো টুলস গুলো হচ্ছেঃ সিজার (Scissor) , ট্রিমার ( Trimmer) , কাটিং নাইফ ( Cutting Knife) , জিএসএম কাটার ব্লেড ( GSM Cutter Blade) , স্কোচ টেপ কাটার ( Scotch Tape Cutter) ইত্যাদি।

শার্প টুলস কন্ট্রোল সিস্টেম কেন ব্যবহার করবেন? 

কোম্পানির প্রতিটি সেকশন সহ প্রোডাকশন লাইন অপারেটরদের অতিরিক্ত ট্রিমার, সিজার বা অন্যান্য শার্প টুল ও মেটাল জাতীয় দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ করা।

শার্প টুলস কন্ট্রোলিং সিস্টেমের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণঃ 

স্টোরেঃ

স্টোর ও সাব স্টোরে স্টোর প্রতিনিধি শার্প টুলস সংক্রান্ত যাবতীয় বিষয়ের যথাযথ হিসেব এবং সেকশন ওয়াইজ ডকুমেন্টেশন রক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত।

প্রোডাকশন ফ্লোরেঃ 

প্রোডাকশন ইউনিটে প্রত্যেক লাইনের সিনিয়র সুপারভাইজার ও জুনিয়র সুপারভাইজার এবং সমগ্র ফ্লোরের জন্য ঐ ফ্লোরের প্রোডাকশন ম্যানেজার টুলস কন্ট্রোলিং সিস্টেম বাস্তবায়ন এবং রক্ষানাবেক্ষনের জন্য দায়বদ্ধ।

অন্যান্য সেকশনের ক্ষেত্রেঃ

অন্যান্য সেকশনের জন্যে সেই সেকশনের সেকশন প্রধান পদ্ধতি নিয়ন্ত্রণ ও রক্ষানাবেক্ষনের জন্য দায়বদ্ধ।

শার্প টুলস কন্ট্রোলিং সিস্টেম নিয়ন্ত্রণ পদ্ধতিঃ 

এবার কিভাবে এই পদ্ধতি আমরা গার্মেন্টেসের বিভিন্ন সেকশনে প্রয়োগ করবো এবং কোন কোন উপায় অবলম্বন করে শার্প টুলস সিস্টেম টাকে সঠিক উপায়ে মেইন্টেইন করা যায় সেই সম্পর্কেও জেনে নিই।

গার্মেন্টস এব্রিভিয়েশন বা সব সংক্ষিপ্তরুপ গুলি একত্রে

শার্প টুলস এসওপি
ধারালো যন্ত্রপাতির নিয়ন্ত্রণ পদ্ধতি

কিভাবে গার্মেন্টস ফ্যাক্টরিতে শার্প টুলস সিস্টেম নিয়ন্ত্রণ করবেনঃ

  1. উৎপাদন ফ্লোরের ( সুইং ফ্লোরের) সকল মেশিনের বিভিন্ন ধরনের ট্রিমার মেশিনের সাথে স্থায়ীভাবে সংযুক্ত করতে হবে।
    বিঃদ্রঃ সিজারের ক্ষেত্রে বা অন্যান্য টুলস যেমন প্যাটার্ণ, পয়েন্টার এর ক্ষেত্রে এই নিয়ম প্রয়োজ্য নয়।
  2. যে সকল সিজার বা ট্রিমার মেশিনের সাথে এটাস করা হয় নাই (হেল্পারদের ক্ষেত্রে) সে সকল সিজার বা ট্টিমারের জন্য রেজিষ্টার মেইন্টেইন করতে হবে।
  3. যাদের মেশিনে এখনো শার্প টুল এটাস করা হয় নাই তারা সুপারভাইজারের কাছে সংরক্ষিত শার্প টুল ফর্মেটে স্বাক্ষর করে একটি শার্প টুল ( সিজার / ট্রিমার) নিজ নামে ইস্যু করে ব্যবহার করতে পারবে।
  4. কাজ শেষে পুরনায় শার্প টুলস ফর্মেটে স্বাক্ষর করে শার্প টুল সুপারভাইজারের কাছে জমা দিতে হবে।
  5. প্রত্যেকদিন সকালে অবশ্যই সুপারভাইজারকে শার্প টুল সিস্টেম নিম্নের নিয়মে আপডেট করতে হবে।
    1. লাইনে প্রয়োজন অনুযায়ি শার্প টুল সরবরহ করার পর সেই অনুযায়ী শার্প টুল রিপোর্ট আপডেট করতে হবে এবং সুপারভাইজারকে শার্প টুল রিপোর্ট এ স্বাক্ষর করতে হবে।
    2. রিপোর্টে উল্লিখিত শার্প টুল এর সংখ্যা শার্প টুল বোর্ডে আপডেট করতে হবে।
    3. শার্প টুলস রিপোর্ট, শার্প টুল বোর্ড এর উল্লেখিত সংখ্যার সাথে শার্প টুল বক্সে শার্প টুল এর সংখ্যা ঠিক থাকতে হবে।
      রিপোর্ট অনুযায়ি যত পিছ শার্প টুল ব্যালেন্স থাকার কথা ছিল ঠিক সেই পরিমান শার্প টুল, শার্প টুল বক্সে থাকতে হবে। এর একটিও বেশি বা কম থাকা যাবে না।
    4. টুলস বক্স সব সময় তালা দিয়ে রাখতে হবে। এবং চাবি লাইন চিপ এবং তার ব্যাকআপের কাছে ১টি করে থাকতে হবে।
    5. যে সকল অপারেটরের সিজার বা ট্রিমার মেশিনে এটাস করা হয় নাই,
      সে সকল অপারেটর সকালে শার্প টুল ফরমেটে স্বাক্ষর করে সুপারভাইজার থেকে তার সিজার বা ট্রিমার বুঝে নিবে
      এবং কাজ শেষ করে চলে যাওয়ার সময় সুপারভাইজারকে সিজার বা ট্রিমার বুঝিয়ে দিয়ে স্বাক্ষর করবে।
  6. কাজ শুরু করার পূর্বে সকল অপারেটরদের নিজ নিজ শার্প টুলস সতর্কতার সাথে ব্যবহার করার জন্য বলে দিতে হবে।
  7. ময়লার ঝুড়ি, ওয়ার্ক বিন বা মেশিন ইউটিলিটি বক্সে কোনো এক্সটা সিজার, ট্রিমার বা অন্য কোন ধারালো বা মেটাল জাতীয় বস্তু যাতে না রাখে সেজন্য সকলকে সতর্ক করে দেওয়া হবে।
  8. লাইন সিনিয়র সুপারভাইজার নিয়মিত মেশিন ইউটিলিটি বক্স, ময়লার ঝুড়ি ও ওয়ার্ক বিন চেক করবেন,
    যাতে কেউ ব্যক্তিগতভাবে কোন শার্প টুলস বা মেটাল জাতীয় দ্রব্য ব্যবহার করতে না পারে।
  9. সুপারভাইজারকে নিশ্চিত করতে হবে যে প্রোডাকশন লাইনের প্রতিটি অপারেটর যে অতিরিক্ত শার্প টুলস ব্যবহার করছে কোন কিছুর সাথে সেটা বেঁধে কাজ করছে।
  10. কোন অবস্থাতেই শার্প টুল অপারেটরের ইউনিফর্ম বা হাতে শার্প টুল বাঁধা যাবে না।
  11. শার্প টুলস এমনভাবে বাঁধতে হবে যেন তা কোন অবস্থাতেই ফ্লোরে না লাগে । ফ্লোর থেকে কমপক্ষে ১০ ইঞ্চি উপরে বাঁধতে হবে।
  12. কোন অবস্থাতেই একজনের নামের ইস্যুকৃত শার্প টুল আরেকজন ব্যবহার করতে পারবে না।
  13. ব্যবহার কৃত প্রতিটি শার্প টুলসের মধ্যে ব্যবহারকারীর নাম, আইডি নাম থাকতে হবে ।
    এবং সে সকল শার্প টুল মেশিনের সাথে এটাস থাকবে সে সকল শার্প টুলসে একটি সিরিয়াল নাম্বার দিতে হবে । এবং
    এই সিরিয়াল কৃত মোট নাম্বারের সংখ্যা শার্প টুল বোর্ডে উল্লেখিত সংখ্যার সাথে মিল থাকতে হবে।
  14. মনে রাখতে হবে শার্প টুল ফর্মেটে উল্লেখ নেই এমন যেকোন শার্প টুল এবং একজনের শার্প টুল আরেকজনের কাছে এমন শার্প টুল অবৈধ বলে বিবেচিত হবে।
  15. অডিট টিমের যে কেউ প্রোডাকশন ফ্লোরের যে কারো শার্প টুলসের নিয়ম অনুযায়ী ব্যবহার করছে কি’না তা চেক করতে পারেন এবং কোন প্রকার অসঙ্গতি পাওয়া গেলে তা জব্দ করতে পারেন।
ভোতা যন্ত্রপাতি নিয়ন্ত্রণ পদ্ধতি
ভোতা টুলস

ভাঙ্গা বা ভোতা শার্প টুলস ফেরত পদ্ধতিঃ such as 

  1. কাজ চলাকালিন সময়ে যদি সিজারে বা ট্রিমার ভেঙ্গে যা বা ভোতা হয়ে যায়
    তবে সুপারভাইজার সাব স্টোরে ভোতা বা ভাঙ্গা সিজার বা ট্রিমার ফেরত দিয়ে নতুন সিজার বা ট্রিমার সংগ্রহ করবেন।
  2. যদি ট্রিমার হয় তবে ট্রিমারটি মেকানিক দিয়ে মেশিনের সাথে সংযুক্ত করে নিবেন।
  3. যদি শার্প টুল যেমন সিজার, ট্রিমার বা প্যাটার্ণ ভেঙ্গে যায় তবে সম্পুর্ণ অংশ খুজে বের করতে হবে
    এবং একই নিয়মে সাব স্টোরে জমা দিয়ে নতুন আরেকটি ইস্যু করতে হবে।
  4. যদি শার্প টুল এর সম্পূর্ণ অংশ পাওয়া না যায় তবে ম্যাগনেট পেন দিয়ে খুজবে।
    তা দিয়েও যদি পাওয়া না যায় তবে তা ম্যাগনেট কার্ড দিয়ে খুজবে।
  5. যদি প্রযোজন হয় তবে আক্রান্ত গার্মেন্টসগুলো মেটাল পাশ করতে হবে।
    সাব স্টোর সিজার বা ট্রিমারের সম্পুর্ণ না পেলে নতুন সিজার বা ট্রিমার প্রদান করবে তবে অবশ্যই ইউনিট প্রধানের লিখিত অনুমোদন লাগবে।

উল্লেখ্য যেঃ এফ.সি.সি / এইচ.এ্যান্ড এম. এর নিয়ম অনুযায়ী – ফ্লোরের সকল শার্প টুল অবশ্যই মেশিনের সাথে এটাচ করতে হবে।

তাই যদি কারো লাইনে অতিরিক্ত শার্প টুল মেশিনের সাথে এটাচ না থাকে তবে

অবশ্যই সংশ্লিষ্ট লাইনের মেকানিকের সাথে আলোচনার মাধ্যমে মেশিনের সাথে শার্প টুল এটাচ করে নিতে হবে।

শার্প টুলস সংক্রান্ত কোন কিছু জিজ্ঞাসা থাকলে নির্দিধায় জানানোর অনুরোধ রইলো।

আইডিয়া শেয়ারিং পদ্ধতি সম্পর্কে সবকিছু জেনে নিন।

এফসিসিএ অডিট কি? কেন প্রয়োজন জেনে নিন

আল্লাহ্‌ হাফেজ।

Check Also

মেজারমেন্ট টেপ ক্যালিব্রেশন সম্পর্কে বিস্তারিত

মেজারমেন্ট টেপ ক্যালিব্রেশন সম্পর্কে বিস্তারিত জেনে নিন

আজকে আমরা এই পোস্টের মাধ্যমে গার্মেন্টসের মেজারমেন্ট টেপ কিভাবে ক্যালিব্রেশন করতে হয় সে বিষয়ে সবকিছু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *