এমআর এবং এমএমআর এর মধ্যে পার্থক্য
এমআর এবং এমএমআর এর মধ্যে পার্থক্য

এমআর (MR) এবং এমএমআর (MMR) এর মধ্যে পার্থক্য কি?

আজকে এই পোস্টে গার্মেন্টস এর দু’টি গুরুপূর্ণ রিকোয়ারমেন্ট এমআর (MR) এবং এমএমআর. (MMR) এর পার্থক্য (What is the difference between MR & MMR?) নিয়ে আলোচনা করবো।

বিষয় দু’টি গার্মেন্টস সেকশনের খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রায় সময়ই দেখা যায় এই দু’টি বিষয়ের পার্থ্যক্য করতে অনেকে গুলিয়ে ফেলে তাই এই বিষয়ে ক্লিয়ার করার জন্যেই এই পোস্ট।

এমআর এবং এমএমআর কি?

এমআর কি? (What is MR)  

এম আর মানে হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। ইংরেজিতে (MR = Minimum Requirement / Minimum Requirement’s) । শব্দ শুনেই যতটুকু বোঝা যায় তা হলো নূন্যতম যে রিকোয়ারমেন্টগুলি থাকতেই হবে।

এমআর বিস্তারিত (Details in MR)

বায়ার বা কাস্টমার যখন কোন কোম্পানিতে অর্ডার প্লেস করে বা অর্ডার দেয় তখন সেই কোম্পানিতে অর্ডার নিয়ে প্রোডাক্ট প্রস্তুত করে কাস্টমারের কাছে দেওয়ার জন্য কোম্পানিতে যে সমস্থ নূন্যতম জিনিসপত্র, প্রসেস বা সিস্টেম থাকতেই হবে সেইগুলোই হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট।

আরো সহজভাবে বিষয়টা বোঝার চেস্টা করি আরেকটা বাস্তব উদাহরণের মাধ্যমে।

প্রচন্ড গরমে ধরুন আপনি কোল্ড ড্রিংক খেতে চাচ্ছেন এবং আপনার কাছে দু’টি দোকান আছে। একটিতে ফ্রিজ আছে যার মধ্যে কোল্ড ড্রিঙ্ক আছে (ঠান্ডা পাওয়া যাবে) অন্যটিতে ফ্রিজ নেই কিন্তু ড্রিংক আছে।

এবার আপনি কোন দোকান থেকে কোল্ড ড্রিঙ্ক নিবেন? অবশ্যই যেখানে ফ্রিজ আছে সেই দোকান থেকে তাই তো?

গার্মেন্টস কারখানার কাস্টমারো ঠিক একই রকমভাবে চিন্তা করে। তারা তাদের অর্ডারটিকে সেখানেই প্লেস করে বা সেই কোম্পানিতেই দিতে চায় যাদের সেই প্রোডাক্ট প্রস্তুত করার জন্য কমপক্ষে যা যা দরকার তার সবকিছুই আছে।

এই যে কোম্পানিতে অর্ডার নেওয়ার জন্য যে সমস্থ নূন্যতম রিকোয়ারমেন্ট পূরণ করতে হয় অথবা উতপাদন শুরুর আগে যা যা রিকোয়রমেন্ট ছিল তার সব কিছু সেখানে থাকার এগ্রিমেন্ট করা হয় সেইগুলো হচ্ছে এম আর।

গার্মেন্টস কারখানায় অর্ডার বাতিল হতে পারে যদি এম আর / এম আর গুলো মিট না হয়।

এমএমআর কি? (What is MMR?)

এম এম আর হচ্ছে মিনিমাম ম্যানুফাচকারিং রিকোয়ারমেন্ট। ইংরেজিতে (MMR = Minimum Manufacturing Requirements).। প্রসেস বানানোর জন্য নূন্যতম সে শর্তাবলি পূরণ করতেই হবে সেগুলোই হচ্ছে মিমিমাম ম্যানুফাকচারিং রিকোরমেন্ট ।

এমএমআর এর বিস্তারিত (Details in MMR):

এমএমআর মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়রমেন্ট। কোন একটি প্রসেস বানানোর জন্য সেখানে যে সব নূন্যতম রিকোয়রমেন্ট বা শর্তাবলি পূরণ করতেই হবে সেগুলোই হচ্ছে এম এম আর বা মিনিমাম ম্যানুফ্যাকচারিং রিকোয়ারমেন্ট।

বিষয়টি একটা উদাহরণের মাধমে বোঝার চেস্টা করি। such as

কলার এর এমএমআর. MMR of Collar
ম্যাটেরিয়াল/ স্টাইল এবং ইন্সিট্রাকশন উপর ভিত্তি করে কলারের সঠিক পাশে ফিউজিং লাগাতে হবে। have the fusing attached to the correct side of collar depending on material/ style/ instructions

এখানে দেখতে পাচ্ছি কলার লাগানোর সময় কলারের পাশে ফিউজিং লাগানোর কথা বলা হয়েছে।

এখানে কলার কোন মেশিনে কতজন অপারেটর , কিভাবে সুইং করবেন ইত্যাদির কথা বলা হয় নাই।

উল্লেখিত বিষয়টি হচ্ছে নূন্যতম রিকোয়ারমেন্ট।

এই শর্ত পূরণ করার জন্য যা করার প্রয়োজন সেগুলো ফ্যাক্টরী করবে।

কিন্তু ফিউজিং এর শর্তাবলি পূরণ করতেই হবে । বিষয়টি হচ্ছে এই রকম।

এমআর এবং এমএমআর এর পার্থক্যঃ

এমআর হচ্ছে কোম্পানির জন্য (অর্ডার এর আগে , অর্ডার প্লেসমেন্ট হওয়ার পর এবং উতপাদন শেষ হলে )
এবং এম এম আর হচ্ছে কোম্পানিতে অর্ডার নেওয়ার পর প্রোডাক্ট বানানোর জন্য যে সব শর্তাবলি পূরণ করতে হবে যেগুলো।

যেমন এম আর হচ্ছে কোম্পানিতে মেটাল ডিটেকশন মেশিন থাকতেই হবে।

ক্যালিব্রেশন নূন্যতম ৩ বার করতেই হবে। এই ধরনের ।

আবার ধরুন কোন একটা প্রসেসের সুইং করার জন্য অভারলক মেশিন রিকোয়ারমেন্ট আছে
সেখানে আপনি ঐ মেশিন ছাড়া অন্য মেশিন ব্যবহার করতে পারবেন না।

আপনাকে ঐ প্রসেস সুইং করার জন্য সেই নির্দিষ্ট মেশিনই ব্যবহার করতে হবে।

পরিসংক্ষেপঃ

এম আর হচ্ছে কোম্পানির জন্য রিকোয়ারমেন্ট আর এম এম আর হচ্ছে প্রোডাক্ট বানানোর জন্য রিকোয়ারমেন্ট।

https://www.garmentsshiksha.com/career-success-guideline/

গার্মেন্টসের মর্নিং মিটিং সম্পর্কে সবকিছু জেনে নিন।

https://www.garmentsshiksha.com/how-to-implement-an-effective-quality-training/

কোন জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় জানানোর জন্য অনুরোধ করা হলো।

ভাল থাকবেন আল্লাহ হাফেজ।

Check Also

কোয়ালিটি ৮টি ডায়মেনশন বা কোয়ালিটির মাত্রা

কোয়ালিটি ৮টি ডায়মেনশন সম্পর্কে জেনে নিন

মুখ্য পয়েন্টগুলি1 কোয়ালিটি ৮টি ডায়মেনশন কি?2 গার্মেন্টস কোয়ালিটি ডায়মেনশন হচ্ছে আটটি। Eight dimensions of quality2.1 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *